বুধবার, ২২ মার্চ, 2০২3
কুমিল্লায় ইউনিয়ন সচিবের কলিগ পরিচয়ে সাংবাদিককে হুমকি!
Published : Sunday, 26 February, 2023 at 10:02 PM

স্টাফ রিপোটার:
ইউনিয়ন সচিবের কলিগ পরিচয় দিয়ে সাংবাদিককে তথ্য কমিশনে তথ্য চেয়ে আপীল করার কারণে জবাবদিহিতা চেয়ে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ওই সাংবাদিক। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৪নং মৌকারা ইউনিয়ন পরিষদের তথ্য অধিকার আইনে তথ্য চাওয়াকে কেন্দ্র করে। দৈনিক হাজারিকা প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সবুজপত্র সম্পাদক জামাল উদ্দিন স্বপন অনেকদিন আগে ইউনিয়ন পরিষদের কিছু সহজতথ্য চেয়ে আবেদন করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফ উদ্দিন আলমগীর ও সচিব মোহন মজুমদার বরাবর। ইউনিয়ন পরিষদ তথ্য দিতে অপারগতা প্রকাশ করলে উক্ত সাংবাদিক প্রধান তথ্য কমিশন,ঢাকা বরাবর তথ্যের জন্য আপীল করেন। তথ্য কমিশন ইউনিয়ন পরিষদ ও সাংবাদিক দুই পক্ষকেই হাজির হওয়ার জন্য চিঠি ইস্যু করেন। চিঠি মোতাবেক উভয় পক্ষকে ২৮/২/২৩ তারিখে হাজির হওয়ার আদেশ দেন। ইতিমধ্যে মৌকারা ইউনিয়ন পরিষদের সচিব মোহন মজুমদারের বন্ধু ও কলিগ পরিচয়ে ২৬/২/২৩ রবিবার একাধিকবার ০১৮১১-৯৫৫৭৯৬ নম্বর থেকে সাংবাদিক জামাল উদ্দিন স্বপনকে তার সাংবাদিকতার জবাবদিহি চেয়ে হুমকি ধমকি প্রদান করে।  সর্বশেষ সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের সময় জীবননাশ করার হুমকি প্রদান করে এই কথিত কলিগটি।
এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিক জামাল উদ্দিন স্বপন আমাদের প্রতিবেদককে জানান, ‘আমি নিউজ করার জন্য ইউনিয়ন পরিষদ অফিসে যোগাযোগ করলে, তারা কোন তথ্য দিতে পারেনি। পরে আমি তথ্য কমিশনে তথ্য চেয়ে আপীল করি।  সচিবের পরিচয়ে সন্ধ্যা টিভি-রাত টিভি পরিচয়ে আমাকে হুমকি দিয়ে বলে সেও নাকি সাংবাদিক জগতের মানুষ। সে আমাকে দেখে নেবে। আমি জীবনের নিরাপত্তা চাই। আমার মামলা করার প্রস্তুতি চলছে।’
এদিকে সাংবাদিককে হুমকির প্রতিবাদে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম,কুমিল্লা, ঢাকাসহ বিভিন্ন স্থানের সাংবাদিকের সাথে আলাপ আলোচনা চলছে।




সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি