শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
বায়ুদূষণে এবার দেবতার মুখে মাস্ক পরালো ভারতীয়রা
Published : Thursday, 7 November, 2019 at 7:14 PM

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের দিল্লিসহ বেশ কয়েকটি বড় শহরে বিপজ্জনক সীমা ছুঁয়ে ফেলেছে বায়ুদূষণের মাত্রা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় এলাকা বারানসীতে এই বায়ুদূষণের কারণে দেবতার মুখে মাস্ক পরানো হয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম জিনিউজের। বারানসীর সিগড়াতে অবস্থিত কাশী বিদ্যাপীঠ বিদ্যালয়ের কাছে শিব-পার্বতী মন্দিরে এই দুই দেবতার মুখ কালো মাস্ক দিয়ে ঢেকে দেয়া হয়েছে। মন্দিরের পুরোহিত হরিশ মিশ্র জানান, মন্দির কর্তৃপক্ষ ও ভক্তদের উদ্যোগেই মাস্ক পরানো হয়েছে দেবতাদের মুখে। তিনি বলেন, বারানসীতে আমরা দেবতাকে মানুষের মতো করেই ভাবি। গরমে তাঁদের শরীর ঠাণ্ডা রাখতে চন্দন লেপে দেয়া হয়। শীতকালে সোয়েটার পরানো হয়। এই বায়ুদূষণে মানুষের মতো দেবতারাও কষ্ট পাচ্ছেন মনে করে তাদের মুখে মাস্ক পরানো হয়েছে। এছাড়া ভোলানাথ, দুর্গা, কালী ও সাঁইবাবার মূর্তির মুখেও মাস্ক পরানো হয়েছে। মূর্তির মুখে মাস্ক পরানোর মাধ্যমে জনসচেতনতা বাড়ানো সম্ভব বলে মনে করছেন অনেকেই। ধর্মীয় স্থানে দেব-দেবীর মূর্তিতেও মাস্ক পরানো হলে মানুষ সচেতন হবে বলে মনে করা হচ্ছে। বুধবার বারানসীতে বাতাসে দূষণ পরিমাপক সূচকের মাত্রা ছিল ১২৭। এই মাত্রাকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। রোগী বা শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য এই দূষণের মাত্রা বেশ ক্ষতিকর। প্রতিনিয়ত এই দূষিত বায়ুতে শ্বাস নেয়ার ক্ষতিকর প্রভাবও আছে।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি