শুক্রবার, ১৯ এপ্রিল, 2০২4
ককটেলকে খেলনা ভেবে দৃষ্টিহীন মহরমী
Published : Wednesday, 21 April, 2021 at 7:38 PM

জেলা প্রতিনিধি ॥
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গনকা বিদিরপুর মহল্লায় ককটেলকে খেলনা ভেবে খেলার সময় বিস্ফোরণে কবজি হারানো মহরমীর চোখের দৃষ্টিও ফেরানো সম্ভব হয়নি। গত আড়াই মাসে বেশ কয়েক দফায় ঢাকায় চিকিৎসা করানো হলেও চিকিৎসকরা জানিয়েছেন তার দুই চোখই অন্ধ হয়ে গেছে। আশাহত হয়ে মহরমীকে নিয়ে বাড়ি ফিরেছেন স্বজনরা। দৃষ্টিহীন মহরমীর সামনে এখন অনিশ্চিত আগামী। শিশু মহরমী পায়নি একটা নিরাপদ খেলার পরিবেশ। এ দায় কী আমাদের সমাজ, রাষ্ট্র এড়াতে পারে। শিশু মহরমীকে এখন অনিশ্চিত আগামীর পথে বেঁচে থাকার সংগ্রাম করতে হবে। কতটা পাশে থাকবে আমাদের সমাজ বা রাষ্ট্র। আর যারা ককটেল ফেলে রেখেছিলো তাদের শাস্তি কতটা হবে এমন প্রশ্ন আবারও সামনে এসেছে। এক সময় প্রাণচঞ্চল মহরমী এখন পরনির্ভরশীল মা অথবা বাড়ির অন্য কারো সহযোগিতা ছাড়া ইচ্ছে হলেও সে কোথাও যেতে পারে না। মূলত মায়ের সহযোগিতা নিয়েই চলছে তার সব কাজকর্ম। মহরমী আবারও পড়ালেখা করতে চায়, দৃষ্টিহীনদের স্কুলে সে সুযোগ পেলে ভর্তি হবে। যদিও চাঁপাইনবাবগঞ্জে সে সুযোগ নেই। স্কুলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মহরমী বলেন ‘আমি তো অন্ধ হয়ে গেছি। এখন অন্ধদের স্কুলে ভর্তি হব, যদি সুযোগ পায়।’  মহরমীর মা মাসকুরা খাতুন জানান, ১ ফেব্রুয়ারি ককটেল বিস্ফোরণে মহরমীর কবজি উড়ে যায়, এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হয়। পরে দেখা যায় চোখও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর রাজশাহী থেকে চোখের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। মিরপুরের বাংলাদেশ আই হসপিটালের অধ্যাপক ডা. গোলাম রসুলের কাছে দেখানো হয়। কয়েক-দফা চেষ্টার পর তিনি জানিয়েছেন মহরমী আর দৃষ্টি ফিরে পাবে না।
তিনি আরও জানান, মহরমীর নষ্ট হয়ে যাওয়া দুই চোখের মধ্যে একটা চোখে কিছু স্প্লিন্টার রয়ে গেছে। যার কারণে অপারেশন করে চোখটিই অপসারণ করতে হবে দ্রুতই। সেখানেও ৫০ হাজার টাকা খরচ হবে। ঈদের পর টাকা জোগাড় করে চোখ অপসারণ করবেন। এদিকে ককটেলে বিস্ফোরণের পর এলাকার বিবাদমান দুইটি গ্রুপের অন্তত ১৫ জনকে আসামি করে পুলিশ মামলা দায়ের করেছিল। পরে এ মামলায় সেই সময় অনেকেই গ্রেপ্তার হয়ে ফের জামিনে বের হয়ে এসেছেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন বলেন, ওই ঘটনার পর পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছিল। তারপরে আসামিদের গ্রেপ্তারও করা হয়েছিল। কিন্তু এখন অনেকেই জামিনে আছেন। এ মামলার তদন্ত শেষের দিকে। আমরা দ্রুতই মামলার অভিযোগপত্র আদালতে উপস্থাপন করব
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি