রবিবার, ০১ অক্টোবর, 2০২3
কারিগর গ্রেড-সি (জেনারেল, ট্রেড) পদে সদ্য যোগদানকৃতদের মাসব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Sunday, 20 August, 2023 at 8:41 PM

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’তে কারিগর-সি (জেনারেল, ট্রেড) পদে নব যোগদানকৃতদের মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয় কর্পোরেশনের গাজীপুররস্থ কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে। রবিবার অনুষ্ঠানে অনলাইনে সভাপতিত্ব করেন বিআরটিস’র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)। মাসব্যাপী প্রশিক্ষণে কর্পোরেশনের কারিগর গ্রেড-সি’তে (সাধারণ ১৫ জন এবং ট্রেড ১২ জন) মোট ২৭ জন নব নিযুক্ত কারিগরগণ অংশগ্রহণ করবে।

এ প্রশিক্ষণে ইঞ্জিন ও ট্রান্সমিশন সিস্টেম, অটো ইলেক্ট্রিক সিস্টেম, বডি ডেন্টিং ও পেইন্টিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে কারিগরদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এর ফলে কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ শেষে মূল্যায়ণ পরীক্ষার মাধ্যমে নব যোগদানকৃত কারিগরদের অর্জিত দক্ষতা ও মেধা যাচাই করা হবে এবং প্রথম স্থান অর্জনকারীকে ‘চেয়ারম্যান পদক’ প্রদান করা হবে। কারিগরদের মধ্য হতে কয়েকজন তাদের সদ্য যোগদান ও প্রশিক্ষণের জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

স্বচ্ছ নিয়োগের মাধ্যমে উপযুক্ত ও দক্ষ কারিগর নির্বাচন করায় তারা কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের জন্য আবেদন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিএম, জিএম এবং পরিচালকরা প্রশিক্ষণ বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। পরিশেষে চেয়ারম্যান নতুন কারিগরদের দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি