শনিবার, ২০ এপ্রিল, 2০২4
চিকিৎসার নামে গৃহবধুকে চুমু খেলেন ডাক্তার!
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Thursday, 10 October, 2019 at 9:55 AM

চিকিৎসার নামে রোগীর হাতে-মুখে চুমু দেওয়াসহ যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। চিকিৎসকের নাম ডেভিট। এ ঘটনাটি ঘটেছে কুলাউড়ার ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প (খ্রীষ্টিয়ান মিশনে)। এক সিজার রোগীর সেলাই কাটার সময়ে শরীরের স্পর্শকাতর স্থানে নানা অঙ্গভঙ্গীমায় অনৈতিক আচরণ করেন ওই চিকিৎসক। এমন আচরণে রোগীর আত্মীয় ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর তদন্ত শুরু করেছে খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প কর্তৃপক্ষ।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর এক অন্তঃস্বত্তা গৃহবধু ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্পের ডাক্তার ফরিদ আহমদের কাছে চিকিৎসা নিতে আসেন। গৃহবধুর নরমাল ডেলিভারির জন্য ভর্তি করান এবং একদিন অপেক্ষার পরামর্শ দেন ডাক্তার ফরিদ। কিন্তু ওই দিন রাত ৩টায় খ্রীষ্টিয়ান মিশনে ইনচার্জ ডাক্তার ডেভিট গৃহবধুর অপারেশ (সিজার) করতে হবে বলে জানান রোগীর স্বজনকে। সিজারের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতকের পরের দিন জর আসে। বিষয়টি ডেভিটকে অবগত করলেও গুরুত্ব দেননি তিনি।

এরপর গত ২৭ সেপ্টেম্বর ওই গৃহবধু অপারেশনের (সিজার) সেলাই কাটাতে আসেন খ্রীষ্টিয়ান মিশনে। মিশনের ইনচার্জ ডাক্তার ডেভিট সেলাই কাটার এক পর্যায়ে গৃহবধুর হাতে-মুখে ধরে চুমু দেন এবং নানাভাবে যৌন হয়রানি করেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।
এদিকে অভিযোগের পেক্ষিতে ডাক্তার ডেভিটের ঘটনায় তদন্ত শুরু করেছে কুলাউড়ার ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প (বিসিএইচপি) কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ডাক্তার ডেভিট অভিযোগ অস্বীকার করে পূর্বপশ্চিমকে বলেন, অভিযোগ ভিত্তিহীন। এ সময় অভিযোগ সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্নের সদুত্তর দেননি তিনি। এ ব্যাপারে কুলাউড়ার ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান স্বাস্থ্য প্রকল্প (বিসিএইচপি) এডমিন উত্তম চক্রবর্তী বলেন, বিষয়টি আমাদের পরিচালক দেখছেন। এটা শক্তভাবে দেখা হবে। এ ঘটনা দুঃখ ও লজ্জাজনক বলে মনে করেন তিনি।
আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি