শিরোনাম: |
অবরুদ্ধ খুলনায় নৌপথেও পারাপার বন্ধ, ভোগান্তি
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() জানা যায়, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে শনিবার দুপুরে খুলনায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। ছয়টি সিটি করপোরেশনে ধারাবাহিকভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, খুলনায় এ সমাবেশ যেন সফল না হয় এ লক্ষ্যে বাস চলাচল বন্ধের পাশাপাশি নৌকা ও ট্রলারে মানুষ পারাপার বন্ধ করা হয়েছে। তবে খুলনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবি জানান, বিএনপির কর্মসূচির সাথে তাদের কর্মবিরতির কোন সম্পর্ক নেই। দীর্ঘদিন টানা কাজ করার পর বাস শ্রমিকদের বিশ্রাম দেওয়ার জন্য এ কর্মবিরতি দেওয়া হয়েছে। আর নদী পথে ঘাট মালিকরা নৌকা ট্রলার বন্ধের বিষয়ে কিছু জানাতে রাজি হয়নি। |