বৃহস্পতিবার, ২৮ মার্চ, 2০২4
লাদেন ছিলেন পাকিস্তানের হিরো : পারভেজ মোশাররফ
Published : Thursday, 14 November, 2019 at 7:18 PM

 আন্তর্জাতিক ডেস্ক ॥
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এক সাক্ষাৎকারে বলেছেন মার্কিন অভিযানে নিহত সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন এবং জালাল উদ্দিন হাক্কানী ছিল পাকিস্তানের হিরো। ভারতীয় টেলিভিশন এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। পাকিস্তানের রাজনীতিবিদ ফরহাতুল্লাহ বাবার বুধবার তারিখ উল্লেখ না থাকা একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে শেয়ার করেছেন। সেই সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে এমনটা বলতে শোনা গেছে। এনডিটিভির প্রতিবেদনে এও জানানো হয়েছে যে, সাক্ষাৎকারে পারভেজ মোশাররফ বলেছেন, ‘কাশ্মীরিরা পাকিস্তানে আসলে তাদের নায়কের মতো সম্ভাষণ জানানো হয়। আমরা তাদেরকে প্রশিক্ষণ ও সমর্থন দিয়ে থাকি। আমরা তাদের মুজাহেদীন ভাবি, যারা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করবে।’
সাবেক এই পাক প্রেসিডেন্ট আরও বলেন, ‘লস্কর-তৈয়বার মতো বেশ কিছু সশস্ত্র সংগঠন ওই সময়ে গড়ে উঠেছে। সেসব জিহাদী আমাদের হিরো।’ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন ও আফগানিস্তানের জঙ্গিপ্রধান জালালুদ্দিন হাক্কানী ছিল পাকিস্তানের হিরো।’ সেনাপ্রধান থেকে প্রেসিডেন্টের পদ দখল করা অবসরপ্রাপ্ত এই জেনারেল বলেন, ‘১৯৭৯ সালে পাকিস্তানের সুবিধা ও সোভিয়েত ইউনিয়নকে বিতাড়িত করতে আফগানিস্তানে ধর্মীয় জঙ্গিবাদের পত্তন ঘটে। আমরা সারা বিশ্ব থেকে মুজাহেদীন নিয়ে এসে তাদের প্রশিক্ষিত করে অস্ত্র সরবরাহ করতাম।’
তিনি আরও বলেন, ‘আমরা তালেবানকে প্রশিক্ষিত করে পাঠিয়েছি। তারা আমাদের হিরো। হাক্কানি ছিলেন আমাদের হিরো। ওসমা বিন লাদেন ছিলেন আমাদের হিরো। আয়মান আল-জাওহারি আমাদের হিরো। তারপরই গোটা বিশ্বের পরিস্থিতি বদলে যায়। বিশ্ব এই বিষয়টাকে পৃথক করে দেখতে শুরু করে। এখন আমাদের হিরোরা ভিলেনে পরিণত হয়েছে।’



সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি