শনিবার, ১০ জুন, 2০২3
ট্রেনে ছোড়া ঢিলে চোখ হারাচ্ছেন চাকরিপ্রত্যাশী তরুণ
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Thursday, 18 May, 2023 at 5:43 PM

ট্রেনে ছোড়া ঢিল লেগে ডান চোখ হারাতে বসেছেন চাকরিপ্রত্যাশী তরুণ রবিউল ইসলাম (২৩)। বুধবার (১৭ মে) রাতে ট্রেনে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় আসার পথে ঢিলের আঘাত লাগার পর থেকে ডান চোখে কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। জানা যায়, চাকরির পরীক্ষা দিতে নাটোরের বাগাতিপাড়া থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসছিলেন রবিউল। ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ সেতুতে ওঠার আগে বাইরে থেকে ছুটে আসা একটি পাথর ডান চোখে লাগলে ট্রেনেই চিৎকার দিয়ে জ্ঞান হারান তিনি।

রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর বলেন, রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ ব্রিজে ওঠার আগে বাইরে থেকে কেউ পাথর ছুড়ে মারে। পাথরটি রবিউলের চোখে লাগায় সে অচেতন হয়ে পড়েন। বিমানবন্দর স্টেশনে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, রবিউলকে আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে।

আরও খবর


প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি