বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
২৫ পৌরসভায় আ.লীগের প্রার্থী যারা
Published : Sunday, 29 November, 2020 at 8:57 PM

নিজস্ব প্রতিবেদক,
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৫ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা হয়েছে। এই ২৫টি পদের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১০৫ জন।
শনিবার বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে চুড়ান্ত ২৫ জনের নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা-
ঢাকা বিভাগ (৩টি পৌরসভা)
মানিকগঞ্জ সদর পৌরসভায় মো. রমজান আলী, ধামরাই পৌরসভায় গোলাম কবির, গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মো. আনিছুর রহমান।
ময়মনসিংহ বিভাগ (২টি পৌরসভা)
ময়মনসিংগের গফরগাঁও পৌরসভার প্রার্থী মনোনীত হয়েছেন এস.এম. ইকবাল হোসেন (সুমন) ও নেত্রকোনা জেলার মদন পৌরসভায় মো. আব্দুল হান্নান তালুকদার।
রংপুর বিভাগ (৫টি পৌরসভা)
পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভায় প্রার্থী করা হয়েছে জাকিয়া খাতুনকে। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে প্রার্থী মো. কশিরুল আলম। দিনাজপুরের ফুলবাড়ীতে মো. খাজা মইন উদ্দীন। রংপুরের বদরগঞ্জ পৌরসভায় মো. আহাসানুল হক চৌধুরী। কুড়িগ্রামের জেলা পৌর প্রার্থী মো. কাজিউল ইসলাম।
রাজশাহী বিভাগ (৪টি পৌরসভা)
রাজশাহীর পুঠিয়ার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রবিউল ইসলাম। পবা উপজেলার কাটাখালী পৌরসভার প্রার্থী মো. আব্বাস আলী। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শাহজাহাদপুর পৌরসভার প্রার্থী মনির আক্তার খান তরু লোদী। পাবনা জেলার চাটমোহর উপজেলার চাটমোহর পৌরসভার প্রার্থী সাখাওয়াত হোসেন সাখো।
খুলনা বিভাগ (৩টি পৌরসভা)
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার খোকসা পৌরসভায় আল মাছুম মুর্শেদ। খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভায় সনত কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দার।
বরিশাল বিভাগ (৪টি পৌরসভা)
বরগুনা জেলার বেতাগীতে এ,বি, এম গোলাম কবির, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভায় আঃ বারেক মোল্লা। বরিশাল জেলার উজিরপুর পৌরসভার প্রার্থী মো. গিয়াস উদ্দিন বেপারী। বাকেরগঞ্জ পৌরসভায় মো. লোকমান হোসেন ডাকুয়া।
সিলেট বিভাগ (৩টি পৌরসভা)
সুনামগঞ্জ জেলার দীরাই পৌরসভায় বিশ্বজিৎ রায়। মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় মো. মাসুদউজ্জামান মাসুক।
চট্টগ্রাম বিভাগ (১টি পৌরসভা)
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হয়েছেন বদিউল আলম



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি