শিরোনাম: |
সোনাগাজীতে কৃষি উন্নয়ন কর্পোরেশনের ৫.৮ কি.মি সড়কের কাজ উদ্বোধন
|
![]() ফেনীর সোনাগাজী চর-দরবেশ ইউনিয়নের নুরানী বাজার থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বীজ বর্ধন খামারের চলাচলের জন্য ৫.৮ কিলোমিটার সড়ক (আরসিসি ঢালাই) নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন ফেনীর দুই সাংসদ। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। সোনাগাজীর ৫ নং চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুর সভাপতিত্বে ও ছাত্রলীগের আবদুল জলিলের সঞ্চালনায় নুরানী বাজারে ২৫ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু ছুফিয়ান, সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন, ৬ নং চরছান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মাষ্টার শাহাব উদ্দিনসহ প্রমূখ। ![]() উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনী- ৩ আসনের সংসদ সদস্য লে : জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে দেশ নেত্রী ও জননেত্রী শেখ হাসিনা কে ২০২৩ সালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নির্বাচিত করার জন্য সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান, তিনি বলেন,আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সোনাগাজীতে কারো বিরুদ্ধে কোন রাজনৈতিক হয়রানি মুলক মামলা-হামলা হয়নি। সোনাগাজী- দাগনভুঞা'র জনসাধারণ কে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিয়েছি। শেখ হাসিনা সরকারের সময়গুলোতে বাংলাদেশের সকল জেলায় বিশ্ববিদ্যালয়,কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তা, ঘাট, ব্রীজ, কালভার্টসহ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনাগাজীতে অর্থনৈতিক অঞ্চল, সোলার প্ল্যান বিদ্যুৎ, নৌবন্দর এবং সর্বপরি সোনাগাজীতে ছয়শত একর জমিতে ৩৩৪ কোটি ৯৩ লক্ষ ৯১ হাজার টাকা ব্যায়ে বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের মধ্যে ফেনীর সোনাগাজী চরদরবেশ ইউনিয়নে অত্যাধুনিক এই বীজ বর্ধন খামার স্থাপন করা হবে। |