http://www.hazarikapratidin.com RSS feed from hazarikapratidin.com en http://www.hazarikapratidin.com - সাইবার নিরাপত্তা আইনের ৪টি ধারা অজামিনযোগ্যই থাকছে http://www.hazarikapratidin.com/details.php?id=115134 http://www.hazarikapratidin.com/2023/07/25/1693235577_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1693235577_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">সাইবার নিরাপত্তা আইনের চারটি ধারা ‘অজামিনযোগ্য’ রেখেই চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। নীতিগত অনুমোদনের পর ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।<br><br>বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে বিতর্কিত ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ করার উদ্যোগ নেয় সরকার। এজন্য গত ৭ আগস্ট সাইবার নিরাপত্তা আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।<br><br>মন্ত্রিপরিষদ সচিব বলেন, নীতিগত অনুমোদনের সময় যে খসড়াটি ছিল সেখানে দু-একটি সংজ্ঞাসহ সামান্য কিছু পরিমার্জন করে আজকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইনটির ১৭, ১৯, ২৭ ও ৩৩ -এ চারটি ধারা ‘অজামিনযোগ্য’ রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ (ধারা-১৭), কম্পিউটার ও কম্পিউটার সিস্টেমে ইত্যাদির ক্ষতিসাধন (ধারা-১৯), সাইবার সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠনের অপরাধ (ধারা-২৭) এবং হ্যাকিং সংক্রান্ত অপরাধ (ধারা-৩৩)- এ ধারাগুলো অজামিনযোগ্য রাখা হয়েছে।<br><br>নতুন আইন হলে আগের আইনের মামলাগুলোর বিষয়ে কী হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনের রহিতকরণ একটা ধারা থাকে। সেখানে বলা হয়েছে, ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ এর অধীনে অনিষ্পন্ন মামলা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে এবং অনুরূপ মামলায় প্রদত্ত আদেশ, রায় বা শাস্তির বিরুদ্ধে আপিল সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে এমনভাবে পরিচালিত ও নিষ্পত্তি হবে যেন ওই আইন রহিত হয়নি। ওই অংশটুকু আগের আইনেই চলবে, সেটিই বলা হচ্ছে।<br><br>মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, নতুন আইন কার্যকর হওয়ার আগ পর্যন্ত আগের আইনের যেসব কার্যক্রম ছিল ওই আইনে সেগুলো নিষ্পন্ন হবে।<br>স্টক হোল্ডারদের কোনো মতামত নেওয়া হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, এটা আপনি ওই মন্ত্রণালয়কে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ) জিজ্ঞাসা করলে ভালো হবে। আমাদের কাছে খসড়াটা চলে আসে, প্রসেসটা আমাদের কাছে আসে না।<br><br>সংজ্ঞার বিষয়ে কী ধরনের পরিবর্তন এসেছে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশের বাইরে বা ভেতর থেকে কেউ যখন কোনো কিছু করে, কোন কাজটা করলে অপরাধ হবে সেখানে ‘ডিজিটাল ডিভাইস’ শব্দটা বসানো হয়েছে। একটা ধারায় ছিল ‘জাতির পিতা’ সেটা বাদ দিয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ করা হয়েছে। এটা মেজর কিছু না, স্পষ্টিকরণ করা হয়েছে।<br><br><br>তবে নতুন আইনে জরিমানার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি বলেও জানান মাহবুব হোসেন। সাইবার নিরাপত্তা আইনের নীতিগত অনুমোদনের সময় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, অনেকগুলো ধারা যেগুলো আগে অজামিনযোগ্য ছিল, সেগুলোকে সাইবার সিকিউরিটি আইনে জামিনযোগ্য করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে শাস্তিও কমানো হয়েছে।<br><br>আইনমন্ত্রী আরও বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অনেকগুলো ধারা, যেমন- মানহানির যে ধারাটা ছিল, সেই ধারায় আগে শাস্তি ছিল কারাদণ্ড। কারাদণ্ডের জায়গায় এখন জরিমানার বিধান করা হয়েছে। অর্থাৎ মানহানির একমাত্র সাজা জরিমানা। এখন জরিমানা যদি না দেওয়া হয়, তাহলে কারাদণ্ড থাকবে। সেটাও জরিমানার ওপর ভিত্তি করে তিন মাস বা ছয় মাসের কারাদণ্ড থাকবে। কিন্তু মূল শাস্তি হচ্ছে জরিমানা। জরিমানা আগে সর্বোচ্চ ছিল ৫ লাখ টাকা, এখন তা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে।<br><br><br>২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে সরকার। এরপর আইনটির অপব্যবহার হচ্ছে অভিযোগ করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে সেটি বাতিলের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী জানিয়েছিলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হচ্ছে। সে মোতাবেক কিছু ধারায় সংশোধনী এনে এবং নাম পরিবর্তন করে নতুন আইনটি করা হচ্ছে।</body></HTML> 2023-08-28 21:11:44 1970-01-01 00:00:00 ফেনীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মঙ্গলকান্দি হাইস্কুলের নিয়োগ পরীক্ষা স্থগিত http://www.hazarikapratidin.com/details.php?id=115133 http://www.hazarikapratidin.com/2023/07/25/1693065641_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1693065641_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">ফেনী প্রতিনিধি ;<br>প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সোনাগাজীর মঙ্গলকান্দি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। শনিবার ২৬আগষ্ট সকালে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো, আগ্রহী প্রার্থীরাও পরীক্ষায় অংশ নেয়ার জন্য এসে ছিলেন। কিন্তু অনৈতিক লেনদেনের মাধ্যমে আগে থেকেই প্রার্থী চুডান্ত করে তাদের হাতে গোপনে প্রশ্নপত্র তুলে দেয়া হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে শেষ মুহুর্তে পরীক্ষা স্থগিত করা হয়েছে। <br><br>সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক, ল্যাব অপারেটর, অফিস সহায়ক ও নিরাপত্তা কর্মী , এই ৪টি পদে নিয়োগের জন্য বিগত ০৭মে ২০২৩ তারিখে দৈনিক যুগান্তর ও দৈনিক ফেনীর সময় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রার্থীদের কাগজ পত্র যাচাই বাচাই সহ বিধি মোতাবেক সকল প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য প্রার্থীদের অনুকূলে প্রবেশপত্র ইস্যু করা হয়। শনিবার পূর্ব নির্ধারিত সময়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে প্রার্থীরা স্কুলে আসেন। <br>এরই মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসমাইল হোসেন সিরাজি, প্রধান শিক্ষক মোঃ ফয়েজ উল্লাহ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলসহ নিয়োগ কমিটির সদস্যরা জরুরী বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আলোচনা করেন, এমন অনৈতিক অভিযোগের মুখে পরীক্ষা গ্রহন সমিচীন হবেনা বলে প্রতিয়মান হওয়ায় সর্বসম্মতিক্রমে পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়। <br><br>বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসমাইল হোসেন সিরাজি ও and nbsp; প্রধান শিক্ষক মোঃ ফয়েজ উল্লাহ জানান, অনৈতিক লেনদেন এবং প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ভিত্তিহীন ও গুজব। পরীক্ষা শুরুর আগ মুহুর্তে প্রশ্নপত্র তৈরীর সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তবুও এমন একটি অভিযোগ সামনে আসায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার স্বার্থে আমরা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যালয়ের দাতা কমিটির সদস্য ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখেই নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় কাজ করা হয়েছে, তার পরও কারা এমন গুজব প্রচার করেছে বিষয়টি আমরা খতিয়ে দেখবো। and nbsp;<br><br>উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশ্ন তৈরি আগেই ফাঁসের অভিযোগ এসেছে। এটা হাস্যকর।<br><br><br></body></HTML> 2023-08-26 21:57:16 1970-01-01 00:00:00 এমটিএফই’র মতো প্রতারক চক্রের তথ্য দেওয়ার আহ্বান সিআইডির http://www.hazarikapratidin.com/details.php?id=115132 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692964335_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692964335_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">দেশে মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ ইনকরপোরেটেডের (এমটিএফই) মতো এখনও মোবাইল অ্যাপভিত্তিক প্রতারক চক্র সক্রিয় রয়েছে। এসব প্রতারণার তথ্য দিয়ে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডি।<br><br>শুক্রবার (২৫ আগস্ট) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য জানান। তিনি বলেন, এমটিএফই অনলাইন বা ভার্চুয়াল দুনিয়ায় ডলার, শেয়ার বা ক্রিপ্টোকারেন্সি কেনাবেচায় কানাডা ও দুবাইভিত্তিক প্রতিষ্ঠান। এটি এমএলএম পদ্ধতিতে কাজ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে এমটিএফই’র বিজ্ঞাপন দেখে ঘরে বসে সহজে আয় করতে লাখ লাখ মানুষ অ্যাপটিতে বিনিয়োগ করে। কিছু মানুষ অবশ্য লাভের অংশ পেয়েছে। তবে চূড়ান্ত বিচারে বিনিয়োগের সব অর্থই খোয়াতে হয় গ্রাহকদের। ঢাকা, বরিশাল, নওগাঁ, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, কুমিল্লা এবং সাতক্ষীরায় প্রতারণা সবচেয়ে বেশি হয়েছে। ধারণা করা হচ্ছে সারাদেশে চার থেকে পাঁচ লাখ গ্রাহক এমটিএফই’র মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা খুইয়েছেন।<br><br>আজাদ রহমান বলেন, গুগল প্লে স্টোর থেকে যে কেউ এমটিএফই অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে পারতেন। শুধু এমটিএফই না, দেশে এখনও অনিবন্ধনকৃত মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক এ ধরনের প্রতারক চক্র সক্রিয় রয়েছে। বাংলাদেশে এমএলএম ব্যবসা এবং ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন নিষিদ্ধ। তাই এ বিষয়ে বিনিয়োগকারীদের যথেষ্ট সচেতনতার দরকার। সিআইডি সাইবার ইন্টেলিজ টিম এ ব্যাপারে নজরদারি করছে।<br><br>এ সময় ভুক্তভোগী গ্রাহকদের প্রতারক চক্রের তথ্য এবং অভিযোগ জানাতে সিআইডি সাইবার সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। সিআইডির সাইবার সাপোর্ট সেন্টারে ফেসবুক পেজ- www.facebook.com/cpccidbdpolice, ইমেইল- [email protected] অথবা +8801320010148 ও 999 নম্বরে কল করতে বলা হয়েছে।<br><br></body></HTML> 2023-08-25 17:51:32 1970-01-01 00:00:00 প্রিগোজিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা http://www.hazarikapratidin.com/details.php?id=115131 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692880552_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692880552_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">আন্তর্জাতিক ডেস্ক ॥</span><br>রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিনের মৃত্যু নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। এমনকি এ বিষয়ে নিশ্চুপ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এর আগে প্লেন দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যু হয়েছে বলে জানায় রুশ কর্তৃপক্ষ। তবে ওয়াগনার ঘনিষ্ঠ একটি চ্যানেল বলছে, প্লেনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।<br><br>প্রিগোজিনের মৃত্যুর পেছনে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা। তাদের মতে, গত জুনে পুতিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করার পর থেকেই এমন ভয়ংকর পরিণতি ‘অনিবার্য’ হয়ে পড়েছিল প্রিগোজিনের জন্য।<br><br>বুধবার একটি প্লেন বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রধানের মৃত্যুর পর একটি ব্রিকস সম্মেলনে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন প্রেসিডেন্ট পুতিন। আন্তর্জাতিক ওই সম্মেলনে যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বললেও ওয়াগনার প্রধানের মৃত্যুর বিষয়ে তাকে কোনো কথা বলতে শোনা যায়নি।<br>রুশ কর্তৃপক্ষ বলছে, মস্কোর কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এর ১০ আরোহীর সবাই মারা গেছেন। ওই বিমানে ছিলেন প্রিগোজিন এবং তার ডানহাত হিসেবে পরিচিত দিমিত্রি উতকিন।<br><br>রাশিয়ার জরুরি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে প্রিগোজিনের ব্যক্তিগত প্লেন কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয় ও এর সব আরোহী নিহত হয়েছেন।<br><br>এদিকে, ওয়াগনারের ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন জানিয়েছে, মস্কোর উত্তরে টিভের অঞ্চলে প্লেনটিকে গুলি করে ভূপাতিত করা হয়। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার আগে দুটি বিস্ফোরণের মতো শব্দ পান, এরপর ধোঁয়ার দুটি রেখা দেখতে পান। তবে ওয়াগনারপ্রধানের মৃত্যুর বিষয়টি আরও কোনো বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হতে না পেরে এ নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন বিশ্লেষকরা।<br><br>গত জুনে রুশ নেতৃত্বের বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহের নেতৃত্বে ছিলেন প্রিগোজিন। এরপর একপ্রকার লোকচক্ষুর আড়ালেই চলে যান তিনি। প্রায় এক মাস পরে গত ২০ জুলাই প্রথমবারের মতো ফের জনসম্মুখে আসেন তিনি। এর সপ্তাহ পার হতে না হতেই সামনে এলো প্রিগোজিনের মৃত্যুর খবর।</body></HTML> 2023-08-24 18:33:03 1970-01-01 00:00:00 ব্রিকসে যুক্ত হচ্ছে আরও ছয় দেশ http://www.hazarikapratidin.com/details.php?id=115130 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692879026_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692879026_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে যুক্ত হচ্ছে আরও নতুন ছয়টি দেশ। জোহানেসবার্গে গ্রুপের শীর্ষ সম্মেলনের শেষ দিনে নতুন সদস্যদের নাম ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং বর্তমান ব্রিকস চেয়ারম্যান সিরিল রামাফোসা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সম্মেলনের শেষ দিন আগামী বছরের ১ জানুয়ারি থেকে আরও ছয়টি সদস্য রাষ্ট্র নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। তবে সেই তালিকায় বাংলাদেশ নেই।<br><br>ব্রিকসে যুক্ত হচ্ছে মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। সম্প্রসারণ চুক্তি অনুযায়ী গ্রুপের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার অনুমোদনক্রমে এই ছয়টি দেশ যুক্ত হচ্ছে। সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফো বলেছেন, ব্রিকসের পূর্ণ সদস্য হতে দেশগুলোকে আমন্ত্রণ জানানো হবে। তাদের সদস্যপদ আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।<br><br>দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গত মঙ্গলবার ব্রিকস সম্মেলন শুরু হয়। সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।<br><br>এই পাঁচ দেশ ছাড়াও জোটে যুক্ত হতে আগ্রহী দেশগুলোর প্রতিনিধিরা জোহানেসবার্গে সম্মেলনে যোগ দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দিয়েছেন।<br><br></body></HTML> 2023-08-24 18:09:56 1970-01-01 00:00:00 আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি http://www.hazarikapratidin.com/details.php?id=115129 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692878900_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692878900_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">প্রতিবেশী দেশ ভারত ছাড়াও আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ আগস্ট) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন যে দেশগুলো থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হলো- চীন, মিশর, পাকিস্তান, কাতার, তুরস্ক, মিয়ানমার, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।<br><br>বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীন থেকে ২৪০০ টন, মিশর থেকে ৩৯১০ টন, পাকিস্তান থেকে ১১৮২০ টন, কাতার থেকে ১১০০ টন, তুরস্ক থেকে ২১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মোট ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে ৩ লাখ ৭৯ হাজার টন এসেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।<br><br></body></HTML> 2023-08-24 18:07:04 1970-01-01 00:00:00 ট্রানজিট ভিসায় ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা http://www.hazarikapratidin.com/details.php?id=115128 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692786926_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692786926_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস (৯০ দিন) করা হয়েছে। এখন থেকে ট্রানজিট ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা। and nbsp; বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বৈঠকে এসব তথ্য জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তওফিক বিন ফাওজান আর-রাবিয়াহ।<br><br>তিনি বলেছেন, ওমরা ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এ ভিসায় গিয়ে সৌদি আরবে ঘুরতে পারবেন বাংলাদেশিরা।<br>বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রেস ব্রিফিংয়ে জানান, ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে ওমরাহ করতে পারবেন। শুধু সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন। ট্রানজিট ভিসার মেয়াদ হবে চার দিন।<br><br>হজের খরচ কমানোর বিষয়ে দুই দেশ আলোচনা করছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। আগামী হজে বাংলাদেশিদে জন্য কোটা বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি হজমন্ত্রীর কাছে বেশকিছু দাবি তুলে ধরা হয়। তার মধ্যে আছে—হজের সময় মিনা-মুজদালিফায় বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা, সুশৃঙ্খল লাগেজ ব্যবস্থাপনা, মুজদালিফা থেকে আসার পর বয়স্ক হাজিদের বিশ্রাম নেওয়ার পর শয়তানকে পাথর মারার সুযোগ দেওয়া। এছাড়া, হজ ও ওমরাহ যাত্রীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়।<br><br>এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজারের কিছু বেশি মানুষ হজ পালন করেন। হজ ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যা না হলেও মিনা-মুজদালিফায় হাজিদের তাঁবুতে বিদ্যুৎ ও পানি সরবরাহের ঘাটতি ছিল। বাংলাদেশি হাজিদের অনেক টয়লেটে পানি ছিল না। বিদ্যুৎ সমস্যার কারণে ভোগান্তিতে পড়েন হাজিরা।<br><br>এছাড়া, এবার হাজিদের ৬৫টি লাগেজ (ট্রলি) পাওয়া যায়নি। এ নিয়ে মন্ত্রণালয়কে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। অন্যদিকে, মুজদালিফা থেকে মিনায় আসার পর হাজিদের জামারায় (শয়তানকে পাথর মারার স্থান) পাঠানো হয়। সৌদি পুলিশ হাজিদের তাঁবু আটকে রাখে। শয়তানকে পাথর মারার আগে কাউকে তাঁবুতে প্রবেশ করতে দেয় না সৌদি কর্তৃপক্ষ। ফলে ৪০-৪৫ ডিগ্রি রোদে কয়েক কিলোমিটার হাঁটার পর বয়স্ক হাজিরা অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ মারাও যান। তাই, বয়স্ক হাজিদের মুজদালিফা থেকে মিনায় আসার পর তাঁবুতে বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হলে পরে তারা বিকেলে পাথর মারতে পারবেন। এতে বয়স্ক হাজিরা অসুস্থ হবেন না। এ বিষয়গুলো সৌদি হজমন্ত্রীর কাছে তুলে ধরে সমাধান চাওয়া হয়েছে বলে জানা গেছে।<br><br>ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আমন্ত্রণে রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার রাতে বিশেষ বিমানে ঢাকায় এসেছে। <br></body></HTML> 2023-08-23 16:34:28 1970-01-01 00:00:00 ছেলে হত্যায় প্রেমিকসহ মায়ের ফাঁসি, দুজনের যাবজ্জীবন http://www.hazarikapratidin.com/details.php?id=115127 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692786731_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692786731_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">চাঁদপুরের হাইমচরে আপন ছেলে মো. আরিফ হোসেনকে (২৫) হত্যার দায়ে মা খুকি বেগমসহ (৪৩) দুজনকে মৃত্যুদণ্ড এবং সহযোগী দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) ফারহানা ইয়াসমিন এই রায় দেন। হত্যার শিকার আরিফ হোসেন জেলার হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের মাছুম খান বাড়ির মিজানুর রহমান খানের ছেলে।<br><br>অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জয়নাল গাজী (২৪) পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের গাজী বাড়ির গণি গাজীর ছেলে। আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার উত্তর বিষকাটালি গ্রামের মোল্লা বাড়ির হোসেন মোল্লার ছেলে ইউছুফ মোল্লা (২৭) ও একই গ্রামের বিল্লাল মোল্লার ছেলে মাহবুব মোল্লা (২৬)।<br><br>মামলার বিবরণ থেকে জানা গেছে, হত্যার শিকার আরিফ হোসেন তার মা খুকি বেগমের সঙ্গে আসামি জয়নাল গাজীর পরকীয়া সম্পর্কের কথা জানতেন। এ বিষয়ে মা-ছেলের সম্পর্কের অবনতি হয়। ২০১৫ সালের শুরুতে ছেলে আরিফ হোসেন প্রেমের সম্পর্ক করে পার্শ্ববর্তী উত্তর আলগী ইউনিয়নের মিজি বাড়ীর আব্দুস সালাম মিজির মেয়ে আসমা আক্তারকে (১৯) বিয়ে করেন। তাদের বিয়ে মা খুকি বেগম প্রথমে মেনে না নিলেও এক পর্যায়ে মেনে নেন।<br><br>এরপর মা, ছেলে ও ছেলের বউয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে ঝগড়া বিবাদ হতো। এরই মধ্যে মা খুকি বেগম ছেলেকে হত্যার পরিকল্পনা করেন। তারই আলোকে ২০১৫ সালের ১৬ নভেম্বর ছেলের বউ আসমাকে পিত্রালয়ে পাঠিয়ে দেন। এরপর ১৮ নভেম্বর পরিকল্পিতভাবে মা খুকি বেগম নিজ গৃহে পরকীয়া প্রেমিক জয়নাল গাজী ও সহযোগীদের দিয়ে আরিফকে ঘুমন্ত অবস্থায় হকিস্টিক দিয়ে পিটিয়ে, দা দিয়ে কুপিয়ে এবং ব্লেড দিয়ে পোছ মেরে মৃত্যু হয়েছে মনে করে ঘরের মেঝেতে ফেলে চলে যান।<br><br>পরদিন ১৯ নভেম্বর সকালে খুকি বেগম আরিফের স্ত্রী আসমাকে ফোন করে জানান ডাকাতরা আরিফকে জখম করে ফেলে গিয়েছে। আসমা তাৎক্ষনিক স্বামীর বাড়িতে চলে আসেন এবং আরিফকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মতলব ফেরিঘাট পার হওয়ার পর সকাল ৯টার দিকে আরিফের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই আসমা শাশুড়ি খুকি বেগমসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাইমচর থানায় হত্যা মামলা দায়ের করেন।<br><br>মামলাটি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয় হাইমচর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. নুর মিয়াকে। তিনি মামলাটি দীর্ঘ এক বছর তদন্ত শেষে ২০১৬ সালের ৯ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।<br><br>মামলায় সরকার পক্ষের আইজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) বদিউজ্জামান কিরন জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মায়ের পরকীয়ার জন্য এই ঘটনা ঘটে। মামলাটি দীর্ঘ ৭ বছরের অধিক সময় চলাকালীন আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় এই রায় দেন।<br>আসামিদের মধ্যে ইউছুফ মোল্লা প্রথম থেকে পলাতক। বাকিরা জামিনে থাকলেও রায়ের সময় সকল আসামির অনুপস্থিতিতে রায় হয়। আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. জয়নাল আবেদীন।</body></HTML> 2023-08-23 16:30:05 1970-01-01 00:00:00 বাংলাদেশের ঋণের প্রথম কিস্তি পরিশোধ করল শ্রীলঙ্কা http://www.hazarikapratidin.com/details.php?id=115126 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692623788_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692623788_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ। এরমধ্যে ঋণের প্রথম কিস্তি ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে শ্রীলঙ্কা। সোমবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।<br>তিনি বলেন, গত ১৭ আগস্ট শ্রীলঙ্কা ২০০ মিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি হিসেবে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। চলতি মাসের শেষের দিকে আরও একটি কিস্তি দেওয়ার কথা রয়েছে। তারা এ বছরের সেপ্টেম্বরের মধ্যে পুরো ঋণ পরিশোধের আশা প্রকাশ করেছে।<br><br>তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় ২০২১ সালে ঋণ নেয় শ্রীলঙ্কা। কিন্তু যথাসময়ে ওই ঋণ ফেরত দিতে পারেনি; কয়েক দফা সময় চায় তারা। উপায় না থাকায় বাংলাদেশও কয়েক দফা সময় দেয়। সবশেষ আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, মুদ্রা বিনিময় চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কাকে ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার, ৩০ আগস্ট দ্বিতীয় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও ২০২১ সালের সেপ্টেম্বরে তৃতীয় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।<br><br></body></HTML> 2023-08-21 19:15:27 1970-01-01 00:00:00 বঙ্গবন্ধুর সমাধিতে ইঞ্জিনিয়ার আবু নোমানের শ্রদ্ধা http://www.hazarikapratidin.com/details.php?id=115125 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692545225_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692545225_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান বলেছেন, ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) তৃণমূল মানুষের সঙ্গে আমি মিশে রয়েছি এবং তারাও আমার সঙ্গে মনে-প্রাণে আছে। আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি এলাকার উন্নয়নে কাজ করব।<br><br>জাতীয় শোক দিবস উপলক্ষে and nbsp; শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার আবু নোমান বলেন, সর্বপ্রথম আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই। আমার এলাকায় কলকারখানা তৈরি করতে চাই, যাতে এলাকায় শিল্প উন্নয়ন হয়। সেইসঙ্গে এলাকায় বেকারত্বের হার কমে।<br><br>ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইঞ্জিনিয়ার আবু নোমান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।<br>এ সময় লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হোসেন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন হান্নানসহ লালমোহন-তজুমদ্দিনের আওয়ামলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</body></HTML> 2023-08-20 21:26:18 1970-01-01 00:00:00 কারিগর গ্রেড-সি (জেনারেল, ট্রেড) পদে সদ্য যোগদানকৃতদের মাসব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন http://www.hazarikapratidin.com/details.php?id=115124 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692542670_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692542670_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’তে কারিগর-সি (জেনারেল, ট্রেড) পদে নব যোগদানকৃতদের মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয় কর্পোরেশনের গাজীপুররস্থ কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে। রবিবার অনুষ্ঠানে অনলাইনে সভাপতিত্ব করেন বিআরটিস’র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)। মাসব্যাপী প্রশিক্ষণে কর্পোরেশনের কারিগর গ্রেড-সি’তে (সাধারণ ১৫ জন এবং ট্রেড ১২ জন) মোট ২৭ জন নব নিযুক্ত কারিগরগণ অংশগ্রহণ করবে।<br><br>এ প্রশিক্ষণে ইঞ্জিন ও ট্রান্সমিশন সিস্টেম, অটো ইলেক্ট্রিক সিস্টেম, বডি ডেন্টিং ও পেইন্টিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে কারিগরদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এর ফলে কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ শেষে মূল্যায়ণ পরীক্ষার মাধ্যমে নব যোগদানকৃত কারিগরদের অর্জিত দক্ষতা ও মেধা যাচাই করা হবে এবং প্রথম স্থান অর্জনকারীকে ‘চেয়ারম্যান পদক’ প্রদান করা হবে। কারিগরদের মধ্য হতে কয়েকজন তাদের সদ্য যোগদান ও প্রশিক্ষণের জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।<br><br>স্বচ্ছ নিয়োগের মাধ্যমে উপযুক্ত ও দক্ষ কারিগর নির্বাচন করায় তারা কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের জন্য আবেদন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিএম, জিএম এবং পরিচালকরা প্রশিক্ষণ বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। পরিশেষে চেয়ারম্যান নতুন কারিগরদের দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।</body></HTML> 2023-08-20 20:41:50 1970-01-01 00:00:00 ধনবাড়িতে আউশের বাম্পার ফলন, বছরে চার ফসলের সম্ভাবনা http://www.hazarikapratidin.com/details.php?id=115123 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692528894_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692528894_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">টাঙ্গাইল প্রতিনিধি ॥</span><br> and nbsp;টাঙ্গাইলের ধনবাড়িতে and nbsp; ব্রি-৯৮ জাতের নতুন ধানের বাম্পার ফলন হয়েছে। এ ধান স্বল্পকালিন সময়ে ফলন আসে। নতুন এ ধান and nbsp; চাষে কৃষকের আগ্রহ দেখা দিয়েছে। স্বল্প জীবন কালের ফলে এক জমিতে ,এক বছরে চারটি ফসল চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষতরা ফলন পাচ্ছে বিঘা প্রতি ৩০ থেকে ৪০ মন পর্যন্ত। স্থানীয় কৃষক ও কৃষি বিভাগ মনে করছে এ ধান চাষ জনপ্রিয় করতে পারলে আউশ আবার বড় ফসলে পরিনত হবে। গতকাল এ ধানের খেত পরিদর্শনে গিযে ছিলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি ।<br>ধানের খেত পরিদর্শনে গিয়ে কৃষি মন্ত্রী and nbsp; বলেছেন, দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে, বিপরীতে জনসংখ্যা বাড়ছে। পৃথিবীর সবচেয়ে জনবহুল এ দেশের ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান ঠিক রাখতে হলে একই জমি থেকে বছরে বার বার ফসল ফলাতে হবে, বেশি করে ফসল ফলাতে হবে। সাধারণত ১৪০-১৬০ দিনের মধ্যে ধান হয়, সেই ধান যদি ৯০-১০০ দিনের মধ্যে হয়, তাহলে সেটি বিরাট সম্ভাবনাময়। ব্রি ৯৮ আউশ ধান এই সম্ভাবনা নিয়ে এসেছে, ৯০-১০০ দিনে হচ্ছে; ফলনও বিঘাতে ২৫-৩০ মন। এ জাতটি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখবে। গত শনিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীতে মুশুদ্দি গ্রামে ব্রি-৯৮ জাতের আউশ ধানের খেত পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।<br>মন্ত্রী বলেন, উন্নত জাতের অভাব এবং খরা, বন্যা ও and nbsp; অতিবৃষ্টির ঝুঁকির কারণে দেশে এখন আউশ ধান অনেক কমে গেছে। বেড়েছে বোরো ও আমনের চাষ। ইতোমধ্যে আমাদের বিজ্ঞানীরা স্বল্পজীবনকালীন উন্নত জাতের আউশ ধান উদ্ভাবন করেছেন। ব্রি৯৮ মাঠে খুবই সম্ভাবনা দেখাচ্ছে। এ জাতটি মাঠ পর্যায়ে জনপ্রিয় করতে পারলে দেশে আউশ আবার বড় ফসলে পরিণত হবে। একই সঙ্গে, এটি লাভজনক ফসল হিসাবে কৃষকের হাসিকে আরো চওড়া করবে।<br>একই জমিতে বছরে ৪টি ফসল ঘরে তোলার পরিকল্পনার কথা জানান and nbsp; মুশুদ্দি গ্রামের কৃষক মিজানুর রহমান। তিনি জানান ব্রি ৯৮ জাতের এই আউশ ধানটি ২০ দিনের চারাসহ মোট ৯৮-১০০ দিনের মধ্যে কর্তন করেছেন। এর আগে তিনি এই জমিতে বোরো মৌসুমে ব্রি ৯৮ চাষ করেছিলেন। এখন তিনি আমনে ব্রি-৭৫ লাগাবেন এবং আমন কেটে স্বল্প জীবনকালীন সরিষার আবাদ করবেন।<br>সাংবাদিক আনছার আলী জানান, এ ধান চাষে আউশ আমন বোরো ও সরিষা চাষ করা যাচ্ছে। ফলে এক জমিতে এক বছরে চারটি ফসল চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। জমি অলস পড়ে থাকবে না। এ খাদ্য নিরাপত্তায় এ নতুন জাতের ধান গুরুক্বপূর্ণ ভূমিকা রাখার কথা ঊল্লেখ করে বলেন, ধান গবেষনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমেনা খাতুনের মাধ্যমে তারা বীজ পেয়েছেন,স্থানীয় কৃষি বিভাগের মাধ্যমে তারা এ নতুন জাতের ধান চাষ করে সফলতা পাচ্ছেন।<br>ধনবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন. এ বছর ধনবাড়িতে and nbsp; ১শ’ ৫০ হেক্টর জমিতে আঊশ ধানের চাষ হয়েছে। এর মধ্যে ৩০ বিঘা and nbsp; ব্রি-৯৮ জাতের ধান চাষ হযেছে। আঊশের গড় ফলন সাড়ে ৪ মে. টন। ব্রি ৯৮ ধানের and nbsp; গড় ফলন সাড়ে ৫ মে. টন। তবে মুশুদ্দিতে কৃষকরা সাড়ে ৬ থেকে ৭ মে. টন পর্যন্ত ফলন পাচ্ছে। ব্রি ৯৮ জাতের ধানটি ধনবাড়িতে এ বছরই প্রথম হচ্ছে বলে তিনি জানান।<br><br></body></HTML> 2023-08-20 16:53:46 1970-01-01 00:00:00 ফেনীর ছাগলনাইয়াতে ছেলের প্রহারে বৃদ্ধ পিতার মৃত্যু http://www.hazarikapratidin.com/details.php?id=115122 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692528717_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692528717_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">ফেনী প্রতিনিধি ॥</span><br>ফেনীর ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নে ছেলের প্রহারে বৃদ্ব পিতার করুন মৃত্যুর খবর পাওয়া গেছে। ছেলে বোরহান উদ্দিন (৩৫)কে পুলিশ আটক করেছে। মৃত রুহুল আমিন( ৭৮) এর মরদেহ ময়নাতদন্ত জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দৌলতপুর গ্রামের বাড়িতে পারিবারিক কলহে জমি জমা নিয়ে পিতা, পুত্রের মধ্যে কথাকাটা কাটির এক পর্যায়ে ছেলে বোরহান উদ্দিন পিতাকে মারাত্মক ভাবে পিটিয়ে জখম করে। শনিবার রাতেই তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানে তিনি মারা যান।<br><br>পরে ঘটনাটি ছাগলনাইয়া থানা বিষয়টি অবহিত হলে, পুলিশ ঘাতক বোরহান উদ্দিন কে গ্রেফতার করে। ছাগল নাইয়া থানার ওসি সুদীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।</body></HTML> 2023-08-20 16:48:28 1970-01-01 00:00:00 আফসিরের নেছা মেমোরিয়াল ফাউন্ডেশন'র শিক্ষা উপকরণ পেলো আল-মানার একাডেমির শিক্ষার্থীরা http://www.hazarikapratidin.com/details.php?id=115121 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692460419_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692460419_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">সোনাগাজী প্রতিনিধি : <br>সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নে আফসিরের নেছা মেমোরিয়াল ফাউন্ডেশন'র শিক্ষা উপকরণ পেলো মনগাজী আল-মানার একাডেমির শিক্ষার্থীরা।<br>১৯ আগষ্ট শনিবার সকালে একাডেমীর হল রুমে<br>অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই উপকরণ বিতরণীয় অনুষ্ঠানের আয়োজন করে আফসিরের নেছা মেমোরিয়াল ফাউন্ডেশন। <br><br>ফাউন্ডেশনের লিগ্যাল এডভাইজার মো:আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড'র সোনাগাজী উপজেলা প্রধান মো: বাহাউদ্দিন মামুন। <br><br>একাডেমির শিক্ষক মো: আবদুল আজাদ আকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সোনাগাজী উপজেলা প্রতিনিধি মো: আব্দুর রহিম, দৈনিক আমাদের সময় সোনাগাজী প্রতিনিধি মো: ওমর ফারুক, দৈনিক স্টার লাইনের সোনাগাজী প্রতিনিধি আবছার, আল-মানার একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহিম সুমনসহ প্রমুখ। and nbsp;<br>এসময় বক্তারা বলেন-৪ নং মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের "আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশনের" সত্বাধিকারী আমেরিকা প্রবাসী ডলি কামালের তত্ত্বাবধানে"আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকান্ড সহায়তা করে মানুষের সেবায় এগিয়ে যাচ্ছে।<br>এ ধরনের সামাজিক কর্মকান্ডের জন্য ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানান এবং সারাদেশে এ ধরনের সামাজিক ও শিক্ষামুলক কর্মকান্ড আরো ছড়িয়ে দেওয়ার আহবান জানান তারা।<br><br>অনুষ্ঠানে গরীব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে and nbsp; স্কুল ব্যাগ,খাতা, কলম,পেন্সিলসহ আরো শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। and nbsp;<br><br>আফসিরের নেছা মেমোরিয়াল ফাউন্ডেশন সুত্রে জানা যায়, ২০২০ সালের দিকে আফসিরের নেছা ফাউন্ডেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সোনাগাজী উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা সামগ্রি বিতরণ করে, এই ধারাবাহিকতায় সোনাগাজীর মনগাজী আল-মানার একাডেমীতেও শিক্ষা সামগ্রী বিতরণ করে ফাউন্ডেশনটি।<br><br><br></body></HTML> 2023-08-19 21:53:14 1970-01-01 00:00:00 দেশকে অস্থিতিশীল করতে সংঘবদ্ধ হচ্ছে জঙ্গিরা http://www.hazarikapratidin.com/details.php?id=115120 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692182712_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692182712_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">দেশকে অস্থিতিশীল করতে আবারও জঙ্গিরা সংঘবদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।<br><br>খন্দকার আল মঈন বলেন, বৃহস্পতিবার (১৭ আগস্ট) দেশজুড়ে সিরিজ বোমা হামলার ১৮ বছর পূর্ণ হচ্ছে। গত কয়েক বছর দেশে জঙ্গিরা নিষ্ক্রিয় ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে তারা আবারও সক্রিয় হচ্ছে। অতীতে জঙ্গিবাদে যারা জড়িত ছিলেন, তারা দেশকে অস্থিতিশীল করতে নতুন করে সংঘবদ্ধ হচ্ছেন। পাশাপাশি সদস্য সংগ্রহে তারা তৎপর রয়েছেন। নতুন করে তৎপর হওয়া জঙ্গি সংগঠনের সদস্যদের ধরতে র‌্যাবের গোয়েন্দারা নিবিড়ভাবে কাজ করছে। র‌্যাবের মূল ম্যান্ডেট জঙ্গি নিয়ে কাজ করা। এখন পর্যন্ত দেশে মোট ৯টি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে।<br><br>জেএমবির প্রসঙ্গ টেনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলা করেছে জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), পরবর্তীতে হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি)। এই সংগঠনগুলোর তৎপরতা আগের তুলনায় কিছুটা কম ছিল। গতবছর জেএমবির স্বঘোষিত আমির উজ্জ্বল মাস্টারকে ব্যাংক ডাকাতি করার সময়ে গ্রেপ্তার করা হয়।<br><br>তিনি আরও বলেন, জেএমবি বা হুজির মতো সংগঠনগুলো অর্থ সংকটে ভুগছে। পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্ব সংকট ছিল। এই পুরাতন সংগঠনগুলোতে যারা এখনও তৎপর রয়েছেন তারা একসঙ্গে বসে নতুন জঙ্গি সংগঠন করছেন। সম্প্রতি নিষিদ্ধ হওয়া জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ায় তারা যুক্ত ছিলেন। এই সংগঠনটি আনসার আল ইসলামের অর্থায়নে পরিচালিত হচ্ছিল। সংগঠনটির আমিরসহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া র‌্যাবের আবেদনের প্রেক্ষিতে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।<br><br></body></HTML> 2023-08-16 16:44:33 1970-01-01 00:00:00 ৩২ ঘণ্টা পর এনআইডি সার্ভার চালু http://www.hazarikapratidin.com/details.php?id=115119 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692182617_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692182617_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার পুনরায় চালু হয়েছে। তবে এখনও পুরোটা সচল হয়নি। বুধবার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রায় ৩২ ঘণ্টা পর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সার্ভারের পরিষেবা চালু হয়েছে। হ্যাকিং রোধে সার্ভারটির কার্যক্রম বন্ধ ছিল।<br><br>এর আগে, সোমবার (১৪ আগস্ট) থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ও জাতীয় পরিচয়পত্র সেবাসংক্রান্ত ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সোমবার অফিস সময় শেষ হওয়ার পরই তথ্যভান্ডারের সার্ভার বন্ধ রাখার জন্য মহাপরিচালক নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনার আলোকে সেটি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা পাওয়ার ওয়েবসাইটও ডাউন করে দেওয়া হয়েছে। যেন সেখানে কেউ প্রবেশ করতে না পারেন।<br><br>এতে ১৭১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানই নয়, বিপাকে পড়েছিলেন ইসির মাঠপর্যায়ের কর্মকর্তারাও। ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার আক্রান্তের শঙ্কা করছিল নির্বাচন কমিশন (ইসি)। ওই শঙ্কায় নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দিয়ে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) গঠন করেছে। পাশাপাশি সক্রিয় করা হয়েছে সিকিউরিটি অপারেশন্স সেন্টার (সক) ও নেটওয়ার্ক অপারেশন্স সেন্টার (নক)। এ ছাড়াও সাইবার নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।<br><br>নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এনআইডি সার্ভার বন্ধ থাকায় অনেক ব্যাংক ও সেবা প্রতিষ্ঠানেও বন্ধ রয়েছে সংশ্লিষ্ট সেবা প্রদান। বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে সার্ভার।<br><br>এদিকে ভারতীয় হ্যাকারদের সাইবার আক্রমণে দেশে ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, আইসিবি এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস, ডিজিএইচএস। সে হামলা থেকে বাঁচতে বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার। সাইবার হামলায় প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীদের তথ্য থাকায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, আইসিবি’র ওয়েবসাইট হ্যাকিং উল্লেখযোগ্যভাবে বড়। এতে সরকারি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের নাম, ঠিকানা ও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আর ডিজিএইচএসের ফাঁস হওয়া তথ্যে সরকারি হাসপাতাল থেকে রাজস্ব সংগ্রহের পরিসংখ্যান অন্তর্ভুক্ত রয়েছে।<br><br></body></HTML> 2023-08-16 16:42:17 1970-01-01 00:00:00 বাংলাদেশের ২৫ ওয়েবসাইট হ্যাকের দাবি ভারতীয় হ্যাকারদের http://www.hazarikapratidin.com/details.php?id=115118 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692182450_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692182450_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">ভারতীয় হ্যাকাররা দাবি করেছে, সাইবার আক্রমণের শিকার হয়েছে বাংলাদেশের ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট। ফাঁস করা হয়েছে কয়েক হাজার তথ্য। and nbsp; তাদের দাবি, হ্যাকিংয়ের শিকার হয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসের ওয়েবসাইট।<br><br>এদিকে, হ্যাকিংয়ের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে নির্বাচন কমিশনের সার্ভার। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের সেবা সীমিত করা হয়েছে। ১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি ছিল। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে তথ্য ফাঁসসহ কয়েকটি সাইবার হামলা হয়েছে।<br><br>ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে। ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেড তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা। আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে, তার মধ্যে আছে—বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট। <br></body></HTML> 2023-08-16 16:40:08 1970-01-01 00:00:00 ফেনীতে সরকারি সড়ক তুলে ফেলে দিলেন জামায়াত নেতা ও তার স্ত্রী http://www.hazarikapratidin.com/details.php?id=115117 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692182225_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692182225_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">বিশেষ প্রতিনিধি:</span><br>ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধ্যম হকদি ডাঃ দিদার বক্স সংযোগ সড়কের ইট খুলে ও কালভার্টের স্লাব উপড়ে ফেলার অভিযোগ স্থানীয় মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বালিগাঁও ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি এটিএম শামসুল হক চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে। and nbsp; and nbsp;<br><br>সরেজমিন পরিদর্শন করে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, উক্ত রাস্তা দিয়ে গাছ পরিবহনের জন্য ভারী গাড়ী প্রবেশ করলে রাস্তার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, এসময় বাড়ীর বাসিন্দা আবদুল্লাহর সাথে শামসুল হক চৌধুরী ও তার স্ত্রীর সাথে কথা কাটাকাটির জের ধরে জেলা পরিষদের অর্থায়নে ২০১৯-২০ অর্থ বছরে ৩ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ডাঃ দিদার বক্স সংযোগ সড়কের ইট খুলে ও কালভার্টের স্লাব তুলে ফেলে দিলেন জামায়াত নেতা শামসুল হক ও তার স্ত্রী এবং ঐ সড়কে চলাচলকারীদের দেখে নেওয়ারও হুমকি ধমকি দিয়েছেন, অকথ্য ভাষায় গালাগালি করে চলাচলের পথ বন্ধ করার পায়তারা করছেন তারা,<br>এই সড়কে চলাচলকারী ৬টি পরিবারের প্রায় ৪০জন মানুষের যাতায়াত ও প্রয়োজনীয় মালামাল পরিবহনে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। <br><br>এই বিষয়ে দিদার বক্স ডাক্তার বাড়ীর বাসিন্দাগণ বালিগাঁও ইউপি চেয়ারম্যান বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান তাদের তিনবার নোটিশ প্রদান করলেও তারা গ্রাম আদালতের নোটিশের সাড়া দেননি।<br>অভিযোগকারী আবদুল্লাহ, নুর আহমদ, হামিদুল হক ও এজাহার উল্যাহ তাদের বিরোধ মিটিয়ে বাড়ীতে চলাচলের উক্ত পথটি উম্মুক্ত করে দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। <br><br>বালিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার বলেন- এই বিষয়ে আমি অভিযোগ পেয়েছি,তাদের নোটিশও দিয়েছি তারা আসেনি। আমি এই মুহুর্তে ব্যস্ত আছি বিষয়টা দেখবেন বলেও জানান তিনি। <br>অভিযোগ প্রসঙ্গে জামায়াত নেতা শামসুল হক চৌধুরীর বলেন, চলাচলের পথ নিয়ে দু'পক্ষের বিরোধ রয়েছে তবে ইট খুলে ও কালভার্টের স্লাব উপড়ে ফেলার বিষয়টি সত্য নয়। তবে শামসুল হক ও তার সহযোগী কর্তৃক শাবল দিয়ে উক্ত রাস্তার ইট খোলা ও স্লাব উপড়ে ফেলার ভিডিও ফুটেজ প্রতিবেদকের নিকট সংরক্ষিত রয়েছে।<br><br></body></HTML> 2023-08-16 16:36:22 1970-01-01 00:00:00 জঙ্গি সন্দেহে কুলাউড়ায় আরও ১৭ জন আটক http://www.hazarikapratidin.com/details.php?id=115116 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692010323_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692010323_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">মৌলভীবাজারের কুলাউড়ায় এবার নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদে কাফেলার প্রধান মাহমুদসহ আরও ১৭ জঙ্গিকে আটক হওয়ার খবর পাওয়া গেছে। এই মুহূর্তে স্থানীয় ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তাদেরকে পুলিশ পাহারায় আটক করে রাখা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) কর্মদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।<br><br>চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার ইউনিয়নের আছকরাবাদ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে জঙ্গিরা কুলাউড়ার দিকে পালিয়ে যেতে চেয়েছিল। এ সময় স্থানীয় সিএনজি ড্রাইভাররা তাদের সন্দেহ হলে এলাকাবাসীকে নিয়ে আটক করে। একই সঙ্গে এলাকায় টহলে থাকা পুলিশও ঘটনাস্থলে আসে। পরে কয়েকটি সিএনজি যোগে তাদেরকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ জঙ্গি-দলের প্রধান মাহমুদও এই আটকদলে থাকতে পারেন।<br><br>কর্মদা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রাহেনা আক্তার জানান, তারা অপারেশন হিল সাইডের পর থেকেই পুরো এলাকায় নজরদারি রেখেছেন। এ ছাড়া পুরো এলাকাজুড়ে পুলিশি টহলও জোরদার ছিল। এই জঙ্গিরা অপারেশন হিল সাইডের সময় পালিয়ে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় আত্মগোপন করে ছিল। টহল জোরদার থাকায় তারা এলাকা ছাড়তে সোমবার সকালে বের হয়ে আসে। কুলাউড়া থানার ইনচার্জ আবদুস ছালেকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অবস্থান করছেন এবং আটককৃতদের ইউনিয়ন পরিষদের একটি বড় হলরুমে তালাবন্ধ করে রাখা হয়েছে।</body></HTML> 2023-08-14 16:50:03 1970-01-01 00:00:00 বঙ্গবন্ধুর ৫ খুনির তথ্য দিলে পুরস্কৃত করবে সরকার http://www.hazarikapratidin.com/details.php?id=115115 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692010162_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692010162_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর দুই খুনির খবর আমরা জানি। একজন আমেরিকায় এবং আরেকজন কানাডায়। বাকি পাঁচজন সম্পর্কে আমরা কিছুই জানি না। যে তাদের তথ্য দেবে সরকার তাকে পুরস্কৃত করবে। সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।<br><br>পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন খুনি রাশেদ চৌধুরী। আমরা তাকে দেশে ফেরাতে অনেক চিঠিপত্র দিয়েছি। স্বয়ং প্রধানমন্ত্রীকে দিয়েও আমরা আমেরিকার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। কিন্তু তারা সব সময় বলে, এ ইস্যুটা তাদের অ্যাটর্নি জেনারেলের অফিসে আছে। মাঝখানে অ্যাটর্নি জেনারেল আমাদের দেশে যে রাশেদ চৌধুরীর নামে মামলা হয়েছে তার বিস্তারিত তথ্য চেয়েছেন। আমরা সব তথ্য তাকে দিয়েছি। কিন্তু কোনো সুরাহা হয়নি।<br><br>তিনি বলেন, কানাডায় অবস্থান করছেন খুনি নূর চৌধুরী। কানাডিয়ান সরকার তাকে ফেরত দিচ্ছে না। ওরা ফাঁসির রায় কার্যকর করে এমন দেশে খুনিদের পাঠায় না। তাই সব খুনিরা ওখানে গিয়ে আশ্রয় নেয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডা-যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে আইন অত্যন্ত শক্তিশালী, সেখানে তারা খুনিদের আশ্রয় দিতে পারে না। যে খুনিরা কিনা ভয়ংকর কাজ করেছে। তিনি বলেন, প্রবাসীদের বলব, খুনিরা দিব্বি ঘুরে বেড়াচ্ছেন। আপনারা খুনির বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ করেন। তাদের দেখলে বলেন-‘খুনি যাচ্ছে’। এতে করে তারা মনঃপীড়ায় পড়বে।<br><br></body></HTML> 2023-08-14 16:48:06 1970-01-01 00:00:00 যেকোনো সময় নাশকতা করতে পারে বিএনপি http://www.hazarikapratidin.com/details.php?id=115114 http://www.hazarikapratidin.com/2023/07/25/1692010018_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1692010018_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">বিএনপি যেকোনো সময় নাশকতা করতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি জ্বালাও-পোড়াও চালিয়েছিল। সে সময় শুধু মানুষ নয়; পশুও হত্যা করেছে তারা। বিএনপি সভা-সমাবেশের নামে যদি নাশকতা করে তবে এবার ছাড় দেওয়া হবে না। দেশের জনগণ বিএনপির নৈরাজ্য মেনে নেবে না।<br><br>এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের নির্মূল করা হচ্ছে। সম্প্রতি মৌলভীবাজারে দেখেছেন, এখনও কিছু কিছু জায়গায় মাথাচাড়া দেয় তারা। তাদের নির্মূল করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।<br>এ সময় ১৫ আগস্টে জাতীয় শোক দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।<br><br>অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশ সদরদপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।<br><br></body></HTML> 2023-08-14 16:45:21 1970-01-01 00:00:00 ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক বকুল গ্রেফতার http://www.hazarikapratidin.com/details.php?id=115113 http://www.hazarikapratidin.com/2023/07/25/1691855129_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1691855129_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">ফেনী and nbsp; প্রতিনিধি:</span><br> and nbsp;উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল and nbsp; দুপুর সাড়ে ১২টার দিকে রায়ের বাজার পোস্ট অফিস গলির একটি বাসা থেকে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল and nbsp; দুপুরে রায়ের বাজার পোস্ট অফিস গলির একটি বাসা থেকে বকুলকে গ্রেফতার করা হয়।<br><br>গ্রেফতারের পর বকুলকে বিকালে ফেনী এনে আদালতে হাজির করলে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি স্বদীপ কুমার দাস গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, বকুলের বিরুদ্ধে অন্তত ২৩টি মামলা রয়েছে। আদালত আদেশে তাকে ফেনী কারাগারে প্রেরণ করা হয়েছে।<br><br>এ দিকে ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল কে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম,সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। নেতৃবৃন্দ অবিলম্বে সকল মামলা প্রত্যাহার পূর্বক ফজলুর রহমান বকুলের নি:শর্ত মুক্তি দাবী করেছেন।</body></HTML> 2023-08-12 21:44:45 1970-01-01 00:00:00 পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন বেলুচিস্তানের রাজনীতিবিদ http://www.hazarikapratidin.com/details.php?id=115112 http://www.hazarikapratidin.com/2023/07/25/1691840926_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1691840926_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">আন্তর্জাতিক ডেস্ক ॥</span><br>পাকিস্তানের সিনেটর আনোয়ার-উল-হক কাকারকে জাতীয় নির্বাচনের আগে দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে।<br>এনডিটিভি জানিয়েছে, আজ শনিবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বিরোধীদলের নেতা রাজা রিয়াজের মধ্যে এক বৈঠক শেষে এই নাম ঘোষণা করা হয়।<br>কাকার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের একজন রাজনীতিবিদ। তিনি নতুন মন্ত্রিসভা গঠন করবেন এবং নতুন সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশ পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন।<br><br>জানা গেছে, কাকার তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেহবাজ শরীফ এবং রাজা রিয়াজ একমত হয়েছেন। তাদের এই সিদ্ধান্ত এখন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে।<br><br>পাকিস্তানের সংবিধানের ২২৪-এ অনুচ্ছেদে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার তিন দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করার বিধান রয়েছে।</body></HTML> 2023-08-12 17:47:34 1970-01-01 00:00:00 ভূমধ্যসাগরে ট্রলারডুবি, নরসিংদীর ৭ যুবক নিখোঁজ http://www.hazarikapratidin.com/details.php?id=115111 http://www.hazarikapratidin.com/2023/07/25/1691840536_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1691840536_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় ট্রলারডুবে নরসিংদীর ৭ যুবক নিখোঁজ নিখোজ হয়েছেন। সম্প্রতি দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলারডুবে এ ঘটনা ঘটে। শুক্রবার (১১ আগস্ট) রাতে নিখোঁজের খবর বাড়িতে পৌঁছালে তাদের বাড়িতে আহাজারি শুরু হয়। নিখোঁজ প্রত্যেকেই নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দার।<br><br>নিখোঁজ ৭ যুবক হলেন- বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০), একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন (২৫), কামাল হেসেন (৩৪), ভাটের চর গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২), দুলালকান্দি গ্রামের হারুন রশীদ রশিদের ছেলে মনির হোসেন (২২), একই এলাকার আ. মোতালিব মিয়ার ছেলে রবিউল (৩৩), টান লক্ষীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া (২০) ও নিলক্ষিয়া গ্রামের আমান মিয়া (২১)।<br><br>নিখোঁজ কামাল মিয়ার ছোট ভাই জামাল মিয়া জানান, নিখোঁজরা ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে দুলাল কান্দি গ্রামের লাল মিয়া ছেলে জাকিন হোসেন এবং নুর কাসেমের স্ত্রী শাহিনুর (জাকিরের ফুফু) উক্ত দুই দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে ৫-৬ মাস আগে দেশ ছাড়েন। বেশ কিছুদিন গেমঘরে রেখে গত বুধবার রাত ৮টায় ডিঙ্গি নৌকায় তুলে ইতালির পথে যাত্রা করেন, কিন্তু ৪০ মিনিট পর নৌকাটি ডুবে যায়।<br><br>তিনি আরও বলেন, জাকিরের তত্ত্বাবধানে ২০ জনের মধ্যে ১২ জন ফিরে আসলেও ৭ জন নিখোঁজ রয়েছে। এ তথ্য দালাল জাকির হোসেন স্থানীয় মিলন মেম্বারকে জানালে তিনি আমাদের জানান। এর মধ্য আমার ভাইও নিখোঁজ। এদিকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়ার খবরে দালাল জাকির হোসেন ও শাহিনুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে রয়েছে।<br><br>এ বিষয়ে দুলালকান্দি গ্রামের বর্তমান ইউপি সদস্য মিলন মেম্বার জানান, নিখোঁজের খবর পেয়ে দালাল জাকিরের সঙ্গে যোগাযোগ করি। তখন অন্য একজন রিসিভ করে আমাকে জানান, জাকির হোসেনের আন্ডারে ২০ জনের মধ্যে ১২ জন উদ্ধার হলে ও ৭ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।<br><br></body></HTML> 2023-08-12 17:41:36 1970-01-01 00:00:00 মৌলভীবাজারে জঙ্গি আস্তানা থেকে ১৩ জন আটক http://www.hazarikapratidin.com/details.php?id=115110 http://www.hazarikapratidin.com/2023/07/25/1691840452_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1691840452_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নারীসহ ১৩ জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান।<br>শনিবার (১২ আগস্ট) সকালে অভিযান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।<br><br>তিনি বলেন, অভিযান চালিয়ে ১০ জঙ্গিকে আটক করা হয়েছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। আটককৃতদের এর মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ শিশু রয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেট, নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা, জঙ্গি প্রশিক্ষণ সামগ্রিক ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।<br><br>আটক ১০ জন হলো, সাতক্ষীরার শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের রাফিউল ইসলাম (২২), নারায়ণগঞ্জের মেঘনা (১৭), নারায়ণগঞ্জের আবিদা (১২ মাস), পাবনার শাপলা বেগম (২২), জুবেদা (১৮ মাস), হুজাইফা (৬), নাটোরের মাইশা ইসলাম (২০), বগুড়ার মোছা. সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার আমিনা বেগম (৪০) ও মোছা. হাবিবা বিনতে শফিকুল (২০)।<br><br>অভিযান শেষে মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল নতুন একটি উগ্রবাদী সংগঠন অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছে। মৌলভীবাজারের যে কোনো একটি পাহাড়ে তারা তাদের আস্তানাটি তৈরি করেছে এমন তথ্যের ভিত্তিতে ‘অপারেশন হিলসাইড’ চালানো হয়। ঢাকায় একজনকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি এই জঙ্গি আস্তানা থেকে তার পরিবারকে আনার জন্য গিয়েছিলেন।<br><br>তিনি জানান, সাড়ে ৪ ঘণ্টার এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’। এটি নতুন একটি সংগঠন, নাম হচ্ছে ‘ইমাম মাহমুদের কাফেলা’। বাংলাদেশে যে সব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে, সেগুলোর বাইরে এটি একটি নতুন সংগঠন। এই সংগঠনের যে মূল ব্যক্তি তার নামও জানা গেছে।<br><br></body></HTML> 2023-08-12 17:40:03 1970-01-01 00:00:00 ক্রয়ক্ষমতার বাইরে যাচ্ছে ডিম http://www.hazarikapratidin.com/details.php?id=115109 http://www.hazarikapratidin.com/2023/07/25/1691754245_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1691754245_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">নিম্ন আয়ের মানুষরা নিয়মিত মাছ-মাংস কিনে খেতে পারেন না। তাদের কাছে আমিষের সহজলভ্য উৎস ডিম। সেই ডিমও গরিব মানুষদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাজারে সরবরাহ কম থাকার অজুহাত তুলে বাড়ানো হয়েছে ডিমের দাম। আগের সব রেকর্ড ভেঙে এখন প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়।<br><br>শুক্রবার (১১ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় কাঁচাবাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। রাজধানীর বাজারগুলোতে প্রতি হালি ডিমের দাম ৫ থেকে ১০ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বড় বাজারগুলো থেকে কিনলে প্রতি ডজন ডিমের দাম পড়ছে ১৬০ থেকে ১৬৫ টাকা। মুদি দোকানে দাম ১৭০ টাকা পর্যন্ত। একটি ডিম কিনতে গুনতে হচ্ছে প্রায় ১৫ টাকা।<br><br>রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী শাহজাহান মিয়া জানিয়েছেন, উৎপাদন খরচ নির্ধারণ না হওয়ায় ডিমের বাজার পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা করা যাচ্ছে না। and nbsp; খামারিরা বলছেন, মুরগির খাদ্য ও আনুষঙ্গিক ব্যয়সহ বর্তমানে প্রতিটি ডিমের উৎপাদন খরচ ১১ টাকার বেশি। পাইকারি বাজারে ডিম বিক্রি হচ্ছে ১২ টাকা ২০ পয়সা থেকে ১২ টাকা ৪০ পয়সায়। তিন-চার দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতি ডজন ডিম ৫ থেকে ১০ টাকা বেড়ে ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।<br><br>রাজধানীর নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, আমারা যারা ব্যাচেলর, মেসে থাকি, তাদের জাতীয় খাবার হলো ডিম। আজ বাজারে এসে যে অবস্থা দেখছি, তাতে আমাদের ডিম কেনাও বন্ধ হয়ে যাবে। বাড়ি থেকে যে টাকা দেয়, তা দিয়ে এই বাজারে খাবার খাওয়া কষ্টকর। শুনছি, দেশে নাকি বর্তমানে প্রতিদিন বাণিজ্যিকভাবে ৪ কোটির মতো ডিম উৎপাদন হয়ে। এগুলো কোথায় যায়, সেটা একটা প্রশ্ন।<br><br>অন্যদিকে, মুদিবাজারে এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়ে এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজও কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ৬০ টাকার নিচে কোনো সবজি মিলছে না।<br><br>প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায় এবং সোনালি বা কক মুরগির কেজি ৩২০ থেকে সাড়ে ৩০০ টাকা। ৬০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। ৯০০ গ্রাম থেকে এক কেজি বা তারও বেশি ওজনের ইলিশের কেজি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। রুই-কাতলার কেজি ৪০০ থেকে ৫০০ টাকা। তেলাপিয়া ও পাঙ্গাশের কেজি ২২০ থেকে ২৫০ টাকা।<br><br>সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্র বলছে, দুই দিনের ব্যবধানে প্রতি হালি (চার পিস) ফার্মের ডিমের দাম ৭.১৪ শতংশ বেড়েছে। গত বছর একই সময়ের তুলনায় প্রতি হালি ডিম ২৫ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। বুধবার রাজধানীর খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৬৫ টাকায়। পাড়া-মহল্লার মুদি দোকানে বিক্রি হয়েছে সর্বোচ্চ ১৭০ টাকায়, যা তিন-চার দিন আগে ১৫০ টাকা ছিল। গত বছর এ সময়ে প্রতি ডজন ডিম ১৩০ টাকায় বিক্রি হয়েছে। বছরের ব্যবধানে প্রতি হালি ডিমের দাম ৪০ টাকা বেড়েছে। <br></body></HTML> 2023-08-11 17:43:01 1970-01-01 00:00:00 এশিয়া কাপ, বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব http://www.hazarikapratidin.com/details.php?id=115108 http://www.hazarikapratidin.com/2023/07/25/1691754110_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1691754110_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">ক্রীড়া ডেস্ক ॥</span><br>অবশেষে সকল জল্পনা-কল্পনা, নানা আলোচনা-সমালোচনার অবসান হলো। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে খেলবে লাল-সবুজের দল। মাঝে তিনি নেতৃত্ব দেবেন নিউ জিল্যান্ড সিরিজেও।<br>শুক্রবার (১১ আগস্ট) দুপুরে গুলশানের বাসভবনে সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। নাজমুল অধিনায়কের নাম ঘোষণা করে জানান আগামীকাল দল ঘোষণা করা হবে।<br><br>বিসিবি সভাপতি বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের সাকিবকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।’<br>ওয়ানডেসহ ক্রিকেটের তিন সংস্করণের নেতৃত্বই এখন সাকিবের কাঁধে। তবে তিনি এক সঙ্গে তিন সংস্করণ চালিয়ে যাবেন কি না সেটা তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।<br><br>‘আমি মনে করি, ওর (সাকিব) জন্য তিন সংস্করণে একসঙ্গে অধিনায়কত্ব করা কঠিন। এটা ওর সঙ্গে কথা বলে ঠিক করতে হবে। ও কোন সংস্করণে করতে চায়, কোনটা রাখতে চায়, যদি এক-দুই সংস্করণ চায়, তাহলে একরকম, আবার ও যদি বলে তিন সংস্করণেই করতে চাই, তাহলে তো সমস্যাই নেই। ওর ব্যাপারটা জেনে তারপরে বোর্ড সিদ্ধান্ত নেবে।’<br><br>তামিম ইকবাল ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর মূলত শূন্যতা তৈরি হয়। গত ৩ আগস্ট বিসিবি সভাপতির বাসভবনে তার সঙ্গে বৈঠকের পর নেতৃত্ব ছাড়েন তামিম। সেদিন বিসিবি সভাপতি জানিয়েছিলেন, তারা আলোচনা করে নেতৃত্ব ঠিক করবেন। এরপর ৮ আগস্ট ডাকা হয় জরুরি বোর্ড মিটিং। সেখানে পরিচালকরা সাকিবের বিষয়ে ঐক্যমত দিয়ে নাজমুলকে দায়িত্ব দেন নেতৃত্ব ঠিক করার জন্য। সাকিব ছাড়াও আলোচনায় ছিলেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। তাদের সঙ্গেও একান্তে আলোচনা করেছেন বিসিবি সভাপতি। শেষ পর্যন্ত সাকিবের কাঁধেই এলো নেতৃত্বের ভার।<br><br>‘এশিয়া কাপ তারপরে বিশ্বকাপ এত কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ এবং অভিয়াস চয়েজটাই হচ্ছে সাকিব আল হাসান। আরেকটা অটো চয়েজ আছে ও (সাকিব আল হাসান) না খেললে সহ-অধিনায়ক যে আছে, সে হবে; লিটন দাস। আরও নাম এসেছে। যেমন মেহেদী হাসান মিরাজ, লম্বা সময় যদি আমরা চিন্তা করি ভবিষ্যতে কী হবে। কারণ, এখন তো ধরেন মুশফিক করছে না, তামিমও ছেড়ে দিলো, সাকিবও যদি কখনো ছেড়ে দেয় তখন কী হবে। ওরকম লম্বা সময় যখন চিন্তা করবো তখন আরও নাম আসবে’ -যোগ করেন নাজমুল। <br><br>সাকিব এর আগেও ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ২০১১ বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে খেলেছিল লাল-সবুজের দল। ২০০৯ সাল থেকে সব মিলিয়ে সাকিব বাংলাদেশকে ৫২টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। <br></body></HTML> 2023-08-11 17:40:34 1970-01-01 00:00:00 নাঙ্গলকোটে নামাজরত বৃদ্ধা খুনের ঘটনায় আদালতে ৮জনের বিরুদ্ধে মামলা http://www.hazarikapratidin.com/details.php?id=115107 http://www.hazarikapratidin.com/2023/07/25/1691597905_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1691597905_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">কুমিল্লা প্রতিনিধি ॥</span><br>কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের মানিকমুড়া গ্রামে বসতঘরে নামাজরত অবস্থায় বৃদ্ধা রাশেদা বেগম (৫৫) খুনের ঘটনায় কুমিল্লার আদালতে ছেলের বৌ ও শ্বশুর-সহ ৩জনের নাম উল্লেখ করে ৮জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহতের মেজো মেয়ে আয়শা আক্তার টুম্পা। গত বৃহস্পতিবার কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৫নং আমলী আদালতে এ হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন নিহতের and nbsp; পোল্যান্ড প্রবাসী একমাত্র ছেলে বেলাল হোসেনের শ্বশুর ও গোহারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরি গোহারুয়া গ্রামের মাহবুবুল আলম কাঞ্চন, বেলালের স্ত্রী তাসনিন আক্তার, চাচা শ্বশুর জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ রানা ও অজ্ঞাত আরো ৫জন। এর আগে গত ২৬জুলাই বুধবার রাতে নামাজের বিছানা থেকে ওই বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ।<br><br>উল্লেখ্য, উপজেলার মানিকমুড়া গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী রাশেদা বেগম তার পোল্যান্ড প্রবাসী একমাত্র পুত্র বেলাল হোসেনের স্ত্রী তাছনিন আক্তার’সহ একই ঘরে বসবাস করতো। গত কিছুদিন যাবৎ পারিবারিক কলহের কারণে বেলালের স্ত্রী গোহারুয়া গ্রামে বাবার বাড়িতে চলে যায়। পরিবারিক বিরোধের ঘটনায় ২৭জুলাই বৃহস্পতিবার শালিস বৈঠক হওয়ার কথা ছিল। এর আগের দিন বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় রাশেদার ছোট মেয়ে জান্নাতুল ফেরদাউস মায়ের ফোন নাম্বারে কল দিয়ে বন্ধ দেখে পাশ্ববর্তী ঘরের মামাত বোন জোৎসনা বেগমের কাছে ফোন করলে তিনি ঘরে গিয়ে সকল বৈদ্যুতিক লাইট বন্ধ দেখতে পায়। পরে সে লাইটের সুইচ দিয়ে নামাজের বিছানায় রাশেদাকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করলে বাড়ির লোকজন এসে রাশেদাকে উদ্ধার করে পাশ্ববর্তী লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উদ্ধারের সময় রাশেদার মাথায় মারাত্মক জখম, গলায় ওড়না পেঁচানো ও জিহবা বের হয়ে ছিল বলে দাবী প্রত্যাক্ষদর্শীদের। পরে ছোট মেয়ে জান্নাতুল ফেরদাউস একই গ্রামে তার স্বামীর বাড়ি থেকে দৌঁড়ে এসে নাঙ্গলকোট থানা পুলিশে ও জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করলে পুলিশ গিয়ে রাত সাড়ে ১১টার দিকে রাশেদার মৃত দেহ উদ্ধার করে।<br><br>নিহতের মেয়ে বিবি হাওয়া, আয়েশা আক্তার টুম্পা ও জান্নাতুল ফেরদাউস বাবু বলেন, পারিবারিক বিরোধের কারণে আমাদের ভাই বেলালের শ্বশুর মাহবুবুল আলম কাঞ্চন দীর্ঘদিন যাবৎ মা, আমরা ও আমাদের স্বামীদেরকে হুমকি ধমকি দিয়ে আসছে। সর্বশেষ বেলালের স্ত্রীর বিষয়ে বৃহস্পতিবার সালিশ বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সালিশের একদিন পূর্বে বুধবার সন্ধ্যায় আসামীরা আমাদের মাকে হত্যা করে পথের কাঁটা সরিয়ে দিয়ে আমাদেরকে চিরতরে এতিম করে দিয়েছে। এছাড়া হত্যাকারীরা আমার মায়ের পরিহির স্বর্ণের গহনা ও মোবইল ফোন নিয়ে যায়। আমরা এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি। <br><br>জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বলেন, ওই নারীকে কে-বা কাহারা হত্যা করে তার স্বর্ণ গহনা ও মোবাইল ফোন নিয়ে যায়। আমি যথাযথ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহিৃত করে উপযুক্ত শাস্তির দাবী জানাই।<br><br></body></HTML> 2023-08-09 22:16:42 1970-01-01 00:00:00 চৌদ্দগ্রামে অসামাজিক কাজে জড়িত পথশিশু কল্যাণ সভাপতি মামুন, মুছলেকায় ছাড় http://www.hazarikapratidin.com/details.php?id=115106 http://www.hazarikapratidin.com/2023/07/25/1691597730_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1691597730_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">কুমিল্লা প্রতিনিধি ॥<br> and nbsp;কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি, সিঙ্গাপুর মার্কেটস্থ মুজিব সেনা সংসদের সহ-সভাপতি হাসান আল মামুনকে অসামাজিক কাজে জড়িত থাকার ঘটনায় এলাকাবাসী আটক করেছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিশের মাধ্যমে তাকে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। হাসান আল মামুন উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা গ্রামের আবু রশিদের পুত্র। তাকে মুজিব সেনা সংসদসহ সকল কমিটি থেকে বহিস্কার করা হয়েছে। <br>স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসান আল মামুন পথশিশু কল্যাণ ফাউন্ডেশন ও মুজিব সেনা সংসদে দায়িত্বের আড়ালে ১০ বছরের কম বয়সী ছেলেদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে সুন্দর চেহারার ছেলেদের ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে আপত্তিকর কথাবার্তা বলে। সম্প্রতি এক ছেলের ফেসবুক ম্যাসেঞ্জারে খুবই আপত্তিকর ছবি ও ভিডিও পাঠায়। এমন ঘটনা জানাজানি হওয়ার পর গত ৭ আগস্ট সোমবার রাতে ওই ছেলের বাবাসহ স্থানীয়রা সিঙ্গাপুর মার্কেট এলাকায় হাসান আল মামুনকে আটক করে। স্থানীয়দের কাছে ওই ছেলে হাসান আল মামুন কর্তৃক ম্যাসেঞ্জারে আপত্তিকর কথাবার্তা ও ভিডিও পাওয়ার কথা স্বীকার করেছে। এদিকে জামুকরা ও পাড়াগ্রামের সচেতন যুবকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসান আল মামুনের অপকর্মের বিরুদ্ধে লেখালেখি করছে। এছাড়া সিঙ্গাপুর মার্কেট মুজিব সেনা সংসদের সদস্যদের বুধবার জরুরী বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক, হাসান আল মামুনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সহ-সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে। <br>এ ব্যাপারে বুধবার বিকেলে উপজেলা পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি, সিঙ্গাপুর মার্কেটস্থ মুজিব সেনা সংসদের সহ-সভাপতি হাসান আল মামুন বলেন, ‘রাজনীতি করার কারণে প্রতিহিংসার শিকার। আমার সাথে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, সেটা সমাধান করা হয়েছে। অসামাজিক কাজের অভিযোগ সঠিক নয়’।<br><br><br></body></HTML> 2023-08-09 22:15:09 1970-01-01 00:00:00 সাজেকে আটকা ৩ শতাধিক পর্যটক http://www.hazarikapratidin.com/details.php?id=115105 http://www.hazarikapratidin.com/2023/07/25/1691557212_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1691557212_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়িতে বেশ কয়েকটি স্থানে পাহাড় ধস এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সৃষ্টি হয়েছে সড়কযোগের প্রতিবন্ধকতা। এরই মধ্যে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন বাঘাইহাট বাজার ও মাচালং সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এতে সাজেকে আটকা পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা প্রায় ৩ শতাধিক পর্যটক। <br><br>মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে বাঘাইছড়ি উপজেলার পৌরসভাসহ মোট ৬টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং বর্তমানে অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।<br><br>সাজেকের কুড়েঘর এর রিসোর্টের মালিক জোতেন ত্রিপুরা বলেন, বর্তমানে সাজেকে ২০ থেকে ২৫টি গাড়ি আটকে আছে। এখানে আটকা পড়া পর্যটকের সংখ্যা তিন শতাধিক হবে। পর্যটকেরা বর্তমানে যার যার ভাড়া করা রিসোর্টে অবস্থান করছেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, সাজেকে প্রায় তিন শতাধিক পর্যটক আটকে রয়েছেন। তাঁরা গতকাল সাজেকে বেড়াতে এসেছেন। বর্তমানে তারা রিসোর্টে অবস্থান করছেন। and nbsp; <br></body></HTML> 2023-08-09 10:59:46 1970-01-01 00:00:00 পরিবহন সেবায় জনগণের অন্তরে স্থান পেয়েছে বিআরটিসি http://www.hazarikapratidin.com/details.php?id=115104 http://www.hazarikapratidin.com/2023/07/25/1691557133_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1691557133_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">যাত্রীসেবার মানোন্নয়ন ও পণ্য পরিবহন সেবায় ‘জনগণের অন্তরে স্থান পেয়েছে বিআরটিসি’। বছরের পর বছর লোকেসানে থাকা এই প্রতিষ্ঠানটি লোকসান কমিয়ে বর্তমানে লাভজনক একটি প্রতিষ্ঠান। সুনামের এ ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)। যিনি এখানে যোগদানের পর অনেকাংশে পাল্টে গেছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটির চিত্র।<br><br>২০২১ সালের ৭ ফেব্রুয়ারি বিআরটিসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেন তাজুল ইসলাম। তার যোগদানের পূর্বে প্রতিষ্ঠানটির কারিগরি প্রশিক্ষণ, সব কর্মকর্তা-কর্মচারীর বেতন, স্থাপনাসহ সব সেক্টরেই ভঙ্গুর অবস্থা ছিল। তার দক্ষ তত্বাবধায়নের ফলে বর্তমানে বেতন, বিভিন্ন ভাতা, প্রতেঙ্গায় পর্যটক বাস, দেশের ২০ স্থানে কারিগরি প্রশিক্ষণসহ দেশের ৬৩ জেলায় নিরবচ্ছিন্ন যাত্রী সেবা দিচ্ছে বিআরটিসি।<br><br>তাজুল ইসলাম মনে করেন, পরিবহন সেক্টরের মূল চালিকাশক্তি হলো গাড়ি। যদি গাড়ি ঠিক থাকে, গাড়ির পরিচালনা ও অপরেশন যদি ঠিক থাকে, ইনকাম যদি ঠিকভাবে হয় এর টাকা চুরি না হয়ে ফান্ডে জমা পরে, তবেই প্রতিষ্ঠান লাভবান হয়।<br><br>বিআরটিসি নিয়ে চ্যালেঞ্জ কি? এমন প্রশ্নে তাজুল ইসলাম বলেন, ‘আমি চেয়ারম্যান হিসেবে বিআরটিসিতে আসার আগে গণমাধ্যমে নিউজ হতো এই খাতে ডোবার আর কিছু বাকি নেই। সেই অবস্থার উত্তোরণ হয়েছে এখন। অর্থমন্ত্রণালয় থেকে কোনো টাকা না এনে প্রাতিষ্ঠানিক ইনকামের টাকা দিয়ে এখন আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি। কিন্তু আমাদের সাফল্যের পরেও কিছু বিশ্বাসঘাতক ও দুষ্কৃতিকারী উন্নয়নের চাকা পেছনে টানছে, সাংবাদিকদের লেখনির মাধ্যমে তাদেরও টেনে ধরতে হবে।’<br><br>বর্তমানে ঢাকার আটটি রুটে মহিলা বাসসেবা ও ই-টিকিটিং সেবা, ১৯১টি বাসে বর্তমানে আনলিমিটেড ফ্রি ওয়াইফাই সুবিধাসহ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিআরটিসির ১৪ শ’র মতো বাসে সিসি ক্যামেরা বসানো রয়েছে। এছাড়া আগামী সেপ্টেম্বর থেকেই বিআরটিসিতে র‌্যাপিড পাস চালু ও ১২ শতাধিক বাসে ভেহিকেল ট্রাকিং (ভিটিএস) প্রক্রিয়ার সব প্রদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বলে জানান তাজুল ইসলাম।<br><br>বিআরটিসি তার জনকল্যাণকর কাজের জন্য বিভিন্ন মহলে প্রশসিংত হয়েছে। যার স্বীকৃতিস্বরুপ ২০২১-২২ অর্থবছরে এপিও বাস্তবায়নে ১ম স্থান, মন্ত্রণালয়ের অধিনস্ত প্রতিষ্ঠান প্রধানদের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছে।<br><br>বিআরটিসির চেয়ারম্যান বলেন, ‘আমাদের প্রধান কার্যালয়সহ প্রতিটি ডিপোতে আইসিটি সেল গঠন করা হয়েছে। বর্তমানে আমাদের ৮৫ শতাংশ কাজই ই-ফাইলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়া যুগের চাহিদার প্রেক্ষিতে ড্রাইভিং প্রশিক্ষণে নতুন মাত্রা অঅনয়নের লক্ষ্যে অনলাইন ব্যবস্থার মাধ্যমে ভর্তি ও অঅধুনিক প্রশিক্ষনের জন্য সিমুলেটর সংযোজন করা হয়েছে।<br><br>বর্তমান চেয়ারম্যানের প্রশংসা করেন বিআরটিসির যুগ্মসচিব (প্রশাসন অনুবিভাগ) মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, ‘এখন কোনো রাস্তায় গেলেই বিআরটিসির একাধিক বাস চোখে পড়ে। বর্তমানে বিআরটিসি স্বর্ণযুগ পার করছে। আগে যেখানে মাসের পর মাস কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মাসের পর মাস বেতন আটকে থাকত, এখন প্রতিমাসের ১ তারিখে সবাই বেতন পেয়ে যায়।’</body></HTML> 2023-08-09 10:58:25 1970-01-01 00:00:00 বন‌্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী http://www.hazarikapratidin.com/details.php?id=115103 http://www.hazarikapratidin.com/2023/07/25/1691557030_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1691557030_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">চট্টগ্রাম জেলায় ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সাধারণ মানুষকে উদ্ধার অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ, চিকিৎসা সহায়তা দিতে কাজ শুরু করেছেন রামু সেনানিবাসের প্রায় দেড় হাজার সেনা সদস্য। <br><br>বুধবার (৯ আগস্ট) সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুউদ্দিন নদভী বলেন, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে সাতকানিয়া-লোহাগাড়া উপজেলায়। বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে ও বন্যাদুর্গত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার লক্ষ্যে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। <br><br>তিনি আরও বলেন, ইতিমধ্যে সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং কক্সবাজার রামুর জিওসির সঙ্গে কথা বলেছি। তারা বন্যাদুর্গত লোকজনকে উদ্ধারের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। সাতকানিয়া লোহাগাড়ার বন্যাকবলিত এলাকায় উদ্ধারাভিযানের জন্য ইতিমধ্যেই কক্সবাজার রামু ক্যান্টনমেন্ট থেকে দেড় হাজার সেনাবাহিনী সদস্য কার্যক্রম শুরু করেছেন।<br><br>এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দ্রুতই বন্যাকবলিত এলাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন এই সংসদ সদস‌্য। and nbsp;<br><br>এদিকে, দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী, লোহাগাড়া এবং সাতকানিয়া উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চট্টগ্রামে থেমে থেমে এখনও বৃষ্টি হচ্চে। প্রধান সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার এবং বান্দরবান পার্বত্য জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। <br><br>চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পালন জানান, গত ৩ আগস্ট থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ৩ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ৬৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও (বুধবার) বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। and nbsp; <br></body></HTML> 2023-08-09 10:55:47 1970-01-01 00:00:00 এস আলম গ্রুপের অর্থপাচার, অভিযোগ অনুসন্ধানের নির্দেশ http://www.hazarikapratidin.com/details.php?id=115102 http://www.hazarikapratidin.com/2023/07/25/1691336600_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1691336600_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ- এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ দুর্নীতি দমন কমিশনকে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংক ও সিআইডিকে এ বিষয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশও দেন আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রোববার স্বপ্রণোদিত হয়ে রুলসহ এই নির্দেশ দেন। <br><br>এস আলম শিল্প গ্রুপের মালিক অবৈধভাবে বিদেশে অর্থ পাচার ও বিনিয়োগ করেছেন বলে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আসে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুর, সাইপ্রাস ও ব্রিটেনের ভার্জিন আইসল্যান্ডে কমপক্ষে এক বিলিয়ন বা একশ’ কোটি মার্কিন ডলারের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়া হয়নি।<br><br>রোববার হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে রুল জারি করেন। এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠেকাতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে আদালত।<br>দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ ও সিআইডিকে তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেয়া হয়েছে। <br><br>প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ১০ই জানুয়ারি পর্যন্ত দেশ থেকে ৪০ দশমিক এক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিদেশে বিনিয়োগের জন্য নেয়া হয়েছে। তবে, এই তালিকায় এস আলম গ্র“প নেই। অথচ ২০০৯ সালের পর সিঙ্গাপুরে এস আলম গ্রুপের দুটি হোটেল ও একটি বাণিজ্যিক স্পেস কেনা হয় ৪১১ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারে। এছাড়া ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড ও সাইপ্রাসে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান গড়েছে এবং সম্পদের মালিক হয়েছে এস আলম গ্রুপ।</body></HTML> 2023-08-06 21:42:29 1970-01-01 00:00:00 কুমিল্লা জেলা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত http://www.hazarikapratidin.com/details.php?id=115101 http://www.hazarikapratidin.com/2023/07/25/1691336345_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1691336345_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">কুমিল্লা প্রতিনিধি ॥<br>একজন প্রবাসী পরিবারের মুখে হাঁসি ফুটাতে জীবিকার তাগিদে পাড়ি জমায় প্রবাসে। পড়তে হয় কতও না সমস্যা বা বিপদে। এই বিপদগুলো কাটিয়ে ওঠা অনেকের পক্ষে সম্ভব হয় না। এমন বিপদগ্রস্ত প্রবাসীর পাশে দাঁড়ানোর প্রত্যয়ে হাটি হাটি পাপা করে অগ্রযাত্রা কুমিল্লা জেলা প্রবাসী কল্যাণ পরিষদের। সেই লক্ষ মাত্রকে আরো ব্যাপকভাবে তরান্বিত করার লক্ষ্যে কাজ করছেন বর্তমান দ্বায়িত্বরত সকল সদস্যবৃন্দ। প্রবাসীদের সুখ দুঃখকে ভাগাভাগির মাধ্যমে এই পরিষদটি একদিন একটা প্রতিষ্ঠানে রুপান্তর করা হবে, এমনটাই মতবিনিময় সভার আলোচ্য বিষয় ছিলো। <br><br>উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ নুর আলম খন্দকার ও হুমায়ন আহম্মদ, সভাপতি আব্দুল মোতালেব মজুমদার, সিনিয়র সহসভাপতি ইদ্রিছ গাঁজী, সহসভাপতি আবুল হাসেম, মোঃ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আরিফুল ইসলাম, নজির আহম্মদসহ প্রমূখ। <br>পরিষদের সভাপতি আব্দুল মোতালেব মজুমদারের সমাপনী বক্তব্যের মাধ্যমে তিনি বলেন আমি যে লক্ষ্য উদ্দেশ্যে পরিষদটি দাঁড় করিয়েছি, তা কখনোই পিছপা হটবে না। কেহ যদি পরিষদ থেকে সরে যেতে চায়- তাকে সাধুবাদ জানাই এবং কেহ যদি আসতে চায় স্বাগতম জানাই। এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনার মাধ্যমে মতবিনিময় সভার পরিসমাপ্তি হয়।<br><br><br></body></HTML> 2023-08-06 21:38:34 1970-01-01 00:00:00 ঝড় বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা নিরসনে তৎপর ফেনী পৌরমেয়র স্বপন মিয়াজী http://www.hazarikapratidin.com/details.php?id=115100 http://www.hazarikapratidin.com/2023/07/25/1691336155_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1691336155_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">ফেনী and nbsp; প্রতিনিধি:</span><br>গত কয়েক দিনের টানাবৃষ্টিতে ফেনী পৌর এলাকায় কোথাও যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেজন্য পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ডে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। যার কারনে শহরে কোথাও পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। পৌরসূত্র জানা যায়, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নির্দেশে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির কারণে কোথাও যেন জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি না হয় সেজন্য পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঠে কাজ করছে।পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সরোয়ার জাহান ও কঞ্জারভেন্সী সুপারভাইজার নুর ইসলামের নেতৃত্বে ১৫জন পরিচ্ছন্নতাকর্মী মাঠে কাজ করছেন। <br><br>কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সরোয়ার জাহান জানান, পৌরসভার মেয়র স্বপন মিয়াজী স্যারের নির্দেশে আমরা পৌর এলাকার পাগলি ছড়া-খাল, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দু'পাশের ড্রেন,স্টেশন রোড়,ষ্টেডিয়াম রোড়, আবু বক্কর সড়কের, ১৮ নম্বর ওয়ার্ডে সৈয়দ বাড়ি, সওদাগর বাড়ি ও তাকিয়ে রোডের ড্রেন গুলি পরিস্কার করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এছাড়া ঝড় ও বৃষ্টির কারণে সার্কিট হাউজ রোডের মুখে একটি আম গাছ পড়ে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক আমরা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা গিয়ে গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে পথচারি ও যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়। এভাবে প্রতিনিয়ত আমরা পরিশ্রমের মাধ্যমে একটি আধুনিক সুন্দর পৌরসভা তৈরির জন্য পৌরসভার মেয়র সহদয়কে সহযোগিতা করছি।<br><br>স্টেশন রোডের ব্যবসায়ী নজরুল ইসলাম ও মানিক মল্লিক জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর স্টেশন রোডের জলাবদ্ধতা হয়নি। অতীতে একটু বৃষ্টি হলে স্টেশন রোডে হাঁটু পরিমান পানি জমতো। দোকানের জিনিসপত্র সব নষ্ট হয়ে যেত। কিন্তু গত কয়েকদিন বেশ ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু স্টেশন রোডে পানি জমে নি। আমরা অন্যান্য বছরের তুলনায় এ বছর সুন্দরভাবে ব্যবসা করছি।<br><br>শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ব্যবসায়ী নুর আহমদ, জাহাঙ্গীর, স্বপন জানায়, একটু বৃষ্টি হলে পুরো রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যেত। এবছর রাস্তায় কোনো পানি নেই। সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারছে। <br><br>জলাবদ্ধতা নিরসনে মাঠে সার্বক্ষণিক তৎপর থাকায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, শহরে যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয়। সেজন্যই আমরা আগাম খাল ও ড্রেন পরিষ্কার-পরিছন্নতা করেছি। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ খালগুলো খনন করে পানি ধারণক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। সেজন্যই পৌর এলাকার মানুষ এর সুফল পাচ্ছে। গত কয়েকদিন যে পরিমান বৃষ্টি হয়েছে খালগুলোত যদি আগাম পরিস্কার করা না হতো তাহলে শহরের জলাবদ্ধতা অন্যান্য বছরের মতোই থাকত। কিন্তু আমরা আগাম পরিকল্পনা গ্রহন করার কারণে মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে। আগামী দিনগুলোতেও পৌরবাসী যদি সর্বাত্মক সহযোগিতা করে আমরা আরো বেশি সফল হবো।<br><br>ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য পৌরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে মেয়র বলেন, ময়লা-আবর্জনার কারণেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সকল নাগরিক যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে তাহলে জলাবদ্ধতা মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্নতার, আধুনিক ও স্মার্ট শহর হিসেবে সারা বাংলাদেশ পরিচিতি লাভ করবে ফেনী পৌরসভা।</body></HTML> 2023-08-06 21:35:19 1970-01-01 00:00:00 ক্লাস করতে এসে মোবাইল ফোন ব্যবহার করা যাবেনা : ফেনী জেলা প্রশাসক http://www.hazarikapratidin.com/details.php?id=115099 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690992671_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690992671_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">ফেনী প্রতিনিধি:</span><br>ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ শাহীনা আক্তার সোনাগাজীর স্থানীয়,বীর মুক্তিযোদ্ধা,উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।<br>বুধবার ( ২ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। <br>সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের এর সভাপতিত্বে এবং সোনাগাজী বাকিলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বেলাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার।<br><br>মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমন্ডার মোহাব্বত আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু,৬ নং চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন,উপজেলার দপ্তরের সকল কর্মকর্তাদের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ,মডেল থানার ওসি হাসান ইমাম। বক্তারা নবাগত ডিসিকে সোনাগাজী উপজেলায় সারকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবগত করেন, এবং সোনাগাজী উপজেলাতে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাবেন এই প্রত্যাশা দাবি করেন।<br>এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম. অনীক চৌধুরী,সোনাগাজী সার্কেল সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের,উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর মুফিজুল হক প্রমুখ।<br><br>সভায় ফেনীর নতুন জেলা প্রশাসক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের বিভিন্ন বক্তব্য শুনেন এবং শেষে তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।<br>এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমি এই প্রথম ফেনী জেলায় কাজ করার সুযোগ পেয়েছি,ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আমাদের এই উপজেলায় শিক্ষার হার বাড়াতে হবে। আমার বিশ্বাস সবার সম্মিলিত সহযোগীতা পেলে এই উপজেলায় আমরা আরো শিক্ষার হার বাড়াতে পারবো। স্কুল-কলেজে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এমন দিকনির্দেশনা বাস্তবায়ন করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রতিও নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক। <br>তিনি আরো বলেন, প্রথম সফরেই আমি সোনাগাজীর স্থানীয় বীর মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের যে ভালবাসা পেয়েছি এতে আমি অনেক আনন্দিত। আগামীতেও আমি সকলের সহযোগীতা কামনা করছি। এছাড়া সোনাগাজী উপজেলা একটি সমৃদ্ধ উপজেলা। যেই উপজেলার সুনাম ও খ্যাতি সারাদেশজুড়ে রয়েছে। বিশেষ করে সোনাগাজী বিভিন্ন ক্ষেত্রে রয়েছে অপার সম্ভাবনা। তার মধ্যে কৃষি ক্ষেত্র কিংবা পর্যটন ক্ষেত্র অন্যতম। তাই এসব ক্ষেত্র ছাড়াও প্রতিটি ক্ষেত্রে সোনাগাজী উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। আমি যতটুকু জেনেছি শুনেছি এই উপজেলা কে সরকার একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চায়। আশা করছি দ্রুত সময়ে এই উপজেলা আরো উন্নত হবে।<br>তারপাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শান্তিপূর্ণ সোনাগাজীর সুনাম ধরে রাখতে তিনি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীসহ জনপ্রতিনিধিদের সহযোগীতা কামনা করেছেন। এ সময় তিনি সোনাগাজী উপজেলাকে আরও সমৃদ্ধ উপজেলায় গড়ে তুলতে তিনি ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।<br><br>উল্লেখ যে ফেনীর নতুন জেলা প্রশাসক হিসেবে ২৫ জুলাই যোগদান করেন। যোগদানের পর তিনি ফেনীর সকল উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় করেন। তারই ধারাবাহিকতায় তিনি সোনাগাজী উপজেলার সকল ইউনিটের প্রতিনিধিদের সাথে (২ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার সময় মতবিনিময় সভা করেন ।</body></HTML> 2023-08-02 22:09:29 1970-01-01 00:00:00 মাদক ব্যবসায়ীদের আলোর পথ দেখিয়ে সম্মাননা পেলেন চেয়ারম্যান বাদল http://www.hazarikapratidin.com/details.php?id=115098 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690977500_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690977500_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">সোনাগাজী প্রতিনিধি : </span><br>সোনাগাজী উপজেলার ৩ নং মঙ্গলকান্দি ইউনিয়নে বিশজন মাদক ব্যবসায়ীকে আলোর পথ দেখিয়ে বাস্তবতার পথে ফিরিয়ে এনে মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ প্রচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩ এ and nbsp; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃক সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল। <br><br>উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের ওই ইউনিয়নের চেয়ারম্যানের প্রচেষ্টায় মাদক ব্যবসা ছেড়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন অন্তত ২০ জন কে। তাদের মধ্যে এখন কেউ অটোরিকশা চালক, কৃষি, ব্যবসাসহ নানা কর্মকাণ্ডে নিয়োজিত থেকে<br>টাকা আয় করে ছেলে মেয়েদের পড়াশোনাও করাচ্ছেন। চেয়ারম্যানের দায়িত্ব থাকা কালে মাদক কারবারিদের মাদক ব্যবসা ও সেবন থেকে ফিরিয়ে আনতে পুরোপুরি সফল হননি মোশাররফ হোসেন বাদল।<br><br>তিনি দ্বিতীয় দফায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে তার ইউনিয়নে মাদক কারবারিদের তালিকা করেন। এমনকি তাদের বাড়িতে গিয়ে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ করেন। কিন্তু এতেও মাদক কারবারীদের নিয়ন্ত্রণ করতে পারেননি চেয়ারম্যান। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা নিয়ে হাতেনাতে ধরে মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দেন। মাদক নিয়ে গ্রেফতার হয়ে জামিনে বের হলে তাদের নজরদারিতে রাখতেন ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল।<br><br>এলাকাবাসী ও ইউপি সদস্যদের নিয়ে তাদের বাড়ি গিয়ে পরিষদের পক্ষ থেকে সরকারি সহযোগিতা ও কর্মসংস্থানের আশ্বাস দিতেন।<br>কখনো ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়াতেন। এভাবে ২০ মাদক ব্যবসায়ীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হন চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল।<br><br>২৯ নভেম্বর ২০২২ সালে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফের উপস্থিত ২০ জনকে শপথ বাক্য পাঠ করানো হয়। এ নিয়ে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে তদন্ত করে মাদক বিক্রি ও সেবন বন্ধে অবদান রাখায় মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল কে স্বীকৃতি স্বরুপ সম্মাননা দেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হয়।<br><br>গত রোববার ৩০ জুলাই চট্টগ্রাম বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম হোটেল সৈকত ব্যাস্কুয়েট হল রুমে তাকে সম্মাননা দেওয়া হয়। চট্টগ্রাম হোটেল সৈকত হল রুমে আয়োজিত মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন , চট্টগ্রাম বিভাগের and nbsp; অতিরিক্ত and nbsp; কমিশনার আনোয়ার পাশা। বিশেষ অতিথি ছিলেন and nbsp; চট্রগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো: জাফরুল্ল্যাহ কাজল, বিজিবি বাংলাদেশ দক্ষিন পূর্ব রিজিয়নের উপ- মহাপরিচালক and nbsp; কর্ণেল এসএম আবুল এহসান পিবিজিএম, চট্টগ্রাম সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা উপপরিচালক আবুল হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা, উপ-পরিচালক হুমায়ুন কবির খোন্দকার।<br>এ দিবসটি উপলক্ষ্যে বিশেষ সাহসিকতায় পুরস্কারও পান মঙ্গলকান্দি ইউপি মোশাররফ হোসেন বাদল।</body></HTML> 2023-08-02 17:57:36 1970-01-01 00:00:00 কৃষি উন্নয়নে সমলয় পদ্ধতি এগিয়ে নিবে দেশের অর্থনীতি http://www.hazarikapratidin.com/details.php?id=115097 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690820071_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690820071_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">সোনাগাজী প্রতিনিধি:</span><br>সোনাগাজী উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আমন ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।<br>কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবিবার (৩০ জুলাই) বিকেলে চরছান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চারা রোপণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।<br><br>এতে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।<br><br>কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো:একরাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা উপ-সহকারী মো: আশরাফ হোসেন পাটোয়ারীর<br>সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, ৬নং চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন,<br>সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল,সোনাগাজী আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্রের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড.মো: আদিল, সায়েন্টিফিক অফিসার আসিফ বিশ্বাস,জেলা ও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা,স্থানীয় কৃষাণ ও কৃষাণী উপস্থিত ছিলেন।<br>এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ।<br><br>খরিপ ২০২২/২৩ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমলয় চাষাবাদ প্রণোদনা কর্মসূচির আওতায়জী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলি এলাকার ৫০ বিঘা জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রদর্শনী বাস্তবায়ন করছে।<br><br>প্রধান অতিথি জহির উদ্দিন মাহমুদ লিপটন তার বক্তব্যে বলেন,ফেনী জেলার মধ্যে একমাত্র বল্ক প্রদর্শনী আজ উদ্বোধন করা হয়েছে, তার কারণ আমাদের দেশে দিন দিন জমির পরিমাণ কমছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনাতন নিয়মে চাষাবাদ করলে খাদ্যেও উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। টেকসই উন্নয়ন ও স্মার্ট কৃষি কে এগিয়ে নিতে কৃষিতে আরও উন্নত প্রযুক্তিতে কৃষি চাষাবাদ প্রয়োজন বলেই সরকার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে অনেক কর্মসূচি হাতে নিয়েছে। কৃষি জমি মোটেও খালি রাখা যাবে না। আমাদের কৃষি জমির যথাযথ ব্যবহার করতে হবে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কম খরচে খুব দ্রুত অল্প সময়ে ধানের চারা রোপন ও ফসল উৎপাদন করা সম্ভব। সময়,টাকা,শ্রম বাঁচাতে সমলয় পদ্ধতি কৃষকদের <br>অনেক দুর এগিয়ে নিয়ে যাবে।<br><br>আলোচনা সভা শেষে উপজেলা চেয়ারম্যান ও অতিথিবৃন্দ রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ব্রি ধান ৮৭ এর আমন ধানের চারা রোপণ করার পদ্ধতি পর্যবেক্ষণ করেন। সেখানে উপস্থিত কৃষকদের এই পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের রোপা আমন ধান চাষাবাদের জন্য উৎসাহিতও করা হয়।</body></HTML> 2023-07-31 22:11:57 1970-01-01 00:00:00 ফেনীর উন্নয়নে সকলের সহযোগিতা চাই http://www.hazarikapratidin.com/details.php?id=115096 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690819760_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690819760_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">ফেনী প্রতিনিধি and nbsp;</span><br><div>ফেনীতে and nbsp; কর্মরত ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে and nbsp; মতবিনিময় করেছেন and nbsp; নবাগত ফেনী জেলা প্রশাসক and nbsp; মুছাম্মৎ শাহিনা আক্তার। সোমবার বিকেলে and nbsp; জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় অংশ নেন বীরমুক্তিযোদ্বা and nbsp; প্রথম আলোর and nbsp; and nbsp; নিজস্ব সাংবাদাতা আবু তাহের, and nbsp; সমকালের জেলা প্রতিনিধি and nbsp; শাহজালাল রতন, and nbsp; আরটিভি, দৈনিক যায় যায়দিনের ফেনী প্রতিনিধি আজাদ মালদার, বাংলাভিশনের ফেনী প্রতিনিধি and nbsp; and nbsp; রফিকুল ইসলাম, and nbsp; ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ and nbsp; and nbsp; শাহাহাদাত হোসাইন, and nbsp; চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি and nbsp; দিলদার হোসেন স্বপন, দৈনিক and nbsp; স্টারলাইন পত্রিকার and nbsp; জাফর উদ্দিন, and nbsp; ভোরের কাগজের and nbsp; শুকদেবনাথ and nbsp; সহ অনেকে। <br></div><div><br></div><div>উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট( এডিএম) and nbsp; অভিষেক and nbsp; দাস ও জেলা and nbsp; তথ্য অফিসার and nbsp; ,এসএমআলামিন। জেলা প্রশাসক and nbsp; and nbsp; শাহীনা আক্তার and nbsp; বলেন and nbsp; ফেনীর and nbsp; মানুষের জন্য and nbsp; কাজ করে, ভালোবাসা নিয়ে বিদায় নিতে চাই। তিনি সাংবাদিকদের and nbsp; কয়েকটি and nbsp; সমস্যার কথা and nbsp; উল্লেখ করে and nbsp; বলেন,কিশোর and nbsp; গ্যাং এর মতো সমস্যার সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন। and nbsp;</div><div><br></div><div>সাহিত্য, সংস্কৃতি ও বিনোদনের and nbsp; অনুষ্ঠান করে and nbsp; এর উত্তরন সম্ভব and nbsp; বলে মনে করেন তিনি। এছাড়া কৃর্ষি জমির মাটি কেটে ফসল উৎপাদন and nbsp; ব্যাহত হচ্ছে and nbsp; মর্মে and nbsp; বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান। দুনীতি সহ বিভিন্ন অনিয়ম কারচুপির অভিযোগের কঠোর হস্তে দমন করা হবে বলে জানান। তিনি and nbsp; আরো বলেন,আমার হাতে কোন অনিয়ম and nbsp; হতে দেবোনা বলে তিনি দৃঢ়চিত্তে জানান। তিনি ফেনীর উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। যে কোন ভাল কাজে</div>পাশে থাকবেন and nbsp; এবং <br>জেলা প্রশাসকের প্রতি and nbsp; কৃতজ্ঞতা জানান এবং and nbsp; সহযোগিতার আশ্বাস দেন and nbsp; সাংবাদিকরা।</body></HTML> 2023-07-31 22:08:53 1970-01-01 00:00:00 কোল পাওয়ার জেনারেশনের পরিচালক হলেন তারেক রায়হান http://www.hazarikapratidin.com/details.php?id=115095 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690819675_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690819675_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সরকারী বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান “কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড” – ‘সিপিজিসিবিএল’ এর ‘পরিচালক’ হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ সোসাইটি অব ডিক্টিমোলজী এন্ড রেসটোরেটিভ জাস্টিস-এর সাংগঠনিক সম্পাদক এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলার কৃতিসন্তান খোন্দকার তারেক রায়হান।<br><br>৩০ জুলাই বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মাকসুদা খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।<br><br></body></HTML> 2023-07-31 22:06:37 1970-01-01 00:00:00 ফেনীতে মহিলা বাস সার্ভিস চালু http://www.hazarikapratidin.com/details.php?id=115094 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690736756_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690736756_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">ফেনী প্রতিনিধি ॥</span><br>ফেনীতে প্রথম বারের মত নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে ফেনী পৌরসভা। রবিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে পৌরসভা প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।<br><br>উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে প্রথম বারের মত পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এ উদ্যোগের ফলে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যেভাবে বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করছে, নারী ক্ষমতায়নে কাজ করছে সেটি মাথায় রেখেই এ উদ্যোগ। নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে মহিলা বাস সার্ভিস ভূমিকা রাখবে বলে জানান তিনি।<br><br>বিশেষ অতিথি বক্তব্যে ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফেনীতে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। ফেনী পৌর মেয়র নাগরিকদের সেবায় সবসময় নতুন নতুন সেবা চালু করছে। তারই ধারাবাহিকতায় এটিও একটি মাইলফলক।<br><br>পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, প্রতিদিন ফেনী জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষা, চিকিৎসাসহ জীবিকার প্রয়োজন মেটাতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এই শহরে । এদের মধ্যে অধিকাংশই হচ্ছে নারী। এই নারীদের কথা চিন্তা করে উদ্যোগটি আমি গ্রহন করেছি।<br> and nbsp;<br>পৌরসভা সূত্র জানায়, শুধুমাত্র মহিলাদের জন্য চালু হওয়া ৩টি বাস প্রাথমিকভাবে ফেনী শহরের মহিপাল থেকে কলেজ রোড, লালপোল থেকে জেলাপ্রশাসক কার্যালয় পর্যন্ত যাত্রী পরিবহন করবে। বাসের চালক পুরুষ হলেও সুপারভাইজার আর হেলপার থাকছে নারী<br></body></HTML> 2023-07-30 23:03:16 1970-01-01 00:00:00 সোনাগাজীতে আ.লীগের উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত http://www.hazarikapratidin.com/details.php?id=115093 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690633739_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690633739_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left"> and nbsp;সোনাগাজী প্রতিনিধি:</span><br>সারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, সন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে উপজেলা মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উন্নয়ন শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। and nbsp; উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা এতে স্বতঃস্ফূর্তভাবে এ উন্নয়ন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।<br>স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ৩ নং মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু করে বক্তার মুন্সি বাজার হয়ে ডাকবাংলা সোনাগাজী-ফেনী and nbsp; সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা জিরো পয়েন্টে এসে শেষ হয়।<br><br><div>২৭ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এই উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন বাহারের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ইউনিয়ন and nbsp; আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খুরশেদ আলমসহ প্রমুখ।</div><div><br></div>শোভাযাত্রায় বক্তারা বলেন, সবাই কে সতর্ক হতে হবে কেউ যেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত না করতে না পারে। and nbsp; তারা আরো বলেন ২০২৩ সালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। দেশের জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ কে নির্বাচিত করে শেখ হাসিনাকে দেশ পরিচালনা করার সুযোগ দিবে এতে কোন সন্দেহ নেই।<br><br><br></body></HTML> 2023-07-29 18:28:21 1970-01-01 00:00:00 দিনভর সংঘর্ষ: ৯০ নেতাকর্মী আটক, ২০ পুলিশ আহত http://www.hazarikapratidin.com/details.php?id=115092 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690633623_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690633623_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশে যুগ্ম কমিশনারসহ ২০ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় বিএনপির ৯০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) বেলা ৩টা ৪০ মিনিটে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।<br><br>তিনি বলেন, আজকের কর্মসূচির জন্য বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর কোনো আবেদন করেনি৷ ফলে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যম ও বিএনপিকে জানানো হয় আজকের কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি৷ অনুমতি না দেওয়ায় আজকের সমাবেশটি ছিল বেআইনি। যখন বিএনপি ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে গাড়িতে আগুন, গাড়ির গতিরোধ, ককটেল নিক্ষেপ ও পুলিশের ওপর অতর্কিতভাবে তার আক্রমণ চালায়।<br><br>এ আক্রমণে ডিএমপির ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনার মেহেদীসহ প্রায় ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর আক্রমণ ঠেকাতে ও গাড়িতে অগ্নিসংযোগ থেকে নিবারণের জন্য তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করা হয়৷ তারা পুলিশের ৮-১০টি গাড়ি ভাঙচুর করেছে, প্রায় ২০টির মতো গণপরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তারা। এর পরিপ্রেক্ষিতে তাদের ওপর বল প্রয়োগ করা হয়৷<br><br>ডিসি ফারুক হোসেন বলেন, এখন পর্যন্ত গ্রেফতার অভিযান ও থানা পুলিশের অভিযানে ৯০ জনকে আটক করা হয়েছে। যারা এসব কর্মকাণ্ড ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হবে।</body></HTML> 2023-07-29 18:25:47 1970-01-01 00:00:00 কম দামে কাঁচা মরিচ বিক্রি নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে নিহত ১ http://www.hazarikapratidin.com/details.php?id=115091 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690633447_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690633447_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">বরিশালে কম দামে কাঁচা মরিচ বিক্রি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে মো. কামাল হোসেন (৩৮) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২৯ জুলাই) সকালে নগরীর কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। কামাল হোসেন নগরীর ২৮ নম্বর ওয়ার্ড কাশিপুরের সৈয়দপুর এলাকার এসকান্দার সর্দারের ছেলে।<br><br>আহতরা হলেন- কাশিপুরের তিনু মাঝির ছেলে মো. আলমগীর হোসেন (৪০), তার ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৪৫) ও মো. জয়নাল আবেদীন (৩৫) এবং একই এলাকার মৃত মো. ইয়াকুব আলীর ছেলে মো. আব্দুল মালেক (৬০)। অভিযুক্ত মো. সোহেল রানা (৫০) কাশিপুর ইছাকাঠি এলাকার সোনাবুদ্দিনের ছেলে।<br><br>নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফরিদ হোসেন বলেন, ভ্যানে কম দামে সবজি ও কাঁচা মরিচ বিক্রি করছিলেন সোহেল রানা। কিন্তু বাজারের সবজি বিক্রেতা এর প্রতিবাদ করেন। এ নিয়ে মারামারির ও ছুরিকাঘাতে ৪-৫ জন আহত হয়েছেন। এর মধ্যে, একজনের মৃত্যু হয়েছে।<br><br>প্রত্যক্ষদর্শী মো. শহিদ জানান, কাশিপুর বাজারের সবজি বিক্রেতারা ২৫০-৩০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছিলেন। শনিবার সকালে সোহেল রানা বাজারের সামনে এসে মাইকিং করে ১২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি শুরু করেন। তখন বাজারের সবজি বিক্রেতারা তাকে ওই দামে কাঁচা মরিচ বিক্রি করতে নিষেধ করেন। কিন্তু সোহেল তাতে রাজি হয়নি। পরে বাজারের সবজি বিক্রেতারা তাকে বেধড়ক মারপিট করেন। একপর্যায়ে সোহেল রানা বস্তা কাটার ছুরি দিয়ে তাদের ওপর চড়াও হন। এলোপাথাড়ি ছুরিকাঘাতে কামালসহ ৪ জন জখম হন। তাদের হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।<br><br>এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন বলেন, ঘটনার পরে ছুরিকাঘাতকারী মরিচ বিক্রেতা সোহেল রানাকে আটক করেছে পুলিশ। তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। <br></body></HTML> 2023-07-29 18:23:33 1970-01-01 00:00:00 সোনাগাজীতে বৃষ্টি উপেক্ষা করে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত http://www.hazarikapratidin.com/details.php?id=115090 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690633073_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690633073_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">সোনাগাজী প্রতিনিধিঃ</span><br>ঝড় বৃষ্টি কে উপেক্ষা করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ২৭ জুলাই উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শরীয়ত উল্যাহ আরিফের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।<br><br>বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক জহিরুল আলম জহির, পৌর সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, উপজেলা কৃষি ও সমবায় সম্পাদক আকবর হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা কমিটির সদস্য খোকন, মোশাররফ মিয়া, চরদরবেশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, মতিগঞ্জের সভাপতি মোহাম্মদ সেলিম, পৌরসভার সভাপতি মাহবুব আলম, সোনাগাজী সদরের সভাপতি নুর আলম প্রমুখ।<br><br>এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মীরা বৃষ্টি কে উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। and nbsp; শুরুতে পৌর চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে নেতাকর্মীরা শ্রদ্ধা জানায়। শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।</body></HTML> 2023-07-29 18:16:57 1970-01-01 00:00:00 সোনাগাজীতে ৪ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে উধাও হয়েছে প্রবাসীর স্ত্রী http://www.hazarikapratidin.com/details.php?id=115089 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690296606_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690296606_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">ফেনী প্রতিনিধি ॥<br>অভিযোগ উঠেছে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডর রোকশানা আক্তার একই এলাকার ট্রাক চালক শান্তর হাত ধরে and nbsp; নগদ অর্থ ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে গেছে।<br>এঘটনায় রোকশানার শাশুড়ী বিবি ফাতেমা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দয়ের করেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। <br><br> and nbsp;জানা গেছে,রোকশানার স্বামী নুরুল হক মিলন সৌদিতে কর্মরত থাকার সুবাধে দেশের বিভিন্ন পারিবারিক কাজের জন্য রোকশানার একাউন্টে টাকা জমা রাখে। সর্বশেষ একাউন্টে ৩লাখের বেশী টাকা ছিলো। এছাড়াও কানের দুল, চেইন সহ কয়েক ভরি স্বর্ণ নিয়ে গত ৫জুলাই শান্তর সাথে পালিয়ে যায়। শান্তও বিবাহিত। তার একটি মেয়ে সন্তান রয়েছে।<br><br>শান্তর মা কহিনুরকে রোকশানার শাশুড়ী বিবি ফাতেমা একাধিকবার তাদের সম্পর্কের (পরকীয়া) বিষয়ে অবগত করলেও তারা তা আমলে না নিয়ে উল্টো বিবি ফাতেমাকে অপমান করে। অন্যদিকে রোকশানার পরিবারকে জানানো হলে রোকশানার ছোট ভাই সোহেল বাড়ীতে এসে তাকে সম্পর্ক না করতে সতর্ক করে যায়। <br><br>ঘটনার দিন বাড়ীর সবাই কাজকর্মে বাহিরে ছিলেন। ছেলে-মেয়েরা মাদ্রাসায় পড়তে গিয়েছিলো। এ সুযোগে রোকশানা নগদ টাকা ও স্বর্ণলংকার এবং কাপড়চোপড় সহ নিয়ে চলে যায়। প্রথমে মাদ্রাসা থেকে রোকশানার মেয়ে বাড়ীতে আসার পর তাকে দেখতে না পেয়ে। এবং জিনিসপত্র এলোমেলো দেখে তার নানুর বাড়ীতে গিয়ে খোঁজ করেও না পেয়ে মোবাইল নাম্বার কল দিলে বন্ধ পাওয়া যায়৷ পরে শান্তর পরিবারকে জানালে তারা বলেন তাদের ছেলে কোথায় গিয়েছে তারা জানেন না। শান্তরও মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।<br><br>পালিয়ে যাওয়া রোকসানার ১৬ বছর বয়সী মেয়ে বলেন, আমি সহ আমার আরো তিন ভাই রয়েছে। আমি কিছুদিন পূর্বে দেখতাম আমার আম্মু মোবাইলে কথা বলছে।এসএমএস করছে। কিন্ত আমাদেরকে দেখতে দিতো না। উনি আমাদেরকে এভাবে রেখে চলে গিয়েছে। তাই উনাকে আমরাও আর চাইনা।<br><br>ট্রাক চালক শান্তর মাতা কহিনুর আক্তার বলেন, আমি আগে থেকেই রোকশানাকে আদর করতাম আমার প্রতিবেশী হিসেবে। আমার ছেলে একটি বিয়ে করেছিলো আমাদেরকে না জানিয়ে। and nbsp; আমরা তা মেনে নিয়েছি। তার একটা ছোট্ট মেয়েও আছে। মানুষের মুখে শুনতেছি সে রোকশানাকে নিয়ে পালিয়ে গিয়েছে। যদি এমন করে থাকে তবে তাকে আর আমার বাড়ীতে জায়গা দেবো না।<br><br>স্থানীয় ইউপি সদস্য ইস্কান্দার রকি বলেন, বিষয়টি আমাকে তাদের পরিবারের থেকে অবগত করে। আমি তাদেরকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলি।<br><br>সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।</body></HTML> 2023-07-25 20:48:46 1970-01-01 00:00:00 পোনা মাছ অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি উদ্বোধন করলেন: সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী http://www.hazarikapratidin.com/details.php?id=115088 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690296312_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><span style="font-weight: bold;"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690296312_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:</span><br>‘‘নিরাপদ মাছে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ (২৪-৩০ জুলাই) ২০২৩ উপলক্ষ্যে সোনাগাজী উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেছেন সোনাগাজী-দাগনভুঞা (ফেনী-৩) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে: জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী।<br><br>জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে সোনাগাজীতে র‍্যালী, উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।<br>আজ (২৫ জুলাই) মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচী পালিত হয়।<br><br>এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে: জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী ।<br>প্রধান অতিথির বক্তব্যে লে: জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি বলেন, মিঠাপানির প্রাকৃতিক উৎস মাছে উদ্বৃত্ত মৌলভীবাজারে উৎপাদন বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে। সোনাগাজীর মহুরি প্রজেক্ট এলাকার and nbsp; মাছ বিদেশে রফতানি হচ্ছে। <br><br>উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে ও and nbsp; মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তূর্য সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন,উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু,সদর ইউপি চেয়ারম্যান উম্মে রুমা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর মুফিজুল হক,উপজেলা সমাজ সেবা অফিসার তারেক,কৃষি অফিসার মো: মাঈন উদ্দিন,উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ানসহ প্রমুখ।<br>অনুষ্ঠানের প্রধান অতিথি আধুনিক পদ্ধতিতে কার্প মিশ্র চাষে বিশেষ সফলতার জন্য দুই জন মৎস্যচাষী মোমিনুল হক,মুহাম্মদ শেখ ফরিদ এবং মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদনে মোশাররফ হোসেন,গলদা ও চিংড়ি উৎপাদনে মোশাররফ হোসাইন কে স্বীকৃত স্বরুপ সম্মাননা ও সনদ প্রদান করেন<br><br>অনুষ্ঠানের আগে একটি মনোজ্ঞ র‍্যালী উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে। এরপর প্রধান অতিথি উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন।<br><br><br></body></HTML> 2023-07-25 20:44:13 1970-01-01 00:00:00 বাংলাদেশ থেকে আরও জনবল নিয়োগে আগ্রহী ইতালি http://www.hazarikapratidin.com/details.php?id=115087 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690286456_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690286456_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">বাংলাদেশ থেকে বিশেষ করে কৃষি ও সেবা খাতে আরও জনশক্তি নিয়োগের আগ্রহ দেখিয়েছে ইতালি।<br><br>জাতিসংঘ খাদ্য ব্যবস্থা শীর্ষ সম্মেলনের ফাঁকে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইতালির তিন মন্ত্রীর সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করা হয়।<br><br>খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরের বৈঠকে থাকা ইতালির মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ইতালি তার সেবা ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায়।<br><br>বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সেসকো ললোব্রিগিদা, স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি ও বিচারমন্ত্রী কার্লো নর্দিওর বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন ড. মোমেন।<br><br>পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালির মন্ত্রীদের বৈঠকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যথাযথ চ্যানেল বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া অবৈধ শ্রমিকদের বিষয়টিও বৈঠকে উঠে এসেছে।<br><br>ড. মোমেন বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বলেছেন, তার দেশ সব সময়ই অবৈধ শ্রমিকদের নিরুৎসাহিত করে।’<br><br>‘বৈধ ও অবৈধ উভয় ধরনের শ্রমিকই ইতালি ও বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে’ উল্লেখ করে শেখ হাসিনা ইতালি সরকারকে সুশিক্ষিত ও দক্ষ অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার কথা বলেন।<br><br>আব্দুল মোমেন বলেন, ‘ইতালি খুবই খুশি, বাংলাদেশ সরকার বৈধ উপায়ে শ্রমিক অভিবাসনে সহায়তা করবে।’<br><br>এছাড়াও প্রধানমন্ত্রী অন্য সরকার ও রাষ্টপ্রধানদের সঙ্গে এফএও সদর দপ্তরে খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডংইউ আয়োজিত সংবর্ধনায় যোগ দেন।<br><br>পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের উপস্থিতিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কার্যক্রম সম্প্রসারণ ও উন্নত করার জন্য ডব্লিউএফপির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।<br><br>বাংলাদেশ সরকার ২০১০ সালে একটি স্কুল ফিডিং পদ্ধতি চালু করে এবং এখন এই কর্মসূচির আওতায় ১০৪টি উপজেলার ১৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৩ লাখ শিক্ষার্থী খাবার পাচ্ছে।<br><br>নতুন চুক্তির আওতায় স্কুল ফিডিং কার্যক্রম ১৫০টিরও বেশি উপজেলায় সম্প্রসারিত করা হবে, যার ফলে সুবিধাভোগীর সংখ্যা ৩৭ লাখ শিক্ষার্থীতে উন্নীত হবে। এছাড়া বিস্কুটের পরিবর্তে ফল, দুধ, রুটি, ডিম ও অন্যান্য পুষ্টিকর খাবার দেয়া হবে।<br><br>ফিডিং কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়ে ড. মোমেন বলেন, এর ফলে ঝরে পড়ার হার ৭ দশমিক ৫ শতাংশ কমেছে এবং প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ১৪ শতাংশ বেড়েছে।<br><br>ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।<br><br><br><br><br></body></HTML> 2023-07-25 18:00:20 1970-01-01 00:00:00 ভোটের আগে আর সংলাপ নয়: ইসি http://www.hazarikapratidin.com/details.php?id=115086 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690286402_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><div><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690286402_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">ভোটের আগে আর কোনো সংলাপ নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনেকার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সংলাপ নিয়ে এখন ভাবছি না। আমাদের সংলাপের আর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না।</div><div><br></div>ইসি আনিছুর বলেন, রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধান চাই। তবে রাজনৈতিক বিষয়ে আমাদের এখতিয়ার নেই। আমরা তফসিল নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।<br><br>তফসিল নিয়ে এখনও আলোচনা হয়নি জানিয়ে তিনি আরও বলেন, অক্টোবরের কথা বলছি না। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন বা ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে, তাহলে ৪৫ দিন আগেই করতে হবে। সামনে আর উপ-নির্বাচন করতে হবে না।<br><br>নতুন দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে এ কমিশনার বলেন, আমরা ২৬ জুলাই পর্যন্ত সময় দিয়েছি আপত্তি জানানোর জন্য। যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছি তাদের আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পরে আমরা এটা নিয়ে বসব।<br><br>উল্লেখ্য, এর আগের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকে। তবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তা বর্জন করে। পরে ফের সংলাপের উদ্যোগ নিলেও বিএনপি ও সমমনাদের সাড়া পায়নি আউয়াল কমিশন। পরে ফের চিঠি পাঠিয়েও কোনো জবাবে পায়নি সাংবিধানিক এ সংস্থাটি। <br><br><br><br><br><br><br><br><br><br></body></HTML> 2023-07-25 17:59:45 1970-01-01 00:00:00 নির্বাচনের আগে-পরের পরিস্থিতির ওপর নজর রাখবে ইইউ: গিলমোর http://www.hazarikapratidin.com/details.php?id=115085 http://www.hazarikapratidin.com/2023/07/25/1690286347_th.jpg <HTML><head></head><body style="font-family: SolaimanLipi; font-size: 16px"><img src="http://www.hazarikapratidin.com/2023/07/25/1690286347_th.jpg" alt="" style="margin-right: 7px;" border="0px" align="left">ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগের এবং পরের পরিস্থিতিতে নজর রাখবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।<br><br>মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন ইইউর বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।<br><br>ইইউর বিশেষ প্রতিনিধি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনের আগে ও পরে মানবাধিকারসহ সব ধরনের পরিস্থিতি নজরে রাখবে ইইউ। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবাধিকার। আমরা সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।<br><br>বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান বলেও মন্তব্য করেন ইমন গিলমোর।<br><br>সম্প্রতি নির্বাচন কমিশনের আমন্ত্রণে বাংলাদেশ সফর করে যাওয়া ইইউর স্বাধীন বিশেষজ্ঞ দল প্রসঙ্গে গিলমোর বলেন, ইইউর প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল সফর শেষে ব্রাসেলসে প্রতিবেদন পেশ করবেন। প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।<br><br>বৈঠকে মানবাধিকার পরিস্থিতি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ইইউর বিশেষ প্রতিনিধি।<br><br>এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন গিলমোর। তার সঙ্গে ছিলেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ( ইইএএস) রাজনৈতিক উপদেষ্টা ভিক্টর ভিলিক। বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত এইচ ই চার্লস হোয়াইটলিসহ চার সদস্যের প্রতিনিধি দল।<br><br>এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।<br><br>উল্লেখ্য, সোমবার (২৪ জুলাই) বাংলাদেশ সফরে আসেন ইমন গিলমোর। এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। সফরের দ্বিতীয় দিনের কর্মসূচিতে ইইউর বিশেষ প্রতিনিধি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।<br><br>বাংলাদেশ সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন গিলমোর। পাশাপাশি তিনি নাগরিক সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় ও ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।</body></HTML> 2023-07-25 17:58:08 1970-01-01 00:00:00