শিরোনাম: |
ই-অরেঞ্জের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() এছাড়া সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানের নামে সর্বমোট ২৪টি অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়েছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে সন্দেহভাজন দুই ব্যক্তি প্রায় ১২০ কোটি টাকার লেনদেন সম্পন্ন করেছেন। এতে আরও বলা হয়, গ্রাহকদের থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য সরবরাহ না করে তারা সেই টাকা ব্যক্তিগত হিসাবে স্থানান্তর, নগদে উত্তোলন ও ব্যক্তিগত স্থায়ী সম্পদ ক্রয় করেছেন। যা প্রতারণার শামিল। এর আগে, গত ৭ এপ্রিল ই-অরেঞ্জের পাচার হওয়া অর্থ ফেরত এনে ভুক্তভোগীদের মধ্যে বণ্টন করার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়। এছাড়া বিএফআইইউকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। |