বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Saturday, 6 June, 2020 at 9:26 AM

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক প্রধান তথ্য কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গোলাম রহমান। তার পরিবারের পাঁচ সদস্যের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে আছেন তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও একজন গৃহ পরিচারিকা। এর মধ্যে তার স্ত্রীকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে এখন প্লাজমা থেরাপি দেয়া হচ্ছে৷ বাকিরা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

অধ্যাপক গোলাম রহমান গণমাধ্যমকে জানান, গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়৷ এরপর পরীক্ষা করালে তিনিসহ পরিবারের অন্য সদস্যদেরও করোনা সংক্রমণ শনাক্ত হয়৷ তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়৷ এখন তাকে প্লাজমা থেরাপি দেয়া হচ্ছে৷ অধ্যাপক গোলাম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক। তিনি প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যানের দায়িত্বে আছেন।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি