শুক্রবার, ১৯ এপ্রিল, 2০২4
ছিটমহলবাসীদের ফ্ল্যাট দেবেন মমতা
Published : Tuesday, 19 November, 2019 at 9:02 PM

 আন্তর্জাতিক ডেস্ক ॥
পশ্চিমবঙ্গের সাবেক ছিটমহলবাসীদের ফ্ল্যাট দেয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাদের ২৪ থেকে ৪১ লাখ টাকা মূল্যের ফ্ল্যাট উপহার দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার রাজ্যের কোচবিহারের ইন্ডোর স্টেডিয়ামে কর্মীসভায় এ ঘোষণা দেন তিনি। লোকসভা নির্বাচনের পর এটাই তার প্রথম কোচবিহার। এদিন মমতা বলেন, কাশ্মীরে অনেকে কাজ করতে গিয়েছিলেন। বাংলাতেও ভিনরাজ্যের শ্রমিক কাজ করতে আসেন। যারা ফেরত এসেছেন তাদের ৫০ হাজার টাকা করে দেয়া হবে। জীবন ফেরানো যাবে না, মৃতদের পরিবারের জন্য কিছু করা যাবে। তিনি বলেন, বুলবুলে অনেক ক্ষতি হয়েছে। পৌনে দুই লাখ মানুষকে উদ্ধার করেছি। বুলবুলের জেরে ৬ লাখ মানুষ অসহায় হয়েছেন। সরকার তত্পর না-হলে আরও ক্ষতি হতো। বাংলা সব মানুষকে রক্ষা করে। ভয় নেই, আপনারা সবাই নাগরিক। এদিন কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজা দেন মমতা। রাসমেলা চলাকালীন কোচবিহারে মদনমোহন মন্দিরে যান তিনি। পুজার পাশাপাশি আরতি দেখেন।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি