শিরোনাম: |
ছোট ভাই, চাচা ও শ্যালকের হাতে ব্যবসায়ী খুন
হাজারিাক অনলাইন ডেস্ক
|
![]() প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, নিহত ফরিদুল ইসলাম এর মায়ের জমি-জমা নিয়ে তার ভাইদের সাথে এবং টাকা নিয়ে সৎ শ্যালকের সাথে বিরোধ সৃষ্টি হয়। ভাই ও সৎ শ্যালক মিলে তাকে হত্যার পরিকল্পনা করে। ৫ জানুয়ারি সন্ধ্যায় ফরিদুলকে তার বাসভবনে বটি ও চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে নিহত ফরিদুলের স্ত্রী ইসমত আরা। পুলিশ তদন্ত করে প্রথমে ফরিদুলের শ্যালক ওমর ফারুক (৩৫) ও তার স্বীকারোক্তিতে ১৩ জানুয়ারি ভোরে ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররকৃত অন্যরা হলো: নিহত ফরিদুলের ভাতিজা ফারুক আহম্মেদ (৩০), ছোটভাই জিয়াউর রহমান জিয়া (৪০) ও তার স্ত্রী শাপলা খাতুন (৩৫) এবং চাচা আব্দুর রাজ্জাক (৫৮)। পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। |