শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
ফেনীতে চেয়ারম্যানের ছেলে-ছাত্রলীগ নেতাসহ ৩ মাদক কারবারী আটক
Published : Wednesday, 22 July, 2020 at 4:45 PM, Update: 22.07.2020 5:39:48 PM

রুবেল হোসেন ॥
ছাগলনাইয়ায় ইউপি চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সীমান্তবর্তী শুভপুর পুরাতন বাজার সাহেবের হাট মোবাইল টাওয়ার এলাকা থেকে জাকারিয়া সেতু, তোফাজ্জল হোসেন টিটু ও মো. আরাফাত হোসেন সাদ্দামকে আটক করে বিজিবি। তাদের কাছ থেকে ৯৬ পিস ভারতীয় ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, হকিস্টিক ও স্টিলের চেইন জব্দ করা হয়। আটককৃতরা হলেন- ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ সেলিমের ছেলে জয়চাঁদপুর গ্রামের জাকারিয়া সেতু, পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পূর্ব হরিপুর রেজুমিয়া গ্রামের মোশারফ হোসেন মিলনের ছেলে তোফাজ্জল হোসেন টিটু ও একই ইউনিয়নের ছাগ্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পূর্ব পাঠানগার গ্রামের আবু আহম্মদের ছেলে মো. আরাফাত হোসেন সাদ্দাম। ফেনীস্থ ৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দোজা জানান, মঙ্গলবার মধ্যরাতে বিজিবি’র একটি টহলদল চম্পকনগর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় ৯৬ পিস ভারতীয় ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, হকিস্টিক ও স্টিলের চেইনসহ তিন যুবককে আটক করে। পরে আটককৃতরা তাদের পরিচয় বিজিবিকে নিশ্চিত করে।  ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও ইয়াবা সেবন ও ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। আটককৃত যুবকরা বিজিবিকে জানায় মাদক ক্রয়-বিক্রয়ে তাদের চক্রের সাথে আরো তিনজন জড়িত। আটককৃত তিনজন ও পলাতকদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলার প্রস্তুতি ও আসামী হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে বিজিবি।  
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি