শিরোনাম: |
ককটেল ফাটিয়ে-গুলি করে দুই স্বর্ণের দোকানে ডাকাতি
হাজারিকা অনলাইন ডেস্ক
|
![]() চলে যাওয়ার সময় তারা এলোপাতাড়িভাবে ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়ে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় দোকান মালিক দেবেন্দ্র কর্মকার দেবু পেটে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে নেয়া হয়েছে। ডাকাতির ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মানিক চন্দ্র পাল আরও জানান, তার দোকান থেকে ৬০-৭০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা। দিপা জুয়েলার্সের মালিক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাৎক্ষণিকভাবে তার দোকানের লুটের পরিমাণ জানা যায়নি। শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। আশা করি খুব দ্রুতই ডাকাতির মালামাল ও জড়িতদের ধরতে পারবো। |