শিরোনাম: |
সোনাগাজীতে থানায় জিডি করার ৩ দিনপর ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ
|
![]() সোনাগাজীতে জানের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করার তিন দিনপর মো: আলমগীর হোসেন (৪৫) এক ব্যবসায়ীকে গুলি করেছে মুখোশধারী সন্ত্রাসীরা । অল্পের জন্য তার প্রাণ রক্ষা হলেও আতংকে রয়েছেন ব্যবসায়ী মো: আলমগীর হোসেন। গত মঙ্গলবার ৬ ই জুন রাত সাড়ে ১১টার সময় সোনাগাজী উপজেলার ৬ নং চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চরচান্দিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলমগীরের দোকানে এ ঘটনা ঘটে। গত ৩ জুন শনিবার মো: আলমগীর হোসেন বাদী হয়ে জানের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন। সোনাগাজী মডেল থানার জিডি নং-১৬২, তাং-০৩-০৬-২০২৩। থানায় সাধারণ ডায়েরি আমলে নেওয়ার তিন দিন পর ৬ জুন মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চারজন মুখোশ পরিহিত অস্ত্রধারী লোকজন তার দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। ব্যবসায়ী আরো জানান গুলির আঘাতে শো-কেইচের গ্লাস ভেঙ্গে তচনচ হয়ে যায়। মো: আলমগীর হোসেন আরো জানান, তিনি তাদের গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছে মনে করে সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করে । পরে আমি জরুরী সেবা ৯৯৯ নাম্বারে পুলিশকে জানালে খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্ত রফিকুল ইসলাম বাদল ও রাসেল আমিনের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন,রাসেল আমিন বলেন ব্যবসায়ী মো: আলমগীর হোসেনের সাথে ১৫ দিন জমি ইজারা নিয়ে সোনাপুরের আনোয়ারসহ সমঝোতা বৈঠক হয়েছিলো,এর বাহিরে তার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই অপর দিকে রফিকুল ইসলাম বাদল বলেন মো: আলমগীর হোসেনের সাথে আমার কিছুই হয়নি,সে কেন আমার নামে থানায় জিডি করেছে তাও আমি জানি না। সোনাগাজী মডেল থানার (ওসি) মু: খালেদ হোসেন বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশদল ঘটনাস্থলে গিয়েছে। ব্যবসায়ী মো: আলমগীর হোসেন বুধবার রাতে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |