শিরোনাম: |
গরু চুরির অপবাদে দিনমজুরকে কুপিয়ে হত্যা
হাজারিকা অণলাইন ডেস্ক
|
![]() নিহতের স্ত্রী রাশেদা ও এলাকাবাসী জানান, তিনদিন আগে প্রতিবেশী উসমান মাতুব্বরের গোয়াল থেকে একটি গরু চুরি যায়। এই ঘটনায় আরিফুলের বিরুদ্ধে গরুচুরির অভিযোগ আনে একটি পক্ষ। গতকাল (বুধবার) সন্ধ্যায় সালিস বৈঠক বসে। এসময় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আজ (বৃহস্পতিবার) সকালে আরিফুল পুকুরে মাছ ধরা শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ির থেকে কয়েকশ গজ দূরে ফসলের মাঠের মধ্যে পৌছালে চারপাঁচ জন লোক অতর্কিতে হামলা চালিয়ে আরিফকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে আরিফের তিন ভাইসহ কয়েকজন এগিয়ে গেলে তারাও হামলায় আহত হন। আহত ৪-৫ জন বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন। নিহত আরিফুল পেশায় কৃষি শ্রমিক। তার ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি গরু চুরির সাথে জড়িত নয় বলে পরিবারের দাবি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরার মর্গে পাঠানো হচ্ছে। |