শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
সীমান্ত হত্যা: ৩০ দিন ধরে ঢাবি শিক্ষার্থীর অবস্থান
Published : Monday, 24 February, 2020 at 9:33 PM

ঢাবি প্রতিনিধি:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে হত্যার বিচারের দাবিতে টানা ৩০ দিন ধরে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসির আবদুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান নেয়া এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএতে পড়ছেন। তিনি গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কর্মী।
সীমান্ত হত্যা বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান নাসির। এরই মধ্যে অবস্থান কর্মসূচি থেকে এক পরীক্ষায় অংশ নিয়েছেন নাছির। তবে অংশ নিতে পারছেন না নিয়মিত ক্লাসে।
নাসির বলেন, ‘সীমান্তে বিএসএফ প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে নির্বিকার, যা খুবই দুঃখজনক। বাংলাদেশের কোনো নাগরিক কোনো অপরাধ করলে তা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। গুলি করে হত্যা কোনো সমাধান নয়।’ প্রতিবাদী এই শিক্ষার্থী বলেন, ‘নির্বিচারে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে সারাদেশের মানুষের উচিত ছিল জেগে ওঠা।কিন্তু তা হচ্ছে না। তাই আমি নিজেই এর বিচারের দাবিতে অবস্থান নিয়েছি।’ নাসির সীমান্ত হত্যা বন্ধের পাশাপাশি সীমান্ত সমস্যার সমাধানও চান।
গত ২৫ জানুয়ারি সন্ধ্যা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু করেন নাসির। এরই মধ্যে তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অনেকেই সংহতি জানিয়েছেন। সংহতি জানানো শিক্ষার্থীরা অবস্থানস্থলে বাঁশ ও কাপড় দিয়ে তার জন্য ছোট একটি প্যান্ডেলও করে দিয়েছেন।
এদিকে জনসাধারণকে সীমান্ত হত্যা সম্পর্কে অবগত করা এবং গণস্বাক্ষরের মাধ্যমে জনসমর্থন নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইনি সংস্থার কাছে সীমান্ত সমস্যার বিষয়টি তুলে ধরার উদ্দেশে রবিবার বিকালে রাজু ভাস্কর্যের পাদদেশে সংহতি ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা যায়, কর্মসূচিটির উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহাম্মদ। 


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি