শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের জমি, দুশ্চিন্তায় কৃষক
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Friday, 25 September, 2020 at 5:15 PM

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরসহ বেশ কয়েকটি উপজেলায় আমন ধানের জমি তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
বিশ্বম্ভরপুর উপজেলার কৃষক মোল্লা নাজিম নিজের এক একর জমিতে আমন ধান লাগিয়েছিলেন। টানা বৃষ্টিতে পুরো জমির ফসলই ডুবে গেছে। কিছু ধান গাছ এরই মধ্যে পচে গেছে। আগামী ৩-৪ দিনের মধ্যে পানি না সরলে পুরো জমির গাছই নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা তার।

কেবল বিশ্বম্ভরপুর নয়, জেলার আরও ৫-৬ উপজেলায় একইভাবে আমনের চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওরপাড়ের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বন্যার কারণে এবার বিলম্বে আমন চাষ করেছেন তারা। দুই দফা বন্যায় অনেক বীজতলা ডুবে গেলেও পুনরায় কৃষকরা আমনের আবাদ করেন। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে হাওরের পানি বৃদ্ধি পেয়ে ডুবে গেছে অনেক জমি। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ৬০ হেক্টর আমন জমি ডুবে গেছে বলে দাবি করলেও কৃষকরা বলেছেন, ডুবে যাওয়া জমির পরিমাণ এর চেয়ে কয়েক গুণ বেশি।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রিংকু দাস বলেন, এবার পানি সরতে সময় লাগছে। এর মধ্যেই কখনও টানা বৃষ্টি, আবার কখনও প্রখর রোদ। যার ফলে আমনের ফলন নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, জেলার ১১ উপজেলাতেই এবার আমনের চাষাবাদ হয়েছে এবং লক্ষ্যমাত্রা ছিল ৮১ হাজার ৩৮৭ হেক্টর। কৃষি বিভাগের দাবি, লক্ষ্যমাত্রার চেয়ে এবার ৮ হেক্টর বেশি চাষাবাদ হয়েছে অর্থাৎ ৮১ হাজার ৩৯৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সফর আলী বলেন, ‘এবার বন্যার কারণে আমন বিলম্বে চাষ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে তা এখন আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বৃষ্টিপাত কমে গেলে তেমন একটা ক্ষতি হবে না।’

আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি