শিরোনাম: |
ভুল তদন্ত : সাজা বাতিল, আইও’র বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
হাজারিকা অণলাইন ডেস্ক
|
![]() আদালতে আজ দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. সারোয়ার হোসেন বাপ্পী। রিট আবেদনকারী মোহাম্মদ কামরুলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী বিজয়া বড়ুয়া। রায়ের পর আইনজীবী মিনহাজুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, এর আগে দেয়া রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট রায় দিয়েছেন। সাজা পরোয়ানার ভিত্তিতে কামরুলকে হয়রানি ও গ্রেফতারের কার্যক্রম অবৈধ ঘোষণা করা হয়েছে। তাকে জড়িয়ে দেয়া সাজার রায় বাতিল করা হয়েছে। ফলে মোহাম্মদ কামরুল এ মামলার দায় থেকে অব্যাহতি পেলেন। তিনি আরও বলেন, রায়ে মোহাম্মদ কামরুলের ক্ষেত্রে সাজা পরোয়ানা (কারাদণ্ড ও অর্থদণ্ড) প্রত্যাহার করেন হাইকোর্ট। একইসঙ্গে এই ভুলের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। মামলাটি নতুন করে তদন্ত করতেও নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে এ ঘটনায় ভুক্তভোগী ক্ষতিপূরণ চেয়ে আবেদন করলে তা দুদককে বিবেচনা করতে বলেন হাইকোর্ট। |