বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট দেখতে চাই
Published : Monday, 27 January, 2020 at 10:08 PM

স্টাফ রিপোর্টার॥
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারের সময় দলটির কর্মী-সমর্থকদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষের যে ঘটনা ঘটেছে সেটা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। একইসঙ্গে এই হাইকমিশনার দুই সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান বলেও জানান। রবিবার বিকালে রাজধানীর গোপীবাগে ইশরাক হোসেনের বাসায় সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।
ডিকসন বলেন, ‘আমরা চাই দুই সিটির নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হোক। আমি আশা করবো, একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি। তবে নির্বাচন কেন্দ্র করে কোনো প্রার্থীর ওপর হামলা কিংবা সংঘর্ষের ঘটনা মোটেও প্রত্যাশিত নয়।’
এর আগে দুপুরে রাজধানীর টিকাটুলী মোড় থেকে ইশরাক হোসেন কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে সেন্ট্রাল উইমেন্স কলেজের গলিতে ঢোকার সময় কলেজের মূল ফটকে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আওয়ামী লীগ সমর্থিত ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রোকনউদ্দিন আহমেদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রবার্ট ডিকসন বলেন, ‘আমি সব মেয়র প্রার্থীর সঙ্গে দেখা করছি। এরই অংশ হিসেবে আজ বিএনপির প্রার্থীর সঙ্গে দেখা করতে এসেছি। আমি নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি। তারা কীভাবে নির্বাচন পরিচালনা করছেন সে বিষয়ে জেনেছি।’




সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি