শিরোনাম: |
জেডিসি পরীক্ষায় প্রক্সি: কেন্দ্র সচিবসহ ৮ শিক্ষার্থী আটক
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() শনিবার (১৬ নভেম্বর) ভান্ডারিয়ায় ইকড়ি ইউনিয়নের বোথলায় অবস্থিত বিপিএম দাখিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কেন্দ্র সচিব মাওলানা আমির হোসেন, মাদরাসা সুপার সিদ্দিকুর রহমান, মমিনুল ( ১৪), বায়োজিদ (১৪), মুনিয়া (১৬), রুমি (১৫), নুপুর (১৭), সোনিয়া (১৫)। সূত্রে জানা যায়, উপজেলার ইকড়ি ইউনিয়নের বিপিএম দাখিল মাদরাসা কেন্দ্রে ১১ টি মাদরাসার ৩৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে আসছেন। শনিবার ওই কেন্দ্রে জেডিসি পরিক্ষার শেষে দিনে ইংরেজী পরিক্ষা চলছিল। সেখানে বেশ কিছু শিক্ষার্থীরা প্রক্সি দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলাম অভিযান চালিয়ে প্রক্সি দেয়ার প্রমাণ মিললে ৬ পরীক্ষার্থীকে হল থেকে হাতেনাতে আটক করে থানা পুলিশ। এ সময় পরীক্ষার্থীদের সহযোগিতার অভিযোগে বিপিএম দাখিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের সচিব এবং ওই মাদরাসার সুপার মাওঃ আমির হোসাইন ও হরিনপালা সিদ্দিকিয়া নেছারীয়া দাখিল মাদরাসার সুপার মো. সিদ্দিকুর রহমানকে আটক করা হয়। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফরিদ হোসেন এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রর পরিদর্শক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. এমাদুল হক বাদী হয়ে কেন্দ্র সচিবকে প্রধান আসামি করে ১২ জনের নামে মামলা করেন। |