শিরোনাম: |
বাবু খাইছো' গানের নকল, হিরো আলমের বিরুদ্ধে মামলা
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() সম্প্রতি ‘বাবু খাইছো’ নামের একটি গানচিত্র প্রকাশের মাধ্যমে তুমুল আলোচনায় আসেন মীর মাসুম। মীরের সুরে এটি লিখেছেন ও গেয়েছেন তারই ছোট ভাই ডিজে মারুফ। এটি ৫ সেপ্টেম্বর ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ হয়। এরপর ইউটিউব, ফেসবুক হয়ে তুমুল জনপ্রিয় ও ভাইরাল হয় গানটি। মীর ব্রাদার্স প্রজেক্টের আলোচিত এই গানটির সূত্র ধরে সম্প্রতি হিরো আলমও একটি গান করেন। মীর ব্রাদার্সের অভিযোগ, গানটির নাম, চুম্বক অংশ ও সুর হুবহু নকল করেছে হিরো আলম। শুধু তা-ই নয়, এই গানটি তৈরির মাধ্যমে মূল গান, শিল্পী ও শিল্পের মানহানি হয়েছে। |