বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
যুবকের হাত ধরে তিন সন্তানের জননী উধাও, বিপাকে স্বামী
Published : Monday, 18 November, 2019 at 8:19 PM

 জেলা প্রতিনিধি ॥
কিশোরগঞ্জ ভৈরবে তানভীর (১৮) নামে এক যুবকের হাত ধরে তিন সন্তানের জননী আবুনি বেগম (৩৬) ছোট সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়ের সন্ধান চেয়ে গতকাল রোববার (১৭ নভেম্বর) রাতে থানায় জিডি করেছে দুই পরিবার। আবুনি বেগম ভৈরব পৌর এলাকার কালীপুর গ্রামের পিয়ার মিয়া স্ত্রী। আর তানভীর তাদের প্রতিবেশী প্রবাসী খলিল মিয়ার ছেলে। পিয়ার মিয়ার দাবি- তানভীর গত বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন। পালানোর সময় তার ঘরে রাখা লাখ টাকাসহ শিশুপুত্র রিফাতকে নিয়ে গেছে স্ত্রী। অপরদিকে তানভীরের মা স্বপ্না বেগমের দাবি- তার ছেলে তানভীর পাঁচদিন ধরে নিখোঁজ। গত বুধবার (১৩ নভেম্বর) পিঠা খেয়ে বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। ছেলে তানভীরকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার (১৭ নভেম্বর) রাত ৯টায় উভয় পরিবারের পক্ষ থেকে ভৈরব থানায় দুটি জিডি করা হয়। এটি প্রকৃতপক্ষে প্রেমঘটিত ঘটনা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৮টায় পালিয়ে যাওয়া আবুনি বেগমের স্বামী পিয়ার মিয়া ভৈরব থানায় তার জামাতা উজ্জল মিয়াকে নিয়ে উপস্থিত হন। এ সময় তিনি থানার পরিদর্শক (তদন্ত) বাহারুল খাঁন বাহারকে ঘটনাটি জানান।
পিয়ার মিয়া বলেন, আমি ঢাকায় মাছের ব্যবসা করি। আমার এক ছেলে ও দুই মেয়ে। তার মধ্য বড় মেয়েকে বিয়ে দিয়েছি। ব্যবসার ব্যস্ততায় ঢাকা থেকে প্রতি মাসে ১/২ বার বাড়ি আসতাম। সংসার খরচ চালানোসহ বাসায় সব সময় লাখ টাকা রাখতাম। তানভীর প্রায়ই আমার বাসায় এসে স্ত্রীর সঙ্গে আড্ডা দিত। আমার মেয়ের কাছ থেকে আগেই ঘটনাটি জেনে তানভীরকে আমার বাসায় আসতে নিষেধ করেছি। ঘটনাটি প্রেমঘটিত কি-না জানি না, তবে ছেলেটি গভীর রাত পর্যন্ত আমার বাসায় থাকত যা আমার মেয়ে আমাকে বলেছে। প্রতিবাদ করলে ছোট মেয়েকে তার মা মারধর করত। স্ত্রীকে শাসন করেও থামাতে পারিনি।
তিনি আরও বলেন, গত বুধবার বাসা থেকে সে লাখ টাকাসহ আমার একমাত্র ছেলে রিফাতকে (১১) নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে আমি ঢাকা থেকে বাড়িতে এসে আত্মীয়- স্বজনসহ অনেক স্থানে খুঁজেও পাঁচদিন যাবত তাকে পাচ্ছি না। ঘটনার দুদিন পর আমার স্ত্রী এক অপরিচিতি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে বলেছে- আমি তোমার সংসার করবো না। তুমি বেশি বাড়াবাড়ি করবে না। এ কথা বলে ফোন কেটে দেয়। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই তার সঙ্গে। এ সময় তিনি আবুনিকে না পেলেও ছেলেকে ফিরে পেতে চান বলে জানান। তার কথা শেষ হওয়ার পরই তানভীরের মা স্বপ্না বেগম বলেন, আমার ছেলেকে পাঁচদিন যাবত খুঁজে পাচ্ছি না। কে বা কারা আমার ছেলেকে অপহরণ করেছে জানি না। এ সময় পুলিশের পরিদর্শক বাহারুল খাঁন বাহার তাকে বলেন, আপনার ছেলে প্রতিবেশী আবুনি বেগমকে নিয়ে পালিয়ে গেছে বলে তার স্বামী পিয়ার মিয়া অভিযোগ করছেন। এ বিষয়ে তার মা কিছুই জানেন না বলে পুলিশকে জানান।
দুই পক্ষের অভিযোগ শুনে পুলিশ পরিদর্শক উপায় না দেখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. শাহীনকে ফোনে ঘটনাটি জানান। তিনি দুই পক্ষের দুটি জিডি নিতে বলেন। দুই পক্ষই জিডিতে উল্লেখ করেছে তারা নিখোঁজ হয়েছে। ভৈরব থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত) বাহারুল খাঁন বাহার বলেন, চাকরি জীবনে আমি এমন ঘটনার সম্মুখীন হয়নি। নতুন অভিজ্ঞতায় ওসির পরামর্শে ব্যবস্থা নিলাম। জিডি করেছে দুই পরিবারের পক্ষ থেকে। এখন দেখি পুলিশের চেষ্টায় দুজনকে উদ্ধার করতে পারি কি-না। দুজনকে পাওয়া গেলে ঘটনার আসল রহস্য উদঘাটন হবে।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি