বৃহস্পতিবার, ০২ মে, 2০২4
আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ১০৬ ভারতীয়
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Thursday, 28 May, 2020 at 5:54 PM

লকডাউনের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকে পড়া ১০৬ জন ভারতীয় নাগরিক দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে যান তারা। দুই দেশের চেকপোস্টে যেন ভারতীয়রা কোনো ধরনের অসুবিধায় না পড়েন সেজন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস চেকপোস্টে এসে যাত্রীদের বিদায় দেন। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদুল হক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারণে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে ভারতীয় নাগরিকরা আটকা পড়েছিলেন। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ১২৯ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত ১০৬ জন ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতে প্রবেশ করেছেন। বাকিরা চেকপোস্টে আসেননি।

ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেন, লকডাউনের কারণে অনেকেই বাংলাদেশে আটকা পড়েছিলেন। ইতোমধ্যে ৯টি ফ্লাইটে প্রায় দেড় হাজার জনকে দেশে পাঠানো হয়েছে। আজকে আরেকটি ফ্লাইট যাবে। করোনার কারণে অনেক সতকর্তা অবলম্বন করতে হচ্ছে। যারা যাচ্ছেন তাদের ভারতে গিয়ে করোনাভাইরাসের পরীক্ষা হবে। সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। চেকপোস্টে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা ও জেলা পুলিশের বিশেষ শাখার জ্যেষ্ঠ সহাকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি