শিরোনাম: |
এক কোটি প্রবাসী দেশে ফিরবে, ভয় হয়!
|
![]() পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এ বছরেই দশ লক্ষ প্রবাসী দেশে ফিরবে এবং পর্যায়ক্রমে এক কোটি প্রবাসী দেশে চলে আসবে। করোনার বিপদের দিনে এটিও একটি উদ্বেগজনক খবর। এই বিপুল পরিমান জনগোষ্ঠীকে কিভাবে সামাল দিবে বা কাজে লাগাবে এটা ভেবে কুল কিনারা পাই না। সারাপৃথিবীতে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। ফলে প্রবাসী শ্রমিকদের কেউ আর রাখতে চাইছে না। এদিকে ওমান সরকার ঘোষণা করেছে প্রত্যেক প্রতিষ্ঠানে বিদেশীদের বাদ দিয়ে দেশীয় লোকদের নিয়োগ দিতে হবে। এবাবে সারা পৃথিবী প্রবাসীদের উচ্ছেদ করবে। সব দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। কারও পক্ষেই আর বিদেশীদের জায়গা দেয়া সম্ভব নয়। এই করোনার কারণে পৃথিবীর কি করুন অবস্থা হয় তা এই মূহুর্তে পরিষ্কার করে বলা না গেলেও পরিস্থিতি ভয়ঙ্কর হবে তাতে কোন সন্দেহ নাই। যেই সিঙ্গাপুরের অর্থনৈতিক ভিক্তি খুবই মজমুত সেখান থেকেও প্রবাসীরা দেশে চলে আসার প্রস্তুতি শুরু করেছে। বিদেশে যারা ব্যবসা করে তাদেরও কোন ব্যবসা নাই। ফলে তাদেরও গত্তন্তর নাই। বাংলাদেশে এমনিতেই বিপুল পরিমান বেকার রয়েছে। করোনার কারণে আরও অনেকেই বেকার হয়ে পড়বে। তার ওপর আসছে বিপুল পরিমান প্রবাসীরা। দেশের কি হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। লেখক উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক সংসদ সদস্য। |