শুক্রবার, ২৬ এপ্রিল, 2০২4
স্বেচ্ছায় সরে দাঁড়ালেন বাট
Published : Sunday, 25 October, 2020 at 7:42 PM

ক্রীড়া ডেস্ক ॥
ডিমোশন মানতে না পারায় ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার সালমান বাট স্বেচ্ছায় সরে দাঁড়ালেন কায়েদ-এ-আজম ট্রফি থেকে। পাকিস্তান জাতীয় দলে নিজের ভবিষ্যত দেখতে না পেয়ে এই সিদ্ধান্ত সাবেক অধিনায়কের।
২০১০ সালে লর্ডসের ঘৃণ্য স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নিজেকে জড়িয়ে নিন্দা কুড়িয়েছিলেন সালমান বাট। মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে নিয়ে করা ইতিহাসের জঘন্যতম সেই ফিক্সিংয়ে তিনিই ছিলেন মূল হোতা। এমনকি তখন তিনি পাকিস্তান জাতীয় দলের অধিনায়কও ছিলেন।
স্পট ফিক্সিংয়ের বিষয়টি প্রমাণিত হলে সালমানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই অভিযোগে জেলও খাটতে হয়েছে। এরপর দীর্ঘদিন সব ধরনের ক্রিকেটীয় কর্মকা- থেকে দূরে ছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও জাতীয় দলে আর জায়গা পাননি। এবার ব্রাত্য হয়ে পড়েছেন ঘরোয়া ক্রিকেটেও। জাতীয় দলে নিজের ভবিষ্যত না থাকায় জনপ্রিয় প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফিকেও খেলবেন না।
ইএসপিএনক্রিকইনফোকে বাট বলেন, ‘আমি বুঝতে পারছি পাকিস্তান দলে আমার কোনো ভবিষ্যত নেই। মাঠে ফেরার পর থেকেই রান করছিলাম। এমন পারফরম্যান্সের পরও জাতীয় দলে ডাক পাওয়ার কোনো সম্ভাবনা সৃষ্টি হয়নি। এ বছর আমি নিজেকেই প্রশ্ন করলাম- আমি কী করছি? কেন খেলছি?’
বাট বলেন, ‘আমি কেন তাহলে আরেক মৌসুম খেলবো? আমি গুরুত্বের সাথে ভেবেছি এবং বাস্তবতা মেনে অনুধাবেন করেছি, আমাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হবে না। তারচেয়ে নতুন কিছু করি।’
ধারণা করা হচ্ছে, ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার যেকোনো মুহূর্তে অবসরের ঘোষণা দিতে পারেন।
ফিক্রিসং কা-ে নিষেধাজ্ঞা পাওয়ার আগে পাকিস্তান জাতীয় দলে হয়ে ৩৩টি টেস্ট, ৭৮টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।




সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি