শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
ফিক্সিংয়ে জড়িয়ে ৮ বছর নিষিদ্ধ শ্রীলঙ্কান ক্রিকেটার
Published : Tuesday, 20 April, 2021 at 7:42 PM

ক্রীড়া ডেস্ক ॥
শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে যাত্রাটা খুব বেশি বড় নয়। মাত্র ৯টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলেছেন অলরাউন্ডার দিলহারা লোকুহেতিগ। তাও সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন ২০১৩ সালে।
প্রায় বিসৃত হয়ে যাওয়া এই অলরাউন্ডারই এখন ক্রিকেট বিশ্বে শিরোনামে। কারণটা মোটেও ইতিবাচক নয়। পুরোপুরি নেতিবাচক। ফিক্সিংয়ের দায়ে তাকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসির অ্যান্টি করাপশন ট্রাইবুন্যাল। ক্রিকেট দুর্নীতিতে জড়িয়েছিলেন লোকুহেতিগ। আইসিসি এর প্রমাণও পেয়েছে। কিন্তু লঙ্কান এই অলরাউন্ডার মোটেও আইসিসিকে সহযোগিতা করেননি। বরং, নানাভাবে অসহযোগিতারই চেষ্টা করেছেন। যে কারণে আইসিসি তাকে এত বড় শাস্তি দিল। ২০১৯ সালের এপ্রিল থেকে লোকুহেতিগের বিপক্ষে তদন্ত শুরু করে আইসিসি। এরও ৫ মাস আগে তদন্ত শুরু করেছিল আরব আমিরাত ক্রিকেট বোর্ড। ২০১৭ সালে আরব আমিরাতে অনুষ্ঠিত একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিংয়ের দায়ে তার নামে তদন্ত শুরু করে ইউএই ক্রিকেট বোর্ড। চলতি বছরের জানুয়ারিতে আইসিসি লোকুহেতিগের বিপক্ষে তিনটি আইনের লঙ্ঘণ হয়েছে, এমন অভিযোগের প্রমাণ খুঁজে পায়। প্রথমটি হলো : ম্যাচের ফল পরিবর্তনের লক্ষ্যে তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ চুক্তি, কিংবা চুক্তির মধ্যস্থতা করা কিংবা তথ্য সরবরাহ করা। দ্বিতীয় অপরাধ হলো : ব্যক্তিগতভাবে হোক কিংবা অন্য যে কোনোভাবে প্রথম অপরাধের সঙ্গে নিজে জড়িত থাকা। তৃতীয় অপরাধ হলো : আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের কাছে অভিযোগের বিপক্ষে কোনো প্রমাণ কিংবা কাগজপত্র হাজির করতে না পারা এবং অসহযোগিতা করা।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি