বৃহস্পতিবার, ০২ মে, 2০২4
স্বর্ণের চেয়েও বেশি খরুচে উমেশের বোলিং
Published : Saturday, 26 September, 2020 at 7:22 PM

ক্রীড়া ডেস্ক ॥
ভারতের অভিজ্ঞ পেসার হিসেবে উমেশ যাদবের ওপর বাড়তি প্রত্যাশা রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। কিন্তু তা পূরণে এখনও পর্যন্ত পুরোপুরি ব্যর্থ ডানহাতি এ পেসার। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে খরচ করেছেন ৪৮ রান। কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৩ ওভারে দিয়েছেন ৩৫ রান।
দুই ম্যাচ মিলে ৭ ওভারে ওভারপ্রতি প্রায় ১২ করে ৮৩ রান খরচ করলেও, উইকেটের দেখা পাননি উমেশ। তার এমন খরুচে বোলিংকে রীতিমতো ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তার মতে, স্বর্ণের চেয়েও বেশি খরুচে উমেশ যাদবের বোলিং। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে আকাশ বলেছেন, ‘উমেশ যাদব এবার খুব খরুচে প্রমাণিত হচ্ছে। উমেশের ওভারগুলো এখন স্বর্ণের চেয়েও বেশি খরুচে হয়ে যাচ্ছে। সে খুবই সাদামাটা বোলিং করছে। সে যতগুলো ডেলিভারি পায়ের মধ্যে করেছে, অতগুলো উপহার দিওয়ালিতেও পাওয়া যায় না। ভারতীয় বোলার হিসেবে উমেশের কাছে চাওয়া আরও বেশি।’ উমেশ হতাশ করলেও, আকাশ চোপড়াকে মুগ্ধ করেছেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে মাত্র ৬৯ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রাহুল, গড়েছেন এক জোড়া রেকর্ড, নিজ দলকে এনে দিয়েছেন ৯৭ রানের বিশাল ব্যবধানের জয়।
 এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশংসায় ভেসে যাচ্ছেন রাহুল।
তার ব্যাটিংয়ের ব্যাপারে আকাশের মূল্যায়ন, ‘আমরা যদি লোকেশ রাহুলের ব্যাটিংয়ের ব্যাপারে কথা বলি, সে পুরোপুরি ভিন্ন এক স্টাইলে ব্যাটিং করছে। তার ১৩২ রানের ইনিংসটি আইপিএল ইতিহাসে অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস। সে সত্যিই অসাধারণ ছিল। তার খেলার ধরনে একইসঙ্গে পুলকিত হবেন আবার চমকে যাবেন। সে আমার হৃদয়ের খুব কাছের।’
এসময় পাঞ্জাবের তরুণ লেগস্পিনার রবি বিষ্ণুইর ব্যাপারে আকাশ বলেছেন, ‘রবি বিষ্ণুই পাঞ্জাবের অন্যতম সেরা পারফরমার হয়ে গেছে। সে প্রথম ম্যাচেও ভালো করেছে আবার ব্যাঙ্গালুরুর বিপক্ষে দারুণ করেছে। প্রথম ওভারে অ্যারন ফিঞ্চের কাছে মার খেলেও ঘুরে দাঁড়িয়েছে এবং উইকেট নিয়েছে। সে খুবই ধারাবাহিক বোলার।’



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি