রবিবার, ০১ অক্টোবর, 2০২3
সোনাগাজীতে চালককে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়ে অটোরিকশা ছিনতাই
Published : Tuesday, 6 June, 2023 at 6:20 PM

ফেনী প্রতিনিধি ॥
ফেনীর সোনাগাজীতে মঙ্গলবার সকালে অমর চন্দ্র কুরি (৪৫) নামের এক অটোরিক্সা চালককে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়ে অটোরিকশা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও এলাকাবাসী জানায়, ৮টার দিকে সকালে    কুঠির হাট থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অটোরিকশা ভাড়া করে উপজেলার  চরগোপালগাঁও গ্রামে  নিয়ে  যায়। সেখানে ছুরি দিয়ে চালকের গলা কেটে হত্যার চেষ্টা চালিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরতর আহত  অবস্থায়  উদ্ধার করে  সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য  চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়। পুলিশ  খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছেন । আহত অমর চন্দ্র কুরি  উপজেলার  বিষ্ণপুর গ্রামের  কুরি বাড়ির  বাবুল চন্দ্র কুরির ছেলে। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ  খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।


প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি