শিরোনাম: |
গ্যালারিতে ভারতীয় সমর্থকের বিয়ের প্রস্তাব, অসি তরুণীর ‘হ্যাঁ’
|
![]() ‘প্লিজ সে ইয়েস (দয়া করে হ্যাঁ বলুন)’, ‘প্লিজ সে ইয়েস’- ক্রিকেট মাঠের ধারাভাষ্যকারের কণ্ঠে এমন আকুতি শুনলে যে কেউই মনে করবেন, নিশ্চয়ই বোলারের কোনো জোরালো আবেদনের বিষয়ে এমন আকুলতা দেখাচ্ছেন ধারাভাষ্যকার। কিন্তু এখানে ঘটনা পুরোপুরি ভিন্ন। এই ধারাভাষ্য মাঠের নয়, গ্যালারির। রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। এ ম্যাচের গ্যালারিতে এক অস্ট্রেলিয়ান সমর্থকের বিপক্ষে অন্য এক খেলা শুরু করেন আরেক ভারতীয় সমর্থক। অনেক ঝুঁকি থাকলেও সুযোগটা নেন সেই ভারতীয় সমর্থক এবং কয়েক মুহূর্তের উত্তেজনার পর সফলতাও পান। কী সেই খেলা? যেখানে ভারতীয় ক্রিকেট দলের আগেই সমফল হয়েছে তাদের এক সমর্থক? সেটি আর কিছু নয়, ভালোবাসার খেলা। দীর্ঘদিনের প্রেমকে পরিণয়ে রূপ দিতে অস্ট্রেলিয়ান সমর্থককে বিয়ের প্রস্তাব দেন ভারতীয় সমর্থক। কয়েক মুহূর্ত ভেবে সেই প্রস্তাবে সাড়া দেন অসি তরুণী। সঙ্গে সঙ্গে শুরু হয় দর্শকদের উল্লাস। |