বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
চট্টগ্রামে দুই মেয়ে হত্যাকারী সেই পিতার মৃত্যু
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Friday, 3 July, 2020 at 5:20 PM

চট্টগ্রামের পটিয়াতে দুই মেয়েকে গলাটিপে হত্যার পর আত্মহত্যার চেষ্টাকারী সেই পিতারও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। মুখেন্দু বড়ুয়া নামেও ওই ব্যক্তি বুধবার ভোরে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের শশুরবাড়িতে দুই মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে অজ্ঞান অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হলে তিনি আজ মারা যান। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, বুধবার সকালে পুলিশ তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং তার দুই মেয়ের লাশ মর্গে পাঠায়। তবে উদ্ধারের পর থেকে মোখেন্দু বড়ুয়ার জ্ঞান ফিরে আসেনি। এর ফলে তার দুই মেয়ের মৃত্যুসহ ঘটনার বিষয়ে তার কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, বুধবার ভোর রাতে কাশিয়াইশ ইউনিয়নে ৮নং ওয়ার্ড ভান্ডারগাও এলাকায় প্রভাত বড়ুয়া বাড়ির পাশের একটি বাড়ীতে টুকু বড়ুয়া (১৪) ও ছোট বোন নিশু বড়ুয়ার (১১) লাশ পাওয়া যায় এবং পাশপাশি তাদের বাবা মুখেন্দু বড়ুয়াকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. ইউসূফ জানান, মোখেন্দু বড়ুয়া ঢাকায় চাকরি করেন। পাঁচ বছর আগে তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। দুই মেয়ে নানার বাড়িতেই থাকতো। করোনাভাইরাস পরিস্থিতির কারণে লকডাউন হওয়ায় দুই মাস আগে মুখেন্দু বড়ুয়া গ্রামে এসে শশুরবাড়িতে ওঠেন।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি