রবিবার, ০৩ ডিসেম্বর, 2০২3
সোনাগাজীতে হাসপাতালের এম.ডি র বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন!
Published : Sunday, 8 January, 2023 at 5:21 PM

সোনাগাজী প্রতিনিধি ॥
সোনাগাজী উপজেলায় বেসরকারি সান জেনারেল হাসপাতালের এমডি মোঃ আলা উদ্দিনের বিরুদ্ধে প্রবাসীরা অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে হাসপাতালের শেয়ারদার ভুক্তভোগীরা। ৭ জানুয়ারি শনিবার বিকেল ৩ টায় সোনাগাজীর ফুড গার্ডেন রেস্টুরেন্ট কক্ষে সংবাদ সম্মেলনে সান ডায়াগনস্টিক এন্ড কেয়ার লিঃ এর চেয়ারম্যান আবু ইউসুফ লিখিত অভিযোগ পত্রটি পড়ে শোনান।

এ সময় সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালের মে মাসের দিকে সান ডায়াগনস্টিক এন্ড কেয়ার লিঃ এর নামে ট্রেড লাইসেন্স নেওয়া হয় যার নাম্বার ০২০৬৩৮৭০ এবং জয়েন স্টক রেজিঃ নং সি ১৩১৫০৯। হাসপাতালের নামে ট্রেড লাইসেন্স নেওয়ার পর শতভাগ শেয়ারের মধ্যে আমার মাধ্যমে ২৪ জন প্রবাসী মিলে ৮৫% হাসপাতালের শেয়ার ক্রয় করি। অবশিষ্ট ১৫% শেয়ার মোঃ আলা উদ্দিন ক্রয় করে নেন,পরে আমরা তাকে বিশ্বাস করে আমরা প্রবাসে চলে যাই।

আমরা প্রবাসে চলে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে কিছুদিন যেতে না যেতেই ১৫% শেয়ার ক্রেতা মোঃ আলা উদ্দিন প্রতিমাসে লোকসানের বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদের আর্থিক ভাবে পরিকল্পিত ভাবে ক্ষতিগ্রস্ত করে মানুষিক ভাবে ব্যাপক হয়রানি করে।
 মোঃ আলা উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী হাসপাতালের লোকসানের কথা চিন্তা করে আমি ও আমার মাধ্যমে যে সকল প্রবাসীরা শেয়ার কিনেছিলেন সকলে মিলে আমাদের কেনা ৮৫% শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিই।

২০১৮ সালের ২৩ জুন মোঃ আলা উদ্দিন ৬৮ লক্ষ টাকায় দামা-দামি করে ৩ মাসের মধ্যে সব টাকা পরিশোধ করার কথা বলে আমাদের সাথে ১০ লক্ষ টাকার বায়নাপত্র করে। বায়নার টাকা প্রদানের পর বাকী টাকা দিতে গড়িমসি শুরু করলে মোঃ আলা উদ্দিনের বিরুদ্ধে ঢাকা কমলাপুর মুগদা থানায় ২০১৯ সালের ১৬ জুন মাসে একটি সাধারণ ডায়েরী যাহার জিডি নং ৮২৮ দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে দেশে যাতায়াত না করতে পারার সুযোগও মোঃ আলা উদ্দিন প্রতিষ্ঠান থেকে লিমিটেড শব্দটি বাদ দিয়ে প্রতারণার মাধ্যমে পরিচালনা করতে থাকে। তার প্রতারণার পুরো বিষয়টি হাসপাতালের শেয়ার কেনা ১৮ জন মালিক পক্ষ জানতে পেরে পূণরায় ২০২১ সালের ২৮ আগস্ট ঢাকার মুগদা থানায় আরো একটি সাধারণ ডায়েরী যাহার জিডি নং ১৫২২ দায়ের করি।
এছাড়াও ঢাকা মতিঝিল জোন প্রশাসক, বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ৫/৯/২১ইং তারিখে লিখিত স্মারক-লিপি প্রদান করি। যার স্মারক নং ১২৩০।

এসব অপকর্ম করেও মোঃ আলা উদ্দিন থেমে থাকেনি। বরং চেয়ে হাসপাতালের ৮৫% শেয়ার কেনা মালিকদের কে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে প্রশাসনের কাছে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েও হয়রানি করে আসছেন। উল্টো হাসপাতালের ৮৫ ভাগ শেয়ার ক্রেতাদের তাদের নামে এমপি মন্ত্রীদের দাপট দেখিয়ে তিনি চাঁদাবাজীর মামলাও করেছেন।  উল্লেখ্য যে ২০২২ সালের ২ ডিসেম্বর সান ডায়াগনস্টিক এন্ড কেয়ার লিঃ এর নতুন শাখা হিসেবে সোনাগাজীতে সান জেনারেল হাসপাতাল নাম দিয়ে প্রচার প্রচারণার মাধ্যমে হাসপাতালটির উদ্বোধন করা হয়।
অথচ তাদের হাসপাতালের সকল সদস্যদের দ্বারা গঠিত  বোর্ড প্রতিষ্ঠানের মিটিংএ সোনাগাজী শাখা খোলার কোনো সিদ্ধান্ত বা বোর্ড মিটিংয়ে অনুমোদন দেওয়া হয়নি এমনকি কোনো সদস্যও বিষয়টি অবগত নন।

সান ডায়াগনস্টিক এন্ড কেয়ার লিঃ এর ৮৫% শেয়ারের চেয়ারম্যান আবু ইউসুফ ও বাকী ১৫% শেয়ারের মালিক আলা উদ্দিন। তাদের হাসপাতালের শেয়ার ক্রেতার ২৪ জন সদস্য রয়েছেন। যার মধ্যে আবু ইউসুফের সাথেই রয়েছে ১৮ জন প্রবাসী।
আবু ইউসুফ আরো জানান, তারা খুব দ্রুত ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক,ফেনী পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও সাংবাদিকদের জানান।


প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি