শিরোনাম: |
ট্রেনে ছোড়া ঢিলে চোখ হারাচ্ছেন চাকরিপ্রত্যাশী তরুণ
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর বলেন, রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ ব্রিজে ওঠার আগে বাইরে থেকে কেউ পাথর ছুড়ে মারে। পাথরটি রবিউলের চোখে লাগায় সে অচেতন হয়ে পড়েন। বিমানবন্দর স্টেশনে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, রবিউলকে আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। |