শুক্রবার, ২৯ মার্চ, 2০২4
পর্যটন ভিসা চালুর দশদিনেই সৌদি আরবে ২৪ হাজার পর্যটক
Published : Wednesday, 9 October, 2019 at 10:09 AM

আন্তর্জাতিক ডেস্ক ॥
সৌদি আরব প্রথমবারের মতো পর্যটন ভিসা চালুর করার দশদিনের মধ্যেই দেশটিতে প্রবেশ করেছে ২৪ হাজার পর্যটক। মঙ্গলবার সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়। পাকিস্তানের গণমাধ্যম ডনের। সৌদি আরব তেলের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর পর্যটন ভিসা চালু করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টেলিভিশনটির খবরে ২৪ হাজার পর্যটকের দেশটিতে প্রবেশের তথ্য জানানো হয়। অত্যধিক রক্ষণশীল ইসলামী রাষ্ট্রটিতে ২৭ সেপ্টেম্বরের আগে শুধু হজ ও ওমরাহ পালনকারী, বিদেশি শ্রমিক প্রবেশ করতে পারত। তবে সম্প্রতি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে দর্শক হিসেবেও দেশটিতে প্রবেশ করেছে অনেকেই।

বিদেশি পর্যটকদেরকে উৎসাহিত করতে কর্তৃপক্ষ রোববার ঘোষণা করে, অবিবাহিত বিদেশি পুরুষ ও নারীরা একই রুমে থাকতে পারবে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ ৪৯টি দেশের মানুষকে পর্যটন ভিসা দেবে সৌদি কর্তৃপক্ষ।

তেলের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হিসেবে সৌদি আরবকে গড়ে তুলতে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ সংস্কার কর্মসূচির অংশ হিসেবে পর্যটন ভিসা চালু করা হয়েছে।


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।   ভারপ্রাপ্ত সম্পাদক: গোলাম কিবরীয়া হাজারী বিটু্।   প্রকাশক: মোঃ ইব্রাহিম পাটোয়ারী।
সহ সম্পাদক- রুবেল হাসান: ০১৮৩২৯৯২৪১২।  বার্তা সম্পাদক : জসীম উদ্দিন : ০১৭২৪১২৭৫১৬।  সার্কুলেশন ম্যানেজার : আরিফ হোসেন জয়, মোবাইল ঃ ০১৮৪০০৯৮৫২১।  রিপোর্টার: ইফাত হোসেন চৌধুরী: ০১৬৭৭১৫০২৮৭।  রিপোর্টার: নাসির উদ্দিন হাজারী পিটু: ০১৯৭৮৭৬৯৭৪৭।  মফস্বল সম্পাদক: রাসেল: মোবা:০১৭১১০৩২২৪৭   প্রকাশক কর্তৃক ফ্ল্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।  বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ০২-৪১০২০০৬৪।  ই-মেইল : [email protected], web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি