বৃহস্পতিবার, ০২ মে, 2০২4
মশা নিধনে ফের অভিযানে নামছে ডিএনসিসি
Published : Friday, 22 November, 2019 at 9:25 PM

স্টাফ রিপোর্টার॥
এডিস মশা নিধনে আবারো চিরুনি অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী রবিবার থেকে শুরু হবে এই অভিযান। চলবে টানা দশ দিন। সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে এই অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোড খেলার মাঠে মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মেয়র।
এসময় মেয়র বলেন, ‘আগামী ২৪ নভেম্বর থেকে ৫৪টি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে ৫৪০টি জায়গাকে শনাক্ত করে টানা ১০ দিন এই অভিযান চলবে। এই অভিযানের মধ্যে শুক্র-শনিবার থাকলেও সেদিন কারো ছুটি থাকবে না।’
আতিক বলেন, ‘এই অভিযানের অংশ হিসেবে ৫৪০টি জায়গাকে শনাক্ত করে ৬২০টি হটস্পট নির্ধারণ করা হয়েছে। হটস্পটে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলবে। এই অভিযান পরিচালনা করতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। এজন্য প্রথমবারের মতো ২০টি মিক্স ব্লোয়ার এনেছি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মশা নিধন করা হবে। ডিএনসিসির সব ডিপার্টমেন্ট একত্রে কাজটি করবে। এজন্য এই অভিযানের নাম রাখা হয়েছে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান।’
করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযান ততক্ষণ সফল হবে, যতক্ষণ না জনসচেতনতা তৈরি করা যায়। নাগরিকদের মানসিকতার পরিবনর্তনের কথা জানিয়ে মেয়র বলেন, ‘কয়েকজন লোক দিয়ে আমরা যতই পরিষ্কার করি না কেন, কাজ হবে না। এর জন্য জনসচেতনতা গড়ে তুলতে হবে। আমাদের মনমানসিকতার পরিবর্তন করতে হবে। আপনার এলাকাটা আপনি পরিষ্কার রাখার চেষ্টা করুন, তাহলেই শহর পরিষ্কার হবে।’
রাজউক ও ওয়াসার দায়িত্বে থাকা অংশগুলো সিটি করপোরেশনের পক্ষ থেকে এক বার পরিষ্কার করে দেয়া হবে জানিয়ে মেয়র বলেন, ‘আপনাদের লেক, ডোবা, খাল ও লেকের আশপাশ রয়েছে, এগুলো আমরা প্রথমবারের মতো পরিষ্কার করে দেবো। এরপর এটি পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদের।’ ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মনজুর হোসেন, প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি, ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান প্রমুখ।



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি