শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
ধোনি আইপিএলই খেলুক, জাতীয় দলে দরকার নতুন মুখ
Published : Friday, 28 February, 2020 at 5:16 PM

ক্রীড়া ডেস্ক ॥
ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সাফল্য ও পরিসংখ্যানের বিচারে তিনিই সর্বকালের সেরা। তবু সময়কাল, পরিস্থিতি ও দলীয় শক্তিমত্তার বিচারে সৌরভ গাঙ্গুলি ও কপিল দেবের নামও উচ্চারিত হয় জোরেশোরে।
এদের মধ্যে আবার কপিল ও ধোনি আবার একটি জায়গায় আলাদা। ভারত এখনও পর্যন্ত জিতেছে দুইটি ওয়ানডে বিশ্বকাপ। প্রথমটি ১৯৮৩ সালে, কপিল দেবের নেতৃত্বে। আর পরেরবার ২০১১ সালে, মহেন্দ্র সিং ধোনির অধীনে। এরপর ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছেন ধোনি। এর আগে জিতেছিলেন ২০০৭ সালে বিশ্ব টি-টোয়েন্টির শিরোপা। তবে সেসবই এখন অতীত। সোনালী সময় পেরিয়ে ধোনি এখন ক্যারিয়ারের শেষপর্যায়ে। ইংল্যান্ডের মাটিতে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আর ভারতের হয়ে খেলা হয়নি এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের। প্রথমে স্বেচ্ছা বিশ্রাম আর পরে নির্বাচকদের বিবেচনায় প্রায় ৭ মাস ধরে জাতীয় দলের বাইরে ধোনি।
এমতাবস্থায় দেশটির অনেক সাবেক রথী-মহারথী ক্রিকেটারই শেষ দেখে ফেলেছেন ধোনির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের। ভারতের হেড কোচ রবি শাস্ত্রী অবশ্য আশ্বাস দিয়েছেন শেষ সুযোগের, জানিয়েছেন এবারের আইপিএলে ভালো করতে পারলে জাতীয় দলের দরজা খুলতেও পারে ধোনির জন্য। শাস্ত্রীর এমন আশ্বাসের সঙ্গে আবার পুরোপুরি একমত হতে পারেননি ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তার মতে, ধোনি আইপিএল খেলুক, তা ঠিক আছে। তবে জাতীয় দলের জন্য আর ধোনিকে বিবেচনা না করাই ভালো। অন্য অনেকের মতো, কপিলও শেষ দেখে ফেলেছেন ধোনির ক্যারিয়ারের।
বৃহস্পতিবার নয়ডায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্রিকেটীয় আলোচনায় কপিল বলেন, ‘আইপিএল তো শুধু ধোনি একাই খেলবে না! আমি তরুণ মুখ খুঁজছি, যারা আগামী ১০ বছর ভারতকে গর্বিত করতে পারবে। আমি মনে করি ধোনি ভারতের হয়ে এরই মধ্যে অনেক করে ফেলেছে। সে এখন সায়াহ্নে আছে। আমি তার ভক্ত। আইপিএলে তাকে দেখতে আমারও ভালো লাগবে। কিন্তু (জাতীয় দলের জন্য) আমি পরবর্তী প্রজন্ম খুঁজে বেড়াচ্ছি।’
তিনি আরও যোগ করেন, ‘ধোনির ভক্ত হিসেবে চিন্তা করলে, আমিও চাইবো যে সে যেনো (২০২০ সালের) টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলে। কিন্তু ক্রিকেটার হিসেবে ভাবলে, এটা পুরোপুরি নির্ভর করে টিম ম্যানেজম্যান্টের ওপর। গত একবছর সে কিছুই খেলেনি। জাতীয় দলে আসার জন্য তাকে অনেক ম্যাচ খেলতে হবে। ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের জন্য, ভিন্ন ভিন্ন মানদণ্ড ঠিক করা উচিৎ নয়।’







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি