শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
ভারতীয় বোর্ডেকে ৫৪০০ কোটি টাকা জরিমানা
Published : Saturday, 18 July, 2020 at 10:18 AM

ক্রীড়া ডেস্ক ॥
মরার উপর খরার ঘা ভারতীয় ক্রিকেটে। এমনিতেই করোনাভাইরাসের প্রভাবে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডকে (বিসিসিআই)। তার মধ্যে নতুন করে ৪ হাজার ৮০০ কোটি রুপি জরিমানা দিতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে। আট বছর আগের করা এক মামলার প্রেক্ষিতে আইপিএলের সাবেক ফ্র্যাঞ্চাইজিকে এই অর্থ দেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের পক্ষ থেতে নিয়োগপ্রাপ্ত সালিশি। যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকারও বেশি। করোনার দাপটে যথা সময়ে আইপিএলের ১৩তম সংস্করণের আয়োজন এখনও মাঠে গড়ায়নি। তাই বড় ধরনের ক্ষতির মুখে বোর্ডে। এমন পরিস্থিতিতে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের সাবেক ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্সকে (ডিসি) ‘অবৈধ অবসান’ সংক্রান্ত মামলায় ক্ষতিপূরণ দিতে হবে সৌরভ গাঙ্গুলি নেতৃত্বাধীন বিসিসিআইকে।

আইপিএলের প্রথম মৌসুম থেকেই ডেকান চার্জার্স ছিল। যদিও আইন অমান্য করে ২০১২ সালে এই ফ্র্যাঞ্চাইজিকে বরখাস্ত করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। নিয়ম না মেনে এমন কাজ করায় ৫ হাজার ৪০০ কোটি টাকা দিতে হচ্ছে বিসিসিআইকে।  সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সিকে ঠাকুরের তত্ত্বাবধানে পরিচালিত এই সালিশি ডেকান চার্জার্সের পূর্ববর্তী মালিক ডেকান ক্রোনিকাল হোল্ডিংস (ডিসিএইচএল) এর পক্ষে এই অর্থ দেওয়ার নির্দেশ দেয়। ২০১২ সালে হায়দরাবাদ-ভিত্তিক এই প্রতিষ্ঠান ভারতীয় বোর্ড কর্তৃক আইপিএল দলের ফ্র্যাঞ্চাইজির ‘অবৈধ অবসান’-কে চ্যালেঞ্জ করেছিল। ১৫ সেপ্টেম্বর ২০১২, বিসিসিআই লিগের পরিচালনা পরিষদের জরুরি সভা শেষে বরখাস্ত করার কথা ঘোষণা করে।

এক্ষেত্রে দলের তৎকালীন মালিক ডিসিএইচএল বিসিসিআই-এক বরখাস্তের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে আবেদন করেছিল। কিন্তু বোর্ড হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজির জন্য একটি নতুন দরপত্র চালু করেছিল৷ ফলে এই ফ্র্যাঞ্জাইজির মালিকানা কিনে নেয় সান টিভি নেটওয়ার্ক। যা সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্জাইজি নামে আইপিএলে আত্মপ্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ২০১২ সালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সিকে ঠাকুরকে দু’পক্ষের মধ্যে একমাত্র সালিশ হিসাবে নিয়োগ করেছিলেন। এদিন অর্থাৎ ১৭ জুলাই বোর্ডের বিরুদ্ধে সালিশি জিতে নেয় ডিসিএইচএল।
ডেকান চার্জার্স ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত আইপিএলের অংশগ্রহণ করেছিল। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অর্থাৎ আইপিএলের দ্বিতীয় সংস্করণে চ্যাম্পিয়ন হয় হায়দরাবাদ ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজি।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি