শিরোনাম: |
ফেনীতে মাদকের আস্তানা থাকবে না
|
![]() ফেনীর নবাগত পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, আইজিপির নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে মাদক ব্যবসার সাথে জড়িত অন্তরালে থাকা ব্যক্তিদের খুজে আইনের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি কোন পুলিশ সদস্যও যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাকেও ছাড় দেওয়া হবেনা। মঙ্গলবার বিকালে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এসময় ফেনীর আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত এ পুলিশ সুপার। সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, থোয়াই প্রু মারমা, ডিআইওয়ান শহীদ উল্লাহসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। |