শিরোনাম: |
ধর্ষণ শেষে শিশুটির হাতে ১০ টাকা ধরিয়ে দিতেন তিনি
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() বুধবার (২০ নভেম্বর) উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা গ্রামে গ্রেফতারকৃতর চালকলে ( ধান-চাল ভাঙ্গানোর কারখানা) এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টার দিকে ধর্ষণের স্বীকার শিশুটি বুদ্দু মিয়ার চালকলে চাল গুড়ো করতে গেলে শিশুটিকে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে বুদ্দু মিয়া। শিশুটির খোঁজ নিতে চাল মিলে গেলে ধর্ষণের দৃশ্য চোঁখে পরে শিশুটির বড় ভাইয়ের। পরে তার ডাক চিৎকারে স্থানীয়দের হাতে ধরা পরে বুদ্দু মিয়া। শিশুটি জানায়, এর আগেও অনেকবার তাকে চালকলে নিয়ে অসভ্য কাজ (ধর্ষণ) করেছে বুদ্দু মিয়া। এরপর হাতে দশ টাকা ধরিয়ে দিয়ে কাউকে বিষয়টি না বলার জন্য ভয় দেখিয়ে ছেড়ে দিতো বলে জানায় শিশুটি। ধর্ষিত শিশুটির পরিবার খুবই দরিদ্র। সেই সুযোগে বুদ্দু মিয়া এমন জঘন্য কাজ করেছে দাবি করে বুদ্দু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হারিছুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃত বুদ্দু মিয়া। শিশুটিকে মেডিকেল পরিক্ষার জন্য নেয়া হচ্ছে বলেও জানান তিনি। |