শিরোনাম: |
কুমিল্লায় ইউনিয়ন সচিবের কলিগ পরিচয়ে সাংবাদিককে হুমকি!
|
![]() ইউনিয়ন সচিবের কলিগ পরিচয় দিয়ে সাংবাদিককে তথ্য কমিশনে তথ্য চেয়ে আপীল করার কারণে জবাবদিহিতা চেয়ে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ওই সাংবাদিক। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৪নং মৌকারা ইউনিয়ন পরিষদের তথ্য অধিকার আইনে তথ্য চাওয়াকে কেন্দ্র করে। দৈনিক হাজারিকা প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সবুজপত্র সম্পাদক জামাল উদ্দিন স্বপন অনেকদিন আগে ইউনিয়ন পরিষদের কিছু সহজতথ্য চেয়ে আবেদন করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফ উদ্দিন আলমগীর ও সচিব মোহন মজুমদার বরাবর। ইউনিয়ন পরিষদ তথ্য দিতে অপারগতা প্রকাশ করলে উক্ত সাংবাদিক প্রধান তথ্য কমিশন,ঢাকা বরাবর তথ্যের জন্য আপীল করেন। তথ্য কমিশন ইউনিয়ন পরিষদ ও সাংবাদিক দুই পক্ষকেই হাজির হওয়ার জন্য চিঠি ইস্যু করেন। চিঠি মোতাবেক উভয় পক্ষকে ২৮/২/২৩ তারিখে হাজির হওয়ার আদেশ দেন। ইতিমধ্যে মৌকারা ইউনিয়ন পরিষদের সচিব মোহন মজুমদারের বন্ধু ও কলিগ পরিচয়ে ২৬/২/২৩ রবিবার একাধিকবার ০১৮১১-৯৫৫৭৯৬ নম্বর থেকে সাংবাদিক জামাল উদ্দিন স্বপনকে তার সাংবাদিকতার জবাবদিহি চেয়ে হুমকি ধমকি প্রদান করে। সর্বশেষ সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের সময় জীবননাশ করার হুমকি প্রদান করে এই কথিত কলিগটি। এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিক জামাল উদ্দিন স্বপন আমাদের প্রতিবেদককে জানান, ‘আমি নিউজ করার জন্য ইউনিয়ন পরিষদ অফিসে যোগাযোগ করলে, তারা কোন তথ্য দিতে পারেনি। পরে আমি তথ্য কমিশনে তথ্য চেয়ে আপীল করি। সচিবের পরিচয়ে সন্ধ্যা টিভি-রাত টিভি পরিচয়ে আমাকে হুমকি দিয়ে বলে সেও নাকি সাংবাদিক জগতের মানুষ। সে আমাকে দেখে নেবে। আমি জীবনের নিরাপত্তা চাই। আমার মামলা করার প্রস্তুতি চলছে।’ এদিকে সাংবাদিককে হুমকির প্রতিবাদে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম,কুমিল্লা, ঢাকাসহ বিভিন্ন স্থানের সাংবাদিকের সাথে আলাপ আলোচনা চলছে। |