শিরোনাম: |
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
|
![]() সোমবার দলের সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরাম থেকে সভাপতি হিসেবে অ্যাডভোকেট ফজলুর রহমান ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক করে প্যানেল ঘোষণা করা হয়। কিন্ত এ প্যানেলের বিপরীতে জাতীয়তাবাদী সমর্থক আইনজীবীরা বিদ্রোহী একটা প্যালেন ঘোষণা করে। ওই প্যানেলে সভাপতি অ্যাডভোকেট ওয়ালিউর রহমান ও সম্পাদক মির্জা আল মাহমুদ। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্যানেল দেয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের নির্বাচন আগামী ১০ ও ১১ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সরকার ও বিএনপি সমর্থক প্যানেল ঘোষণা করা হয়েছে। |