শিরোনাম: |
শচিনকে ছাড়িয়ে গেলেন রুট
|
![]() অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬২ রান করেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। আর তাতেই ছাড়িয়ে গেলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারকে। আন্তর্জাতিক টেস্টে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দুই নম্বরে উঠে গেছেন ইংলিশ দলনেতা। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড খুব একটা সুবিধা করতে না পারলেও ব্যাট হাতে ঠিকই দ্যুঁতি ছড়াচ্ছেন দলীয় অধিনায়ক জো রুট। সিরিজের দ্বিতীয় টেস্টে ৬২ করার মাধ্যমে টপকে গেছে শচিনকে। ভারতীয় ক্রিকেট কিংবদন্তিকে ছাড়ানোর পর আবার মাইকেল ক্লার্ককেও ছাড়িয়ে গেছেন তিনি। টেস্টে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৫৬২ রান করতে সক্ষম হয়েছিলেন শচিন। ২০১০ সালে এটা করেছিলেন তিনি।এদিকে আর এর এক বছর তৎকালীন অজি অধিনায়ক ক্লার্ক করেছিলেন ১৫৯৫ রান। সে দুই কীর্তিকেই ছাড়িয়ে গেছেন রুট। দুর্দান্ত ফর্মে থাকা রুট চলতি বছর করেছেন ১৬০৬ রান। যেখানে রয়েছে ছয়টি সেঞ্চুরি। এর মধ্যে আবার রয়েছে দুটো আছে ডাবল সেঞ্চুরি। শচিন এবং ক্লার্ককে ছাড়িয়ে গেলেও পাকিস্তানি সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফের রেকর্ড এখন ভাঙতে পারেননি রুট। ২০০৬ সালে ১৭৮৮ রান করেছিলেন ইউসুফ। তবে তাকে ছাড়িয়ে যেতে খুব বেশি কষ্ট হবে তার। কেননা চলতি বছরে আরও তিনটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেতে পারেন রুট। |