শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
যে কারণে মান্নার কবর সংস্কার হচ্ছে না
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Sunday, 4 April, 2021 at 8:50 AM

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না-ফেরার দেশে চলে যান এক সময়ের ঢালিউড কিং মান্না। এই অভিনেতাকে দাফন করা হয় টাঙ্গাইলে তাদের পারিবারিক কবরস্থানে। এত দিনেও কেন মান্নার কবর সংস্কার হয়নি জানিয়েছেন তার পরিবার। এ বিষয়ে মান্নার বড় বোন মিসেস কণা বলেন, ‘পারিবারিক কবরস্থানে আমার ছোট ভাইকে সমাহিত করার কারণে আমরা শুধু তার কবর সংস্কার করতে পারিনি। কারণ যে জায়গায় তাকে কবর দেয়া হয়েছে জায়গাটা এজমালি। ফলে আমাদের একক সিদ্ধান্তে কবরটি সংস্কার করতে পারছি না। আমাদের পারিবারিক কবরস্থান দেখভাল করেন চাচা সাফি তালুকদার। তিনি দেশের বাইরে থাকেন। তার দেশে আসার কথা ছিল। কিন্তু করোনার কারণে আসতে পারছেন না। তিনি ফিরলেই মান্নার কবর সংস্কার করব।’

কণা আরো বলেন, ‘আমরা মান্নার কবর একবার পাকা করেছিলাম। তখন একসঙ্গে সেখানে সবার কবর দেবে গিয়েছিল। এরপর আমরা মাটি ভরাট করি। তখন চাচা দেশের বাইরে ছিলেন। তিনি নিষেধ করে বলেছিলেন, দেশে ফিরেই তিনি সবগুলো কবর পাকা করবেন। তিনিই জানেন কোথায় কার কবর আছে।' এ প্রসঙ্গে প্রয়াত মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, ‘কবরটি অনেক আগেই সংস্কার হতো। কিন্তু এজমালি জায়গার কারণে হয়নি। আশা করছি, তারা দ্রুত ব্যবস্থা নেবেন।’ 


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি