রবিবার, ০৭ জুন, ২০২০
আরও বড় চমক আছে
Published : Tuesday, 8 October, 2019 at 9:05 PM

স্টাফ রিপোর্টার॥ দেশে চলমান শুদ্ধি অভিযান চলতে থাকবে এবং আরও বড় চমক আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এ জন্য সাংবাদিকদের অপেক্ষা করতে বলেছেন।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  এ কথা বলেন মন্ত্রী।
রবিবার কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে ব্যাব। এরপর সম্রাটের অফিস ও বাসায় তল্লাশি চালিয়ে মাদক-মদ, অস্ত্র ও ক্যাঙারুর চামড়া উদ্ধার হয়। ভ্রাম্যমাণ আদালত বন্য প্রাণি সংরক্ষণ আইনে তাদের দুজনকে ছয় মাসের কারাদণ্ড দেয়।
গত ১৭ সেপ্টেম্বর আরামবাগের ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো অভিযানের মাধ্যমে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়। ওবায়দুল কাদের বলেন, ‘১৫ দিনেই কি সব কমপ্লিট করব? আরও অনেক কিছুই দেখার আছে। কাদের বিরুদ্ধে অভিযান চলছে, কেন চলছে, প্রধানমন্ত্রী নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন। এখানে লুকোচুরির কিছু নেই। যারা কালপ্রিট, করাপশন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কোনো সংকোচ নেই।’
গরম খবর চলতেই থাকবে উল্লেখ করে সাংবাদিকদের কাদের বলেন, ‘একটু অপেক্ষা করুন, আরো চমক আছে। সব চমক এত তাড়াতাড়ি পেতে চাইলে তো হবে না।’
যুবলীগের কমিটিতে পরিবর্তন আসবে কি না আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে জানতে চান সাংবাদিকরা। কাদের বলেন, ‘তা শুধু আমাদের সভাপতি বলতে পারবেন। তার মাইন্ড সেট কী আছে তা আমার জানা নেই। সভাপতি মৌখিক নির্দেশ দিয়েছেন। আমি লিখিতভাবে যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও সেচ্ছাসেবক লীগকে জানিয়েছি। আগামী নভেম্বর মাসের মধ্যেই এই চারটি অঙ্গসংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে।’
প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তি আড়াল করতে সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে- বিএনপির এমন দাবি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘এটা হাস্যকর মনে হয় না? দুর্নীতির বিরুদ্ধে অভিযানের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের সম্পর্ক কী? গ্রেপ্তারে কেন বিলম্ব হয়েছে, সেটা র‌্যাবের ডিজি ব্যাখ্যা দিয়েছেন। সম্রাট ভারতে যাওয়ার চেষ্টা করেছিল, তাই সীমান্তের কাছাকাছি একটি বাড়িতে লুকিয়ে ছিল সে।’সম্পাদক : জয়নাল হাজারী।  ফোন : ০২-৯১২২৬৪৯
মোঃ ইব্রাহিম পাটোয়ারী কর্তৃক ফ্যাট নং- এস-১, জেএমসি টাওয়ার, বাড়ি নং-১৮, রোড নং-১৩ (নতুন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা থেকে প্রকাশিত
এবং সিটি প্রেস, ইত্তেফাক ভবন, ১/আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত।
আবু রায়হান (বার্তা সম্পাদক) মোবাইল : ০১৯৬০৪৯৫৯৭০ মোবাইল : ০১৯২৮-১৯১২৯১। মো: জসিম উদ্দিন (চীফ রিপোর্টার) মোবাইল : ০১৭২৪১২৭৫১৬।
বার্তা বিভাগ: ৯১২২৪৬৯, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ০১৯৭৬৭০৯৯৭০ ই-মেইল : [email protected], Web : www.hazarikapratidin.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি