বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
ফেনীতে ৯৯১ বিদেশফেরত হোম কোয়ারেন্টিনে
Published : Sunday, 29 March, 2020 at 5:04 PM

ফেনী প্রতিনিধি ॥
নভেল করোনা (কেভিট-১৯) ভাইরাসের সংক্রমণ এড়াতে ফেনীতে গত ২৪ ঘন্টায় ফেনীতে হোম কোয়রেন্টিনে গিয়েছে ৩০ জন বিদেশফেরত। জেলায় মোট ৯৯১ বিদেশফেরত বর্তমানে হোম কেয়ারেন্টিনে রয়েছে, তাদের সাথে হোম কেয়ারেন্টিনে রয়েছে তাদের পরিবারের সদস্যরাও।
অপরদিকে গত ২৪ ঘন্টায় হোম ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ১৩৯ জনের। এ পর্যন্ত মোট ৪৬৩ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। যেসব বিদেশ ফেরতদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে তাদেরকে মৌখিক ছাড়পত্র দিয়ে পর্যবেক্ষণে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
ফেনীর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার তাহসিন নুর অমি শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, বিমান বন্দরের তথ্যানুযায়ী জেলায় এ র্পযন্ত ৫৩০০ জনের বেশি প্রবাসী বাড়ি ফিরেছেন। তিনি জানান, কোয়ারেন্টিনে থাকা সকলকে নিবিড়পর্যবেক্ষণে রেখেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা স্বাস্থ বিভাগ।
কোয়ারেন্টাইনে থাকা লোকদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী। এদের কোন তথ্য না থাকায় তাদেরকে হোম কোয়রেন্টাইনের আওতায় আনাসম্ভব হচ্ছে না। ইমিগ্রেশন থেকে যে তথ্য দেয়া হয়েছে সে ঠিকানা অনুযায়ী তাদেরকে পাওয়া না যাওয়ায় হোম কোয়ারেন্টাইন দেয়া সম্ভব হচ্ছে না। এর বাইরে জেলা প্রশাসন এবং স্থানীয় চেয়াম্যান মেম্বারদেরও দায়িত্ব দেয়া হয়েছে দেখাশুনা করার জন্য। সিভিল পোশাকে পুলিশও কোয়ারেন্টাইনে থাকা লোকজনকে পর্যবেক্ষণ করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন মানার নির্দেশনা দেয়া হয়েছে। যারা এ নির্দেশনা মানবেনা না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে কোয়ারেন্টিনে থাকা লোকজনের সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে তাদের পরিচয় গোপন করা হয়েছে। জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান জানান, প্রবাসী অধ্যুষিত ফেনীতে করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। এখানকার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মাধ্যমে প্রবাসফেরতদের হোম কোয়ারেন্টাইন পালনে বাধ্য করা হচ্ছে।
এদিকে মাঠে রয়েছে সেনা বাহিনী। তারা বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকা এবং সকল জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেছেন।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি