শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
করোনার চিকিৎসায় ব্যবহৃত হবে ম্যালেরিয়ার ওষুধ!
Published : Tuesday, 24 March, 2020 at 9:05 PM

আন্তর্জাতিক ডেস্ক ॥
কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, করোনার চিকিৎসায় অত্যন্ত ভালো ফল দিচ্ছে অ্যান্টি-ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সি-ক্লোরোকুইন। এবার ভারতও সেই ওষুধেই ছাড়পত্র দিয়েছে। সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে করোনাভাইরাস সংক্রমণের অতি-ঝুঁকিতে থাকা ব্যক্তিদের হাইড্রোক্সি-ক্লোরোকুইন দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
যারা ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের পরিবারের লোকজন ছাড়াও সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অ্যান্টি-ম্যালেরিয়ার এই ওষুধ দেয়ার পরামর্শ দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। তারপরও করোনাভাইরাসের জন্য গঠিত মেডিকেল টাস্কফোর্সের হুঁশিয়ারি, সংক্রমিত হওয়া এড়াতে এটাই যথেষ্ট নয়। সবাইকে সব প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও বলেছে মেডিকেল টাস্কফোর্স। করোনা নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক অনুসন্ধান ও প্রি-মেডিকেল ডেটা বিশ্লেষণ করেই হাইড্রোক্সি-ক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দিয়েছে ন্যাশনাল টাস্কফোর্স। সংক্রমণের অতি ঝুঁকিতে থাকা লোকজনকে কতটা মাত্রায় অ্যান্টি-ম্যালেরিয়ার এই ওষুধ দেয়া হবে, সেটাও জানিয়ে দেয়া হয়েছে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া এই প্রস্তাবে সম্মতি দিলেও সতর্ক করে বলা হয়েছে, জরুরি পরিস্থিতি ছাড়া এই ওষুধ কেউ নিজের ইচ্ছেমতো ব্যবহার করতে পারবেন না। এদিকে ইতোমধ্যেই করোনাভাইরাসের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ দেয়ার অনুমতি দিয়েছে জর্ডান। এখনও এই ভাইরাসের প্রতিষেধক ওষুধ তৈরি হয়নি। এমন পরিস্থিতিতে মানুষকে কিভাবে বাঁচানো সম্ভব তার জন্য প্রতিনিয়ত গবেষণা করে চলেছেন বিশ্বের বহু চিকিৎসক।
তবে রোগীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় আমেরিকা ও ইউরোপের বিভিন্ন গবেষণার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে জর্ডান সরকার। এমনকি পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সাধারণ ক্রেতারা যেন ওষুধ মজুদ করতে না পারে সে জন্য ওষুধ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে জর্ডানে।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি