শিরোনাম: |
নানা হচ্ছেন ডিপজল
|
![]() চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল নানা হচ্ছেন। তার কন্যা ওলিজা মনোয়ার মা হতে চলেছেন। রোববার (১০ নভেম্বর) দুপুরে তিনি নিজেই ফেসবুকে দেয়া এক পোস্টে এখবর জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে ওলিজা মনোয়ার স্বামীর সঙ্গে গর্ভবতী অবস্থায় তিনটি ছবি পোষ্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন। পারিবারিক সূত্রে জানা গছে।, নানা হওয়ার খবরে ভীষণ খুশী দাপুটে অভিনেতা ডিপজল। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: ওলিজা আমার খুব আদরের মেয়ে। বিবাহিত জীবনে সে সুখী। এবার তার ঘরে নতুন অতিথি আসছে। সে আমারও কাঙ্ক্ষিত অতিথি। সবার কাছে তাদের জন্য দোয়া চাই। গেল বছর জুনে মেয়ের বিয়ে দেন ডিপজল। তার মেয়ের জামাতার নাম অর্পণ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পারিবারিকভাবে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারপর গেল বছর ২৮ জুন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওলিজা লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। ফিল্ম অ্যান্ড মিডিয়া ও মেকআপ নিয়েও পড়াশোনা করেছেন ডিপজলকন্যা। ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ঢাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে। |