শনিবার, ২০ এপ্রিল, 2০২4
বার্সার গোলের রেকর্ড
Published : Sunday, 23 February, 2020 at 8:43 PM

ক্রীড়া ডেস্ক ॥
সর্বোচ্চ গোলের দৌড়ে রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে গেল বার্সেলোনা। শনিবার রাতে (২২ ফেব্রুয়ারি) এইবারের বিপক্ষে ৫-০ গোলে জেতার পর লা লিগায় বার্সেলোনার গোল হলো ৬ হাজার ১৫১টি। লেভান্তের মুখোমুখি হওয়ার আগে রিয়ালের গোল ছিল ৬ হাজার ১৫০টি। এইবারের বিপক্ষে বার্সার জয়ের নায়ক লিওনেল মেসি।
 তিনি একাই করেন ৪ গোল। ম্যাচের ১৪তম মিনিটে প্রথম গোল করার পর ৩৭তম মিনিটে আরও একটি গোল করেন মেসি।
বিরতিতে যাওয়ার আগে গোলের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। দলের ও নিজের তৃতীয় গোলটি করে খেলার ৪০তম মিনিটে। এরপর খেলার শেষ সময়ে গিয়ে আরও একটি গোল করেন তিনি। ৮৭তম মিনিটের মেসির চতুর্থ গোলের ২ মিনিট পর (৮৯ মিনিটে) গোল করে ব্যবধান আরও বাড়ান আর্থার।
এ দিকে স্পেনের ফুটবল ইতিহাসে রিয়াল মাদ্রিদকে ছাপিয়ে বার্সা এ দিন সব চেয়ে বেশি গোলের নজিরও গড়ে ফেলল। রিয়াল করেছে ৬১৫০ গোল। বার্সা সেখানে ৬১৫১।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি