শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
ফেনীতে পলাতক আসামী ও ছাগলনাইয়ায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
Published : Friday, 3 July, 2020 at 5:38 PM

ফেনী প্রতিনিধি ॥
ফেনীতে মো. ইয়াকুব (৩১) নামে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে ইয়াকুবকে আটক করা হয়। সে সদর উপরজেলার রতনপুরের আবদুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় দায়ের করা চুরি মামলায় পরোয়ানভুক্ত ছিলো। র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিপাল এলাকায় স্টার লাইন বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মো. ইয়াকুবকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানান, তার বিরুদ্ধে আরও ২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।   এদিকে ছাগলনাইয়ায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুুলিশ। একই সাথে ছিনতাইকৃত ৯১ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ। বুধবার রাতে ছাগলনাইয়া থানা ঘোপাল তদন্ত কেন্দ্র পুুলিশ যৌথ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে। আটকরা হলেন, উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের মো. সামছুদ্দিনের ছেলে রিয়াদ হোসেন রিয়াজ (২৪) ও একই গ্রামের মো. রফিকের ছেলে মাঈন উদ্দিন আজাদ (৩৩)।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, জনৈক এক বৃদ্ধ রাখাল গরু বিক্রির ৯১ হাজার টাকা নিয়ে ঘোপাল এলাকায় যাওয়ার সময় ছিনতাইকারীরা বৃদ্ধ রাখালকে মারধর করে ৯১ হাজার টাকা নিয়ে যায়। পরে তিনি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে। বৃহস্পতিবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।  
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি